hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২০৪
কয়েকটি দরূদ
আবদুর রহমান ইবনে আবু লাইলা (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, একদা কা‘ব ইবনে উজরা (রাঃ) আমার সঙ্গে সাক্ষাৎ করেন। অতঃপর বলেন, আমি কি তোমাকে এমন এক হাদীয়া দেব না, যা আমি নবী ﷺ থেকে শুনেছি? আমি বললাম, হ্যাঁ! সে হাদীয়া আমাকে দিন। তখন তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ ﷺ কে বলেছিলাম, হে আল্লাহর রাসূল! আপনাদের অর্থাৎ আহলে বাইতের উপর আমরা কীভাবে দরূদ পাঠ করব? কেননা আপনার উপর কীভাবে সালাম করব, তা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বললেন, তোমরা বলবে,

(১) اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

উচ্চারণ : আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিও ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ, কামা সাল্লাইতা ‘আলা ইবরা-হীমা ওয়া ‘আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিও ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা ‘আলা ইবরা-হীমা ওয়া ‘আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ।

অর্থ : হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন, যেমনিভাবে আপনি রহমত বর্ষণ করেছেন ইবরাহীম ও তাঁর পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর বরকত নাযিল করুন, যেমনিভাবে বরকত নাযিল করেছেন ইবরাহীম ও তাঁর পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। [সহীহ বুখারী, হা/৩৩৭০; মুসনাদে আহমাদ, হা/১৮১৫৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৮৭২৪; মুসনাদে হুমাইদী, হা/৭৪৫; মিশকাত, হা/৯১৯।]

এ দরূদটি আমরা সালাতের মধ্যে পাঠ করে থাকি। তাছাড়াও আরো যেসব সহীহ দরূদ হাদীসের বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে, সেগুলোর উপরও আমল করা যাবে।

(২) اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلٰى اٰلِ إبْرَاهِيْمَ ، إنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ . اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلٰى اٰلِ إبْرَاهِيْمَ ، إنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

উচ্চারণ : আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিও ওয়া‘আলা আ-লি মুহাম্মাদ, কামা সাল্লাইতা ‘আলা আ-লি ইবরা-হীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুমা বা-রিক ‘আলা মুহাম্মাদিও ওয়া‘আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা ‘আলা আ-লি ইবরাহীম, ইন্নাকা হামীদুম মাজীদ।

অর্থ : হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন, যেমনিভাবে ইবরাহীমের পরিবারবর্গের উপর আপনি করেছিলেন; নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর বরকত নাযিল করুন, যেমনিভাবে আপনি ইবরাহীমের পরিবারবর্গের উপর বরকত দান করেছিলেন, নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। [কা‘ব ইবনে উজরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বললেন, একদা রাসূলুল্লাহ ﷺ কে বলা হলো, হে আল্লাহর রাসূল! আপনার উপর কীভাবে সালাম পড়ব তা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, এখন বলুন! কীভাবে আপনার উপর দরূদ পাঠ করব? তখন নবী ﷺ বললেন, তোমরা এ দু‘আটি পাঠ করো। (সহীহ বুখারী, হা/৪৭৯৭, ৬৩৫৭; সহীহ মুসলিম, হা/৯৩৫; নাসাঈ, হা/১২৮৭; মুসনাদে আহমাদ, হা/১৮১৩০; সহীহ ইবনে হিববান, হা/১৯৬৪; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৫৬১২)]

(৩) اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّأَزْوَاجِه وَذُرِّيَّتِه كَمَا صَلَّيْتَ عَلٰى اٰلِ إِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّأَزْوَاجِه وَذُرِّيَّتِه كَمَا بَارَكْتَ عَلٰى اٰلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ .

উচ্চারণ : আল্লা-হুম্মা সাল্লি ‘আলা-মুহাম্মাদিও ওয়া আযওয়া-জিহী ওয়া যুর্রিইয়াতিহী কামা-সাল্লাইতা ‘আলা আ-লি ইবরাহীমা ওয়া বা-রিক ‘আলা মুহাম্মাদিও ওয়া আযওয়া-জিহী ওয়া যুর্রিইয়াতিহী কামা-বা-রাকতা ‘আলা আ-লি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ।

অর্থ : হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ﷺ এর উপর, তাঁর স্ত্রীদের উপর এবং তার বংশধরের উপর শামিত্ম বর্ষণ করুন, যেমনিভাবে আপনি ইবরাহীমের পরিবারের উপর শামিত্ম বর্ষণ করেছিলেন। আর আপনি মুহাম্মাদ ﷺ এর উপর, তাঁর স্ত্রীদের উপর এবং তার বংশধরের উপর বরকত দান করুন, যেমনিভাবে আপনি ইবরাহীম (আঃ) এর পরিবারের উপর করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত ও মর্যাদাসম্পন্ন। [আবু হুমাইদ আস সা‘ইদী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা সাহাবীগণ রাসূলুল্লাহ ﷺ কে বললেন, হে আল্লাহর রাসূল! আমরা আপনার প্রতি কীভাবে দরূদ পাঠ করব। তখন তিনি বললেন, তোমরা এ দু‘আ পাঠ করার মাধ্যমে দরূদ পাঠ করবে। (মুয়াত্তা ইমাম মালেক, হা/৩৯৫; সহীহ বুখারী, হা/৩৩৬৯, ৬৩৬০; আবু দাঊদ, হা/৯৮১; নাসাঈ, হা/১২৯৪; ইবনে মাজাহ, হা/৯০৫; মুসনাদে আহমাদ, হা/২৩৬৪৮; শারহুস সুন্নাহ, হা/৬৮২; বায়হাকী, হা/২৬৮৫; মিশকাত, হা/৯২০)]

(৪) اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى اٰلِ إِبْرَاهِيْمَ ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى اٰلِ إِبْرَاهِيْمَ

উচ্চারণ : আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদ, কামা সাল্লাইতা ‘আলা আ-লি ইবরা-হীম। আল্লা-হুম্মা বা-রিক ‘আলা মুহাম্মাদ, কামা বা-রকতা ‘আলা আ-লি ইবরাহীম।

অর্থ : হে আল্লাহ! মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন, যেমনটি ইবরাহীমের পরিবারবর্গের উপর আপনি করেছিলেন। হে আল্লাহ! মুহাম্মাদের উপর বরকত নাযিল করুন, যেমনটি আপনি ইবরাহীমের পরিবারবর্গের উপর করেছিলেন। [আবু মাসউদ আনসারী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা নবী ﷺ কে বলা হলো, আপনি আমাদেরকে আপনার উপদ দরূদ ও সালাম পেশ করতে আদেশ করেছেন। আপনার উপর সালাম কীভাবে প্রদান করতে হয় তা আমরা জানি, কিমত্মু আমরা আপনার উপর দরূদ পেশ করব কীভাবে? তখন তিনি বললেন, তোমরা এ দু‘আটি পাঠ করবে। (নাসাঈ, হা/১২৮৬; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৪১১৭)]

(৫) اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ النَّبِىِّ الْأُمِّىِّ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ

উচ্চারণ : আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া ‘আলা আলি মুহাম্মাদ।

অর্থ : হে আল্লাহ! নিরক্ষর নবী মুহাম্মাদ এবং তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন। [উকবা ইবনে আমের (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা দরূদ পাঠ করার সময় এই বাক্যগুলো উচ্চারণ করবে। (আবু দাউদ, হা/৯৮৩)]

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ ، وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ (৬)

উচ্চারণ : আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিও ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ।

অর্থ : হে আল্লাহ! মুহাম্মাদ এবং তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন। [যায়েদ ইবনে খারেজা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ ﷺ কে দরূদের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, তোমরা আমার উপর দরূদ পাঠ করো এবং দু‘আর মাধ্যমে চেষ্টা করো। আর তোমরা এ দু‘আ পাঠ করো। (নাসাঈ, হা/১২৯২)]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন