hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান

৬৭
প্রশ্নঃ ৬৩) একজন মুসলিম নারী হিসেবে আমার করণীয়গুলো কি কি?
প্রথমতঃ

সর্বপ্রথমে আমাকে নিজের জ্ঞানবুদ্ধি, শিক্ষা-চরিত্র সবক্ষেত্রেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার অন্যান্য কাজকর্মের পাশাপাশি আমাকে অবশ্যই সম্পূর্ণ কুরআনের অর্থ ও ব্যাখ্যাসহ (তাফসীর) পড়ে নিতে হবে। কারণ, হিদায়াতের এই মহাগ্রন্থটিকে তার সঠিক অর্থ ও ব্যাখ্যাসহ পড়া না হলে তা আমার জীবনে কোন কার্যকরী প্রভাব বিস্তার করতে পারবে না।

কুরআন অধ্যয়নের পাশাপাশি আমাকে হাদীসের চর্চাও শুরু করতে হবে। কারণ, হাদীস হচ্ছে মূলতঃ কুরআনেরই ব্যাখ্যা। তাই, ইসলামকে সঠিক অর্থে অনুধাবনের জন্যে আমাকে হাদীসের অধ্যয়ন অবশ্যই চালু রাখতে হবে। একটি রুটিন করে নিয়ে সপ্তাহে অন্ততপক্ষে ১৫টি আয়াত ব্যাখ্যাসহ পড়া উচিত এবং ১৫টি হাদীস। দয়া করে আমরা কুরআনকে শুধু তিলাওয়াতের মধ্যে যেন সীমাবদ্ধ না রাখি, তাকে বুঝতে চেষ্টা করি।

দ্বিতীয়তঃ

কুরআন ও হাদীস অধ্যয়নের সাথে সাথে ইসলামকে এ যুগের জীবনে। জিজ্ঞাসার আলোকে বুঝার জন্যে আমাকে ইসলামী সাহিত্যের ব্যাপক পড়াশোনা করতে হবে। আমাকে বুঝে নিতে হবে যে ইসলামই হচ্ছে পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট জীবনবিধান। মানুষের চলার জন্যে যতোগুলো মত ও পথ আছে তারমধ্যে ইসলামই হচ্ছে চির আধুনিক ও চির প্রগতিশীল। তাই কুরআন ও হাদীসের পাশাপাশি রসূল (ﷺ)-এর জীবনী, সাহাবীদের জীবনী, ইসলামের পারিবারিক জীবন, ইসলামে হালাল হারামের বিধান, ইসলামী শিক্ষা, নারী শিক্ষা, তাওহীদ ও শিরক এবং সুন্নাত ও বিদ’আত ইত্যাদির উপর অথেন্টিক বই সংগ্রহ করে নিয়মিত পড়াশোনা করতে হবে। রুটিন করে নিয়ে সপ্তাহে অন্ত তপক্ষে ১০০ পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়া উচিত।

তৃতীয়ত:

ইসলামের জ্ঞান অর্জনের পাশাপাশি আমার তৃতীয় কাজ হবে ইসলামী অনুশাসন অনুযায়ী নিজের জীবন গঠন করা। শরীয়তের ফরয, ওয়াজিব ও সুন্নাত সমূহকে যথাযোগ্য মর্যাদার সাথে আদায় করা। সাথে সাথে কবীরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকার চেষ্টা করা। গুনাহ থেকে বেঁচে থাকা ও শরীয়তের হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নৈতিক উৎকর্ষ সাধন সম্ভব। এতে আমার মনে বাহ্যিক জীবনে এমন এক তাকওয়া (আল্লাহ ভীতি) ও দায়িত্বানুভূতির মনোভাব গঠন হবে, যার আলোকে আমি একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ।

চতুর্থতঃ

ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন ও সে মোতাবেক আমলের কর্মসূচী শুরু করার পর আমার কাজ হবে আমার নিজের ভাই-বোন, আমার স্বামীর ভাইবোন, আমার পিতা-মাতা, আপনার শ্বশুর-শাশুড়ী এবং অন্যান্য আপন আত্মীয়স্বজনদের সত্যের পথে আনার চেষ্টা করা। আমি যে সত্যের সন্ধান নিজে লাভ করেছি, যে সত্য আমার জীবনে এতো বড়ো বিপ্লব সাধন করলো তাকে অন্যদের জীবনেও প্রতিফলিত করার চেষ্টা করতে হবে। এজন্য আমি নিয়মিত বই ও ডিভিডি বিতরণ করতে পারি এবং প্রতি সপ্তাহে অথবা অন্ততপক্ষে প্রতি মাসে একবার তাদেরকে নিয়ে ইসলামিক স্টাডী সার্কেল করতে পারি, পরিবারের সদস্যদের নিয়ে গ্রুপ স্টাডি করতে পারি।

পঞ্চমত :

এরপর আসে আমার বান্ধবী, সহকর্মী, দূরের আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের কথা। এদের ক্ষেত্রেও একই কথা। যেভাবে যাকে পারা যায় সঠিক পথের সন্ধান দিতে হবে। নিজে যে সত্যের সন্ধান লাভ করেছি তা তাদের কাছেও পৌঁছানো আমার নৈতিক দায়িত্ব। কেউ আমার কথা শুনুক আর নাই শুনুক - এদের সামনে আমার নৈতিক চরিত্রের নমুনা তুলে ধরতে হবে। এভাবে দিনে দিনে তাদের জীবনে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা ও এর পথের আকর্ষণ বৃদ্ধি পাবে। তবে কুরআনের আদেশ অনুযায়ী পরপুরুষের সাথে অবশ্যই একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাওয়াতী কাজ করতে হবে যদি সে আমার আত্মীয় বা সহকর্মীও হয়।

ষষ্ঠত:

প্রতিনিয়তই আত্মসমালোচনার অভ্যাস গড়ে তুলতে হবে। অর্থাৎ অন্যে কী করল না করল তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের সমালোচনা নিজে করতে হবে। যেমন, ধরি আমার নিজের মধ্যে কী কী সমস্যা আছে? কীভাবে এই সকল সমস্যাগুলো দূর করা যায়, কীভাবে আল্লাহর প্রিয় হওয়া যায় ইত্যাদি। এতে দেখা যাবে দিন দিন আমার নিজের চারিত্রিক মান বৃদ্ধি পাচ্ছে। আমি নিজেও সকল কাজ করে তৃপ্তি পাচ্ছি। আমার পরিবার ও আত্মীয়স্বজনের নিকটও আমি ভালোবাসার মানুষ হয়ে উঠেছি।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন