hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান

২৬৫
ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার
হে মুসলিম জনতা! স্ত্রীদের অধিকার সম্পর্কে তোমরা আল্লাহকে অবশ্যই ভয় করতে থাকবে। মনে রেখো, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে পেয়েছ এবং আল্লাহর কালিমার সাহায্যে তাদের ভোগ করাকে নিজের জন্য হালাল করে নিয়েছো। (সহীহ মুসলিম, আবু দাউদ)

ইসলামের মৌলিক বৈপ্লবিক আদর্শ, নারীদেরকে উপযুক্ত অধিকার ও মর্যাদা জাহিলিয়াতের যুগেই প্রদান করেছে আজ থেকে ১৪০০ বছর পূর্বে।

ইসলামের লক্ষ্য ছিল এবং এখনো অব্যাহত আছে- আমাদের চিন্তাকে আধুনিক করা, আমাদের জীবনযাপন, আমাদের দেখাশোনা, সমাজে নারীদের শৃঙ্খলামুক্ত করা ও তাদের মর্যাদাকে সমুন্নত করার জন্য আমাদের অনুভূতি ও চেষ্টা অব্যাহত রাখা। বিষয়ভিত্তিক আলোচনায় যাওয়ার পূর্বে কয়েকটি বিষয় পরিষ্কার হয়ে নেয়া প্রয়োজন:

১. আনুমানিক পৃথিবীর মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ মুসলিম। তবে মুসলিম সমাজ বিভিন্ন রকমের। কোন কোন সমাজ ইসলামের কাছাকাছি আবার কোন কোন সমাজ অনেক দূরে অবস্থান করে (ব্যবহারিক দিক দিয়ে)।

২. “ইসলামে নারীর অধিকার” এর বিচার হবে ইসলামের মূল সূত্রের আলোকে মুসলিমরা কী করে এর উপর ভিত্তি করে নয়।

৩. ইসলামের মূল সূত্রগুলো হলো, কুরআন- আল্লাহর বাণী এবং সুন্নাহ যা আমাদের প্রিয়নবী (ﷺ) -এর বাণী।

৪. কুরআন নিজের সাথে বৈপরীত্য করে না এবং সহীহ হাদীসের অন্য হাদীসের সাথে বৈপরীত্য নেই, এমনকি এ দুই মূল সূত্র কখনো একে অপরের সাথে বৈপরীত্য করে না।

৫. অনেক সময় পণ্ডিতগণ মতানৈক্য করেন, এ মতানৈক্য কুরআনের সামগ্রিক বিশ্লেষণের মাধ্যমে দূর করা যায়, তবে একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে এটা দূর করা সম্ভব নাও হতে পারে। কারণ যদি কুরআনে নির্দিষ্ট কোন আয়াত যদি জটিল হয় তাহলে অনেক সময়ই কুরআনেরই অন্য কোথাও তার সমাধান আছে। কিছু লোক হয়তো এক সূত্র উল্লেখ করে অন্যগুলোকে অবহেলা করতে পারে। এটা করা যাবে না।

৬. সর্বশেষ হলো, প্রত্যেকটি মুসলিম নারী-পুরুষ যাই হোক তার কর্তব্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তার প্রতিনিধি হিসেবে এ দুনিয়ায় কাজ করা। নিজের মতে সন্তোষ অর্জন ও খ্যাতি অর্জনের চেষ্টা করা উচিত নয়।

ইসলাম নারী-পুরুষের সমতায় বিশ্বাস করে। এখানে সমতা মানে অভিন্নতা নয়। ইসলাম নর-নারীর ভূমিকা সম্পূরক, বৈপরীত্যের নয়; সম্পর্ক অংশীদারীত্বের, বিরোধিতার নয়, যা শ্রেষ্ঠত্বের সংগ্রামে লিপ্ত করে।

ইসলামে নারীর অধিকার

ক) আত্মিক অধিকার।

খ) অর্থনৈতিক অধিকার

গ) সামাজিক অধিকার

ঘ) শিক্ষার অধিকার

ঙ) আইনগত অধিকার।

চ) রাজনৈতিক অধিকার

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন