hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১০
দু‘আ কবুলের বিশেষ সময়
১. সিয়ামরত অবস্থায় দু‘আ কবুল হয় :

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তিন শ্রেণির লোকের দু‘আ ফেরত দেয়া হয় না। তন্মধ্যে একজন হচ্ছে সিয়াম পালনকারী, যতক্ষণ পর্যন্ত না সে ইফতার করে। [তিরমিযী, হা/৩৫৯৮; ইবনে মাজাহ, হা/১৮৩২; সহীহ ইবনে খুযায়মা, হা/১৯০১; বায়হাকী, হা/৬১৮৬; শারহুস সুন্নাহ, হা/১৩৯৫।]

৩৭ তিরমিযী, হা/৩৫৯৮; ইবনে মাজাহ, হা/১৮৩২; সহীহ ইবনে খুযায়মা, হা/১৯০১; বায়হাকী, হা/৬১৮৬; শারহুস সুন্নাহ, হা/১৩৯৫।

২. জুমু‘আর দিনে দু‘আ কবুল হয় :

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهْوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا .

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ ﷺ জুমু‘আর দিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, সেদিন এমন একটি সময় রয়েছে, ঐ সময় যদি কোন মুসলিম বান্দা দাঁড়িয়ে সালাত আদায় করে এবং আল্লাহর কাছে কোন কিছু প্রার্থনা করে তবে আল্লাহ তা‘আলা তাকে তা দান করেন। আর তিনি হাতে ইশারা করে বুঝালেন যে, এ সময়টি অতি অল্প। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৬৪০; সহীহ বুখারী, হা/৯৩৫; সহীহ মুসলিম, হা/২০০৬; নাসাঈ, হা/১৪৩১; তিরমিযী, হা/৪৯১; মুসনাদে আহমাদ, হা/৭১৫১; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৭০০; জামেউস সগীর, হা/৩৮৮৩; মিশকাত, হা/১৩৫৭।]

৩৮ মুয়াত্তা ইমাম মালেক, হা/৬৪০; সহীহ বুখারী, হা/৯৩৫; সহীহ মুসলিম, হা/২০০৬; নাসাঈ, হা/১৪৩১; তিরমিযী, হা/৪৯১; মুসনাদে আহমাদ, হা/৭১৫১; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৭০০; জামেউস সগীর, হা/৩৮৮৩; মিশকাত, হা/১৩৫৭।

৩. লাইলাতুল ক্বদর দু‘আ কবুলের অন্যতম সময় :

আল্লাহ তা‘আলা বলেছেন, লাইলাতুল ক্বদর এক হাজার মাসের চেয়ে উত্তম। [সূরা ক্বদর- ৩।] রাসূলুল্লাহ ﷺ এ রাতে আয়েশা (রাঃ) কে বিশেষ দু‘আ শিক্ষা দিয়েছিলেন। রাসূলুল্লাহ ﷺ লাইলাতুল ক্বদরকে খোঁজার নির্দেশ দিতেন। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৬৯৩; সহীহ বুখারী, হা/২০১৮; সহীহ মুসলিম, হা/২৮৩৩; আবু দাঊদ, হা/১৩৮৭; তিরমিযী, হা/৭৯২; সিলসিলা সহীহাহ, হা/৩৬১৬; জামেউস সগীর, হা/৫২৩৩; মিশকাত, হা/২০৮৩।]

৩৯ সূরা ক্বদর- ৩।

৪০ মুয়াত্তা ইমাম মালেক, হা/৬৯৩; সহীহ বুখারী, হা/২০১৮; সহীহ মুসলিম, হা/২৮৩৩; আবু দাঊদ, হা/১৩৮৭; তিরমিযী, হা/৭৯২; সিলসিলা সহীহাহ, হা/৩৬১৬; জামেউস সগীর, হা/৫২৩৩; মিশকাত, হা/২০৮৩।

৪. আরাফার দিনে দু‘আ কবুল হয় :

عَنْ عَائِشَةَ اَِنَّ رَسُوْلَ اللهِ - - قَالَ : مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللهُ فِيْهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهٗ لَيَدْنُو ثُمَّ يُبَاهِىَ بِهِمُ الْمَلَائِكَةَ فَيَقُوْلُ مَا أَرَادَ هٰؤُلَاءِ

আয়েশা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তা‘আলা আরাফার দিন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্ত করেন এবং ফেরেশতাগণের সামনে গর্ব করে বলেন, (আরাফার মাঠের) এ সকল মানুষ কী চায়? অর্থাৎ যা চায় তাই দান করা হবে। [সহীহ মুসলিম, হা/৩৩৫৪; নাসাঈ, হা/৩০০৩; ইবনে মাজাহ, হা/৩০১৪; সহীহ ইবনে খুযায়মা, হা/২৮২৭; মুসত্মাদরাকে হাকেম, হা/১৭০৫; মিশকাত, হা/২৫৯৪।]

৫. হজ্জ পালনকালে পাথর নিক্ষেপের পর :

রাসূলুল্লাহ ﷺ প্রথম দু’বার পাথর নিক্ষেপের পর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন এবং অনুনয়-বিনয়ের সাথে দু‘আ করতেন। [আবু দাঊদ, হা/১৯৭৫; মুসনাদে আহমাদ, হা/২৪৬৩৬; মুসনাদে আবু ই‘আলা, হা/৪৬৪৪; দার কুতনী, হা/২৬৮০; মুসত্মাদরাকে হাকেম, হা/১৭৫৬; বায়হাকী, হা/৯৪৪৩; সহীহ ইবনে খুযায়মা, হা/২৯৫৬; মিশকাত, হা/২৬৭৬।]

৬. দু‘আ কবুলের উপযুক্ত সময় রাতের শেষ ভাগ :

আল্লাহ তা‘আলা জান্নাতী ব্যক্তিদের প্রশংসা করতে গিয়ে বলেন,

﴿اَلصَّابِرِيْنَ وَالصَّادِقِيْنَ وَالْقَانِتِيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ﴾

তারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল, (আল্লাহর পথে) দানকারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। (সূরা আলে ইমরান- ১৭)

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তা‘আলা প্রত্যেক রাতের দুই তৃতীয়াংশের পর প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার নিকট চাইবে আমি তাকে দান করব, কে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৪৯৮; সহীহ বুখারী, হা/১১৪৫; সহীহ মুসলিম, হা/১৮০৮; আবু দাঊদ, হা/১৩১৭, ৪৭৩৫; তিরমিযী, হা/৩৪৯৮; ইবনে মাজাহ, হা/১৩৬৬; মিশকাত, হা/১২২৩।]

জাবির (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি যে, নিশ্চয় রাতে এমন একটি সময় রয়েছে, যে সময় কোন মুসলিম ইহকাল ও পরকালের কিছু চাইলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন এবং এটা প্রত্যেক রাত্রে হয়ে থাকে। [সহীহ মুসলিম, হা/১৮০৬; মুসনাদে আহমাদ, হা/১৪৩৯৪; মিশকাত, হা/১২২৪।]

৭. সালাতের শেষে দু‘আ কবুল হয় :

আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করা হয়েছিল- কোন সময় সবচেয়ে বেশি দু‘আ কবুল হয়? রাসূলুল্লাহ ﷺ বললেন, শেষ রাতে এবং ফরয সালাতের পর। [তিরমিযী, হা/৩৪৯৯; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬৪৮; মিশকাত, হা/৯৬৮।]

প্রকাশ থাকে যে, সালাতের শেষ বলতে সালামের আগের সময়কে বুঝানো হয়। রাসূলুল্লাহ ﷺ বলেন, তাশাহ্হুদের পর যা ইচ্ছা দু‘আ করবে। [সহীহ বুখারী, হা/৬২৩০; সহীহ মুসলিম, হা/৯২৭; মুসনাদে আহমাদ, হা/৩৬২২; সুনানুস সগীর লিল বায়হাকী, হা/৩৩৯; শারহুল মা‘আনী, হা/১৪১৭।]

৮. আযান ও ইকামাতের মধ্যখানে :

আনাস ইবনে মালিক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আযান এবং ইকামাতের মধ্যখানের দু‘আ ফেরত দেয়া হয় না। [আবু দাঊদ, হা/৫২১; তিরমিযী, হা/২১২; সহীহ ইবনে খুযায়মা, হা/৪২৬; সহীহ ইবনে হিববান, হা/১৬৯৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২৬৫; মিশকাত, হা/৬৭১।]

৯. যুদ্ধের মাঠে শত্রুর সাথে মোকাবেলার সময় :

রাসূলুল্লাহ ﷺ বলেন, হে লোক সকল! শত্রুর সাথে যখন তোমাদের সাক্ষাৎ হয়, তখন আল্লাহর নিকট নিরাপত্তা চাও, ধৈর্যধারণ করো এবং জেনে রেখো! নিশ্চয় জান্নাত তরবারির ছায়ার নিচে। [সহীহ বুখারী, হা/২৯৬৫; সহীহ মুসলিম, হা/৪৬৪০; আবু দাঊদ, হা/২৬৩৩; মুসনাদে আহমাদ, হা/১৯১৩৭; সহীহ ইবনে হিববান, হা/৪৬১৭; মুসত্মাদরাকে হাকেম, হা/২৪১৩; মিশকাত, হা/৩৯৩০।]

১০. সিজদার সময় দু‘আ কবুল হয় :

ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা সিজদায় বেশি বেশি দু‘আ করো, কেননা সিজদা হচ্ছে দু‘আ কবুলের উপযুক্ত সময়। [সহীহ মুসলিম, হা/১১০২; আবু দাঊদ, হা/৮৭৬; নাসাঈ, হা/১০৪৫; মুসনাদে আহমাদ, হা/১৯০০; সহীহ ইবনে খুযায়মা, হা/৫৪৮; সহীহ ইবনে হিববান, হা/১৮৯৬; মিশকাত, হা/৮৭৩।]

অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

أَقْرَبُ مَا يَكُوْنُ الْعَبْدُ مِنْ رَّبِّه وَهُوَ سَاجِدٌ ، فَأَكْثِرُوْا الدُّعَاءَ

বান্দা সিজদা অবস্থায় তার প্রতিপালকের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। অতএব তোমরা সিজদায় বেশি বেশি দু‘আ করো। [সহীহ মুসলিম, হা/১১১১; আবু দাঊদ, হা/৮৭৫; নাসাঈ, হা/১১৩৭; মুসনাদে আহমাদ, হা/৯৪৪২; সহীহ ইবনে হিববান, হা/১৯২৮; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩৮৭; মিশকাত, হা/৮৯৪।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন