hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৯৪
যিকিরের গুরুত্ব ও ফযীলত
যিকিরের ফযীলত সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন,

﴿فَاذْكُرُوْنِيْۤ أَذْكُرْكُمْ﴾

তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব।

(সূরা বাক্বারা- ১৫২)

﴿وَاذْكُرُوْا اللهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ﴾

আর তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা জুমু‘আ- ১০)

﴿إِنَّ فِيْ خَلْقِ السَّمَاوَاتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَاٰيَاتٍ لِّاُولِي الْاَلْبَابِ اَلَّذِيْنَ يَذْكُرُوْنَ اللهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ﴾

নিঃসন্দেহে আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টি এবং দিন ও রাত্রের পরিবর্তনের মধ্যে জ্ঞানবানদের জন্য অনেক নিদর্শন রয়েছে, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর যিকির করে। (সূরা আলে ইমরান- ১৯০, ১৯১)

যিকিরের ফযীলত সম্পর্কে কতিপয় হাদীস :

আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতেন। [হাদীসটি ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে তা‘লীক সূত্রে বর্ণনা করেন; সহীহ মুসলিম, হা/৮৫২; আবু দাঊদ, হা/১৮; তিরমিযী, হা/৩৩৮৪; ইবনে মাজাহ, হা/৩০২; মুসনাদে আহমাদ, হা/২৪৪৫৫; সহীহ ইবনে খুযায়মা, হা/২০৭; মুসনাদে আবু ই‘আলা, হা/৪৬৯০; বায়হাকী, হা/৪২৯; শারহুস সুন্নাহ, হা/২৭৪; সিলসিলা সহীহাহ, হা/৪০৬; জামেউস সগীর, হা/৯০৭৪; মিশকাত, হা/৪৫৬।]

আবু যর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

يُصْبِحُ عَلٰى كُلِّ سُلَامٰى مِنْ أَحَدِكُمْ صَدَقةٌ فَكُلُّ تَسْبِيْحَةٍ صَدَقةٌ وَكُلُّ تَحْمِيْدَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَهْلِيْلَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَكْبِيْرَةٍ صَدَقَةٌ وَأْمُرٌ بِالْمَعْرُوْفِ صَدَقَةٌ وَنَهْي عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَيُجْزِئُ مِنْ ذٰلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحٰى .

তোমাদের প্রত্যেকের শরীরের প্রতিটি জোড়ার উপর সাদাকা ওয়াজিব। আর প্রত্যেকবার ‘সুবহা-নাল্লা-হ’ বলা একটি সাদাকা, প্রত্যেকবার ‘আল-হামদুলিল্লা-হ’ বলা একটি সাদাকা, প্রত্যেকবার ‘লা-ইলা-হা ইল্লাল্লা-হ’ বলা একটি সাদাকা, প্রত্যেকবার ‘আল্লা-হু আকবার’ বলা একটি সাদাকা, উত্তম কাজের নির্দেশ দেয়া একটি সাদাকা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা একটি সাদাকা। আর এই সবকিছুর জন্য চাশতের দুই রাক‘আত সালাতই যথেষ্ট। [সহীহ মুসলিম, হা/১৭০৪; মুসনাদে আহমাদ, হা/২১৫১৪; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/১৬৮৮; বায়হাকী, হা/৪৬৭৭; শারহুস সুন্নাহ, হা/১০০৭; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৬৬৫; সিলসিলা সহীহাহ, হা/৫৭৭; জামেউস সগীর, হা/১৪০৫৭; মিশকাত, হা/১৩১১।]

আবু মূসা আশ‘আরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ বলেছেন,

مَثَلُ الَّذِيْ يَذْكُرُ رَبَّه وَالَّذِيْ لَا يَذْكُرُه مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ

যে ব্যক্তি তার রবের যিকির করে এবং যে ব্যক্তি তাঁর যিকির করে না, তাদের উদাহরণ হচ্ছে জীবিত ও মৃত ব্যক্তির মতো। [সহীহ বুখারী, হা/৬৪০৭; সহীহ মুসলিম, হা/১৮৫৯; মুসনাদে আবু ই‘আলা, হা/৭৮০৬; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/৩১৫৮; শারহুস সুন্নাহ, হা/১২৪৩; সহীহ ইবনে হিববান, হা/৮৫৪; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৫০০; মিশকাত, হা/২২৬৩।]

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ - - يَقُوْلُ اللهُ عَزَّ وَجَلَّ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِىْ بِىْ وَأَنَا مَعَه حِينَ يَذْكُرُنِى إِنْ ذَكَرَنِى فِى نَفْسِه ذَكَرْتُه فِى نَفْسِى وَإِنْ ذَكَرَنِى فِى مَلإٍ ذَكَرْتُه فِى مَلإٍ هُمْ خَيْرٌ مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ مِنِّى شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَىَّ ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَإِنْ أَتَانِى يَمْشِى أَتَيْتُه هَرْوَلَةً

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন, আমার বান্দা আমার সম্বন্ধে যেরকম ধারণা করে, আমি ঠিক সে রকম। সে যখন আমাকে স্মরণ করে, তখন আমি তার সাথে থাকি। সে যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমিও মনে মনে তাকে স্মরণ করি। আর সে যদি কোন মজলিসে আমাকে স্মরণ করে, তবে আমিও তার চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি, অর্থাৎ ফেরেশতাদের মজলিসে। আর বান্দা যদি আমার দিকে এক বিগত পরিমাণ অগ্রসর হয়, তবে আমি তার দিকে এক হাত অগ্রসর হই। আর বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তবে আমি তার দিকে দুই হাত অগ্রসর হই। আর বান্দা যদি আমার দিকে হেটে অগ্রসর হয়, তবে আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই। [সহীহ বুখারী, হা/৭৪০৫; সহীহ মুসলিম, হা/৬৯৮১, ৭০০৮, ৭১২৮; তিরমিযী, হা/৩৬০৩; ইবনে মাজাহ, হা/৩৮২২; মুসনাদে আহমাদ, হা/৭৪১৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩১৫২; জামেউস সগীর, হা/১৪০৯৭; মিশকাত, হা/২২৬৪।]

আবদুল্লাহ ইবনে বুস্র (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমার জন্য ইসলামের হুকুম-আহকাম অধিক হয়ে গেছে। কাজেই আপনি আমাকে এমন একটি বিষয় বলে দিন, যেটাকে আমি শক্ত করে আঁকড়ে ধরব। তিনি বললেন,

لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِّنْ ذِكْرِ اللهِ

তোমার জিহবা যেন সর্বক্ষণ আল্লাহর যিকিরে ব্যস্ত থাকে। [তিরমিযী, হা/৩৩৭৫; ইবনে মাজাহ, হা/৩৭৯৩; মুসনাদে আহমাদ, হা/১৭৭১৬; মুসত্মাদরাকে হাকেম, হা/১৮২২; বায়হাকী, হা/৬৩১৮; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৪৯১; জামেউস সগীর, হা/১৩৫৬৮; মিশকাত, হা/২২৭৯।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন