hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৮৬
ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত দু‘আ :
(১) اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدٰى وَالتُّقٰى وَالْعَفَافَ وَالْغِنٰى

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল হুদা, ওয়াত্তুক্বা, ওয়াল ‘আফা-ফা ওয়ালগিনা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট হেদায়াত, তাক্বওয়া, সচ্চরিত্রতা এবং স্বনির্ভরতার প্রার্থনা করছি। [আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ এ দু‘আটি পাঠ করতেন। (সহীহ মুসলিম, হা/৭০৭৯; তিরমিযী, হা/৩৪৮৯; ইবনে মাজাহ, হা/৩৮৩২; মুসনাদে আহমাদ, হা/৩৯০৪, ৩৯৫০; আদাবুল মুফরাদ, হা/৬৭৪; মিশকাত, হা/২৪৮৪)]

(২) اَللّٰهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُوْلُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيْكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِه جَنَّتَكَ وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِه عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلٰى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلٰى مَنْ عَادَانَا وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِى دِينِنَا وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا

উচ্চারণ : আল্লা-হুম্মা আক্বসিম লানা মিন খাশইয়াতিকা মা ইয়াহূলু বাইনানা ওয়া বাইনা মা‘আ-সীকা ওয়া ত্বা-‘আতিকা মা-তুবাল্লিগুনা বিহী জান্নাতাকা ওয়া মিনাল ইয়াক্বীনি মা তুহাওভিনু বিহী ‘আলাইনা মুসীবা-তিদ দুনইয়া ওয়া মাত্তি‘না বি আসমা-‘ইনা ওয়া আবসা-রিনা ওয়া কুওওয়াতিনা মা আহ্ইয়াইতানা ওয়াজ‘আলহুল ওয়া-রিসা মিন্না ওয়াজ‘আল ছা’রানা ‘আলা মান যালামানা ওয়ানসুরনা ‘আলা মান ‘আ-দা-না ওয়ালা তাজ‘আল মুসীবাতানা ফী দ্বীনিনা ওয়ালা তাজ‘আলিদ দুনইয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ‘ইলমিনা ওয়ালা তুসাল্লিত্ব ‘আলাইনা মান লা ইয়ারহামুনা।

অর্থ : হে আল্লাহ! আমার মধ্যে আপনার এমন ভয় দিয়ে দিন, যা আমার এবং আপনার অবাধ্যতার মধ্যে অমত্মরায় হয়। আমাদেরকে এমনভাবে আপনার আনুগত্য করার তাওফীক দান করুন, যা জান্নাতে পৌঁছায়। যতদিন আপনি আমাদেরেকে জীবিত রাখেন, ততদিন আমাদেরকে এমন ঈমান দান করুন, যার ফলে দুনিয়ার বিপদ আমাদের কাছে তুচ্ছ মনে হয়। আমাদেরকে আমাদের কান, চক্ষু ও শক্তি দ্বারা উপকৃত করুন এবং আমাদেরকে এর উত্তরাধিকারী বানান। যারা আমাদের উপর অত্যাচার করে তাদের উপর আমাদেরকে বিজয় দান করুন। যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে তাদের উপর আমাদেরকে সাহায্য দান করুন। দ্বীনের ব্যাপারে আমাদেরকে বিপদে ফেলা থেকে রক্ষা করুন। দুনিয়া অর্জন করা আমাদের চিমত্মা এবং জ্ঞানের বড় বিষয় যেন না হয়। আর যারা আমাদের প্রতি অনুগ্রহ করে না তাদেরকে আমাদের উপর চাপিয়ে দেবেন না। [আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ কোন মজলিস থেকে উঠার পর খুব কম সময়ই এ দু‘আটি পাঠ করা ছেড়ে দিতেন। (তিরমিযী, হা/৩৫০২; মুসনাদুল বাযযার, হা/৫৯৮৯; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/১০১৬১; মিশকাত, হা/২৪৯২)]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন