hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৯৮
আয়াত : ১৮০ কৃপণতার পরিণাম
وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتَاهُمُ اللهُ مِنْ فَضْلِه هُوَ خَيْرًا لَّهُمْؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْؕ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِه يَوْمَ الْقِيَامَةِؕ وَلِلّٰهِ مِيْرَاثُ السَّمَاوَاتِ وَالْاَرْضِؕ وَاللهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ (১৮০)

শাব্দিক অনুবাদ

১৮০. وَلَا يَحْسَبَنَّ আর যেন তারা মনে না করে اَلَّذِيْنَ যারা يَبْخَلُوْنَ কার্পণ্য করে بِمَاۤ যা اٰتَاهُمُ তাদেরকে যা কিছু দান করেছেন, اَللهُ আল্লাহ مِنْ হতে فَضْلِه  নিজ অনুগ্রহ هُوَ তা خَيْرًا কল্যাণকর لَهُمْ তাদের জন্য; بَلْ বরং هُوَ তা شَرٌّ ক্ষতিকর لَهُمْ তাদের জন্য। سَيُطَوَّقُوْنَ অচিরেই (তাদের গলার) বেড়ি পড়িয়ে দেয়া হবে مَا بَخِلُوْا যে বিষয়ে তারা কৃপণতা করেছে, بِه  তা দিয়ে يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন। وَلِلّٰهِ আল্লাহরই জন্য مِيْرَاثُ স্বত্বাধিকারী اَلسَّمَاوَاتِ আকাশসমূহ وَالْاَرْضِ ও পৃথিবীর। আর وَاللهُ আর আল্লাহ بِمَا تَعْمَلُوْنَ তোমরা যা করছ সে বিষয়ে خَبِيْرٌ পূর্ণ জ্ঞাত।

সরল অনুবাদ

১৮০. আর যারা কৃপণতা করে তারা যেন এমনটি ধারণা না করে যে, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দান করেছেন, তা তাদের জন্য কল্যাণকর; বরং তা তাদের জন্য ক্ষতিকর। তারা যে বিষয়ে কৃপণতা করে, অচিরেই কিয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেয়া হবে। [এখানে কৃপণতা বলতে ঐসব ব্যক্তিকে বুঝানো হয়েছে, যারা তাদের ধন-সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না- এমনকি তাদের উপর নির্ধারিত ফরয যাকাতও আদায় করে না। অথচ আকাশ ও জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে, সবকিছুই আল্লাহর মালিকানাধীন। আল্লাহ তা‘আলা এগুলো বান্দাদেরকে সাময়িকভাবে পৃথিবীতে জীবন-যাপন করার উপকরণ হিসেবে দিয়েছেন মাত্র। এর মাধ্যমে আল্লাহ তা‘আলা এটা পরীক্ষা করতে চান যে, কোন বান্দা কতটুকু কৃতজ্ঞ এবং কোন বান্দা অকৃতজ্ঞ? অতএব এসব ধন-সম্পদ নিজের কাছে পুঞ্জীভূত করে না রেখে, আল্লাহর রাস্তায় দান করে দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সর্বাত্মক চেষ্টা করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি এরূপ না করা হয়, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণে এর পরিণতি হবে খুবই ভয়াবহ- যা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘‘আল্লাহ তা‘আলা যাকে ধন-সম্পদ দান করেছেন, সে যদি তা থেকে যাকাত আদায় না করে, কিয়ামতের দিন সেগুলোকে একটি মাথায় টাক পড়া বিষাক্ত সাপের আকৃতি প্রদান করা হবে, যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে। তারপর সেটিকে বেড়ির মতো তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। ফলে সে তাকে দংশন করতে করতে বলবে, আমি তোমার মাল, আমি তোমার সেই সঞ্চিত ধনভান্ডার। (সহীহ বুখারী, হা/১৪০৩)] (মূলত) আকাশসমূহ ও পৃথিবীর স্বত্বাধিকারী একমাত্র আল্লাহ। আর তোমরা যা করছ আল্লাহ সে বিষয়ে পূর্ণ খবর রাখেন।

আয়াতের শিক্ষা

কোন ক্ষেত্রেই কৃপণতা করা যাবে না।

কৃপণতা কখনো কল্যাণ বয়ে আনে না; কেবল ক্ষতিই ডেকে আনে।

কৃপণতা করে আল্লাহর হক আদায় না করলে কিয়ামতের দিন জমাকৃত সম্পদ দ্বারা বেড়ি বানিয়ে তা কৃপণ ব্যক্তির গলায় পড়িয়ে দেয়া হবে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন