hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২২২
পেরেশানী ও টেনশনের দু‘আ :
১. ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ পেরেশানীর সময় এ দু‘আ পড়তেন,

لَا إِلٰهَ إِلَّا اللهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ ، لَا إِلٰهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ، لَا إِلٰهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْاَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্লা-হুল ‘আযীমুল হালীম। লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুল ‘আরশিল ‘আযীম। লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুস্সামা-ওয়া-তি ওয়ারাববুল আরযি ওয়ারাববুল ‘আরশিল কারীম।

অর্থ : আল্লাহ ব্যতীত কোন প্রকৃত মাবুদ নেই, তিনি মহান ও সহনশীল। আল্লাহ ব্যতীত কোন প্রকৃত মাবুদ নেই, তিনি মহান আরশের মালিক। আল্লাহ ব্যতীত কোন প্রকৃত মাবুদ নেই, তিনি আকাশ ও পৃথিবী এবং সম্মানিত আরশের রব। [সহীহ বুখারী, হা/৬৩৪৬; সহীহ মুসলিম, হা/৭০৯৭; তিরমিযী, হা/৩৪৩৫; ইবনে মাজাহ, হা/৩৮৮৩; মুসনাদে আহমাদ, হা/২০১২; মুসনাদে আবু ই‘আলা, হা/২৫৪১; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৮২৫; সিলসিলা সহীহাহ, হা/২০৪৫; জামেউস সগীর, হা/৯০৭১; মিশকাত, হা/২৪১৭।]

২. সা‘দ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, ইউনুস (আঃ) মাছের পেটে যে দু‘আ করেছিলেন, কোন মুসলিম যদি বিপদে পড়ে সে দু‘আ পড়ে, তবে তার দু‘আ কবুল করা হবে। অপর বর্ণনায় রয়েছে, নবী করীম ﷺ বিপদের সময় এ দু‘আ পড়তেন।

لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

উচ্চারণ : লা ইলা-হা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায্ যা-লিমীন।

অর্থ : হে আল্লাহ! আপনি ব্যতীত কোন প্রকৃত মাবুদ নেই। আপনার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। [তিরমিযী, হা/৩৫০৫; মুসনাদে আহমাদ, হা/১৪৬২; মুসত্মাদরাকে হাকেম, হা/১৮৬৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৮২৬; সিলসিলা সহীহাহ, হা/১৭৪৪; জামেউস সগীর, হা/৫৬৯৫; মিশকাত, হা/২২৯২।]

৩. আবদুর রহমান ইবনে আবু বাকরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, দুঃখ ও বিপদগ্রসত্মদের দু‘আ হচ্ছে এটি-

اَللّٰهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ فَلَا تَكِلْنِى إِلٰى نَفْسِىْ طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِى شَأْنِى كُلَّه لَا إِلٰهَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লা-হুম্মা রাহ্মাতাকা আরজূ, ফালা-তাকিল্নী ইলা-নাফ্সী ত্বারফাতা ‘আইনিন্, ওয়া আস্লিহ্লী শা’নী কুল্লাহূ, লা ইলা-হা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার রহমত প্রার্থনা করছি। এক মুহূর্তের জন্যও আমাকে আমার নিজ দায়িত্বে ছেড়ে দেবেন না এবং আমার সকল অবস্থা আপনি সংশোধন করে দিন। আর আপনি ছাড়া কোন ইলাহ নেই। [আবু দাঊদ, হা/৫০৯২; মুসনাদে আহমাদ, হা/২০৪৪৭; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/১০৪১২; সহীহ ইবনে হিববান, হা/৯৭০; জামেউস সগীর, হা/৫৭০০; মিশকাত, হা/২৪৪৭।]

৪. আসমা বিনতে উমায়েশ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ আমাকে বলেছেন, আমি কি তোমাকে এমন একটি দু‘আ শিক্ষা দেব না, যা তোমরা বিপদাপদের সময় পাঠ করবে। তখন তিনি এ দু‘আ পাঠ করলেন-

اَللهُ اَللهُ رَبِّىْ لَا أُشْرِكُ بِه شَيْئًا

উচ্চারণ : আল্লা-হু আল্লা-হু রাববী লা-উশ্রিকু বিহী শাইআ।

অর্থ : আমার রব একমাত্র আল্লাহই, আমি তাঁর সাথে কোন কিছু শরীক করছি না। [আবু দাঊদ, হা/১৫২৭।]

৫. আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোন মুসলিম ব্যক্তি দুশ্চিমত্মায় পড়ে এই দু‘আটি পাঠ করলে আল্লাহ তার দুশ্চিমত্মাকে আনন্দে পরিবর্তন করে দেবেন-

اَللّٰهُمَّ إِنِّي عَبْدُكَ وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِي فِي يَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِه نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَه فِي كِتَابِكَ ، أَوْ عَلَّمْتَه أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوْ اِسْتَأْثَرْتَ بِه فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أَنْ تَجْعَلَ الْقُرْاٰنَ رَبِيْعَ قَلْبِي ، وَجِلَاءَ حُزْنِيْ ، وَذَهَابَ هَمِّيْ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী ‘আবদুকা ওয়াবনু আমাতিকা, না-সিয়াতী ফী ইয়াদিকা মা-যিন ফিয়্যা হুকমুকা, ‘আদলুন ফিয়্যা ক্বাযা-উকা, আসআলুকা বিকুল্লি ইসমিন হুওয়া লাকা সাম্মাইতা বিহী নাফসাকা, আও আনযালতাহূ ফী কিতা-বিকা, আও ‘আল্লামতাহূ আহাদাম মিন খালক্বিকা, আও ইস্তা’সারতা বিহী ফী ‘ইলমিল গাইবি ‘ইনদাকা, আন তাজ‘আলাল কুরআ-না রাবী‘আ ক্বালবী, ওয়া জিলা-আ হুযনী, ওয়া যাহা-বা হাম্মী।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনারই বান্দার সমত্মান এবং এক বান্দীর ছেলে, আমার ভাগ্য আপনার হাতে, আমার ব্যাপারে আপনার হুকুম কার্যকর, আমার প্রতি আপনার ফায়সালা ইনসাফপূর্ণ। আমি প্রার্থনা করছি, আপনার সেসকল নামের মাধ্যমে, যা দ্বারা আপনি নিজের নাম রেখেছেন অথবা আপনার কিতাবে তা নাযিল করেছেন অথবা সৃষ্টিকুলের কাউকে আপনি তা শিখিয়েছেন অথবা আপনার অদৃশ্য জ্ঞানে উহা সঞ্চিত করে রেখেছেন। আমি প্রার্থনা করছি যে, কুরআনকে আমার অমত্মরের প্রশামিত্ম এবং আমার সকল দুশ্চিমত্মা-দুর্ভাবনা দূর হওয়া ও উদ্ধেগ-উৎকণ্ঠা অপসারণ হওয়ার মাধ্যম বানিয়ে দিন। [মুসত্মাদরাকে হাকেম, হা/১৮৭৭; মুসনাদে আহমাদ, হা/৩৭১২; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৮২২।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন