hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২৩৭
তাবিজ লটকানো, রিং বা সুতা পরিধান করা যাবে না :
তাবিজ লটকানো বা চামড়া কিংবা রিং অথবা তাবিজের মালা পরিধান করা জায়েয নয়। এ ব্যাপারে হাদীসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেন,

مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ

অর্থাৎ যে ব্যক্তি কোন কিছু লটকাবে, তাকে সেই বসত্মুর প্রতি সোপর্দ করা হবে। [তিরমিযী, হা/২০৭২; মুসনাদে আহমাদ, হা/১৮৮০৩; মুসত্মাদরাকে হাকেম, হা/৭৫০৩; মিশকাত, হা/৪৫৫৬।]

গাড়ির মধ্যে ‘মা-শা-আল্লা-হ’ লেখা, তলোয়ার, চাকু, কাগজে চোখ এঁকে টাঙ্গিয়ে দেয়া, কুরআন রাখা অথবা বাড়িতে কুরআনের বিভিন্ন আয়াত লিখে টাঙ্গিয়ে রাখা জায়েয নয়। এগুলো তাবিজের অমত্মর্ভুক্ত হয়ে যেতে পারে।

আল্লাহই কল্যাণ এবং অকল্যাণের মালিক, রোগ থেকে মুক্তিদাতা। তাবিজ-কবজ ব্যবহার করে আল্লাহর পরিবর্তে এগুলোর উপর নির্ভর করা হয়, যা শিরকের অন্তর্ভুক্ত। তাছাড়া মুসীবত দূর করা অথবা প্রতিরোধ করার উদ্দেশ্যে রিং, তাগা (সুতা) ইত্যাদি পরিধান করাও শিরক। বিভিন্ন ফকীরের তাবিজ, দরবারের লাল কিংবা সাদা-কালো সুতা হাতে বাঁধা, দরবারী তাবিজ, ইমাম সাহেবের তাবিজ, পীরের তাবিজ, অষ্টধাতুর আংটি, বিভিন্ন পাথরের আংটি ইত্যাদি। এসব বস্তুর উপর নির্ভরশীল হওয়া এবং বিশ্বাস করা শিরক। আল্লাহ তা‘আলা বলেন,

﴿قُلْ اَفَرَاَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللهِ اِنْ اَرَادَنِيَ اللهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِيْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهٖ﴾

বলো, তোমরা কি ভেবে দেখেছ যে, যদি আল্লাহ আমার কোন অনিষ্ট চান, তবে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক, তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি যদি আমার প্রতি অনুগ্রহ করতে চান, তবে কি তারা সে অনুগ্রহকে বন্ধ করতে পারবে? (সূরা যুমার- ৩৮)

তাবিজ ব্যবহার করা নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ থেকে অনেক হাদীস বর্ণিত হয়েছে। যেমন-

উকবা বিন আমের (রাঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ ﷺ এর খেদমতে একদল লোক উপস্থিত হলো। অতঃপর রাসূলুল্লাহ ﷺ উক্ত দলের নয় জনের কাছ থেকে বাই‘আত গ্রহণ করলেন এবং এক জনের কাছ থেকে বাই‘আত গ্রহণ করলেন না। তারা বলল, হে আল্লাহর রাসূল! নয় জনকে বাই‘আত করালেন একজনকে বাদ রাখলেন? রাসূলুল্লাহ ﷺ বললেন, তার কাছে একটি তাবিজ রয়েছে। তখন ঐ ব্যক্তি তার হাত জামার ভেতরে প্রবেশ করাল এবং সেটা ছিড়ে ফেলল। অতঃপর রাসূলুল্লাহ ﷺ তাকেও বাই‘আত করালেন এবং বললেন, যে ব্যক্তি গলায় তাবিজ ব্যবহার করল সে শিরক করল। [মুসনাদে আহমাদ, হা/১৭৪৫৮; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৪২৯৯; সিলসিলা সহীহাহ, হা/৪৯২।]

আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) এর স্ত্রী জয়নব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) বাহির থেকে এসে দরজার পার্শ্বে দাঁড়িয়ে কাশি দিতেন এবং থুথু ফেলতেন, যাতে তিনি এসে আমাদেরকে তার অপছন্দ অবস্থায় না দেখেন। তিনি বললেন, একদিন আবদুল্লাহ (রাঃ) আসলেন এবং কাশি দিলেন। তখন আমার কাছে একজন বৃদ্ধা ছিল। সে আমাকে চর্ম রোগের জন্য ঝাড়ফুঁক করছিল। এ অবস্থায় তাকে আমি খাটের নিচে লুকিয়ে রাখলাম। অতঃপর তিনি ঘরে প্রবেশ করে আমার কাছে এসে বসলেন এবং আমার গলায় তাগা দেখে জিজ্ঞেস করলেন, এই তাগাটা কী? আমি বললাম, এই সুতার মধ্যে আমার জন্য ঝাড়ফুঁক দেওয়া হয়েছে। আমি একথা বলার পর আবদুল্লাহ তাগাটা কেটে ফেললেন এবং বললেন, আবদুল্লাহর পরিবারবর্গ শিরক থেকে মুক্ত। আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, তাবিজ ব্যবহার করা নিঃসন্দেহে শিরক। [ইবনে মাজাহ, হা/৩৫৩০; মুসনাদে আহমাদ, হা/৩৬১৫; মিশকাত, হা/৪৫৫২।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন