hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৯৫
কতিপয় গুরুত্বপূর্ণ যিকির
১. আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ বলেছেন, যে রাতে আমার মি‘রাজ হয়, সে রাতে ইবরাহীম (আঃ) এর সাথে আমার দেখা হলো। তিনি বললেন, হে মুহাম্মাদ! আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন, আর তাদেরকে জানিয়ে দেবেন যে, জান্নাতের মাটি অত্যন্ত সুগন্ধযুক্ত ও পানি অত্যন্ত সুপেয় এবং তা একটি সমতল ভূমি। আর তার গাছ হচ্ছে এই তাসবীহ,

سُبْحَانَ اللهِ ، وَالْحَمْدُ لِلّٰهِ ، وَلَا إِلٰهَ إِلَّا اللهُ ، وَاللهُ أكْبَرُ

উচ্চারণ : সুবহা-নাল্লা-হি, ওয়ালহামদুলিল্লা-হি, ওয়া লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।

অর্থ : আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড়। [তিরমিযী, হা/৩৪৬২; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১০২১২; সিলসিলা সহীহাহ, হা/১০৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৫৫০; মিশকাত, হা/২৩১৫।]

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এ তাসবীহটি পাঠ করা আমার নিকট পৃথিবীর সকল বসত্মুর চেয়ে অধিক প্রিয়। [সহীহ মুসলিম, হা/৫৭২৪, ৭০২২; তিরমিযী, হা/৩৫৯৭; ইবনে মাজাহ, হা/৩৮১১; মিশকাত, হা/২২৯৫।]

২. জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ কে আমি বলতে শুনেছি, সবচেয়ে উত্তম যিকির হচ্ছে,

لَا إِلٰهَ إِلَّا اللهُ

উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্লা-হ।

অর্থ : আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। [তিরমিযী, হা/৩৩৮৩; ইবনে মাজাহ, হা/৩৮০০; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/১০৫৯৯; মুসত্মাদরাকে হাকেম, হা/১৮৩৪; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৫২৬; সিলসিলা সহীহাহ, হা/১৪৯৭; জামেউস সগীর, হা/১৯৮৪; মিশকাত, হা/২৩০৬।]

৩. আবু আইয়ূব আনসারী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ বলেছেন, যে ব্যক্তি নিচের কালিমা ১০ বার পাঠ করবে, সে ইসমাঈল (আঃ) এর বংশের চারজন গোলাম আযাদ করার সমান সওয়াব পাবে।

لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه ، لَهُ الْمُلْكُ ؛ وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকালাহূ লাহুল মুলকু ওয়ালাহুল হাম্দু ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর।

অর্থ : আল্লাহ ছাড়া প্রকৃত কোন উপাস্য নেই, তিনি একক। তাঁর কোন শরীক নেই। রাজত্ব এবং সমসত্ম প্রশংসা তাঁরই। আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। [সহীহ মুসলিম, হা/৭০২০; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৯৮৬১; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৫৩৪।]

৪. আবু মালিক আশ‘আরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধাংশ, اَلْحَمْدُ لِلّٰهِ ‘‘আলহামদু লিল্লা-হ’’ বাক্যটি দাঁড়িপাল্লা ভরে দেয় এবং سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّٰهِ ‘‘সুবহা-নাল্লা-হি ওয়ালহাম্দুলিল্লা-হ’’ এ বাক্য দু’টি বা এদের প্রত্যেকটি আসমান ও জমিনের মধ্যবর্তী সবটুকু ভরে দেয়। [সহীহ মুসলিম, হা/৭৭৬; তিরমিযী, হা/৩৫১৭; নাসাঈ, হা/২৪৩৭; মুসনাদে আহমাদ, হা/২২৯৫৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩৩৯৪; মিশকাত, হা/২৮১।]

৫. আবু মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনের কথা জানাব না? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল! তিনি বললেন, তা হলো-

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

উচ্চারণ : লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লা-হ।

অর্থ : আল্লাহ ছাড়া কোন শক্তি ও আশ্রয় নেই। [সহীহ বুখারী, হা/৬৪০৯; সহীহ মুসলিম, হা/৭০৪৩; আবু দাঊদ, হা/১৫২৮; তিরমিযী, হা/৩৩৭৪; মুসনাদে আহমাদ, হা/১৯৫৯০; মিশকাত, হা/২৩০৩।]

৬. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এমন দু’টি বাক্য রয়েছে, যা মুখে বলতে হালকা (সহজে উচ্চারণ করা যায়) কিমত্মু পাল্লায় (ওজনে) ভারী এবং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। বাক্যগুলো হলো,

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

উচ্চারণ : সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, সুবহা-নাল্লা-হিল ‘আযীম।

অর্থ : আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে, তিনি পবিত্র ও মহান। [সহীহ বুখারীর সর্বশেষ হাদীস, মুসলিম হা/৭০২১; তিরমিযী, হা/৩৪৬৭; ইবনে মাজাহ, হা/৩৮০৬; মুসনাদে আহমাদ, হা/৭১৬৭; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৫৩৭; জামেউস সগীর, হা/৮৭০১; মিশকাত, হা/২২৯৮।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন