hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান

অভিমত
আসসালামু আলাইকুম।

গত কয়েক দশকে সারা বিশ্বে ইসলামী পূর্ণজাগরণের সৃষ্টি হয়েছে। মুসলিমরা এখন ধর্ম সম্পর্কে আগের চাইতে অনেক বেশী সচেতন হয়েছেন। পশ্চিমা সভ্যতার সাংস্কৃতিক আগ্রাসনের ফলে মুসলিমদের ভিতরে দুটো দলের সৃষ্টি হয়েছে, এক দল আধুনিকতার নামে পাশ্চাত্যের সংস্কৃতিকে আঁকড়ে ধরছেন। অন্যদল, যারা আধুনিকতায় প্রথম দল থেকে কোন অংশে কম নন, ইসলামী মূল্যবোধকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছেন। ২০১৫ সালে ঢাকায় দেখেছি, তথাকথিত আধুনিক পোশাক পরা তরুণীদের সংখ্যা যেমন অনেক, তেমনি হিজাবধারী বোনদের সংখ্যাও কম নয়।

ইসলামী পূর্ণজাগরণের অন্যতম প্রতীক হলো হিজাব। এটা সলাত বা হাজ্জের মতো একটা প্রকাশ্য ইবাদত। মুসলিমপ্রধান দেশগুলোতে সব ধরণের কাজ (যেমন চিকিৎসক, প্রকৌশলী, পাইলট, পুলিশ) হিজাব পরিহীতা নারীরা সাফল্যের সাথে করছেন। সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী শেখ লুবনা এর ভালো উদাহরণ, তিনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সফল অর্থমন্ত্রী।

হিজাব যেহেতু একটি প্রকাশ্য ইবাদত, ফলে এটা পালন করতে গিয়ে বোনদের বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়। একটি মুসলিম প্রধান দেশ তুরস্কের বোনদেরকে হিজাব পরার কারণে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়া হয় না। ফলে অসংখ্য মুসলিম নারী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন অথবা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য অন্য দেশে যেতে বাধ্য হচ্ছেন।

অমুসলিম দেশগুলোতে এই সমস্যা আরো প্রকট, যা সম্প্রতি চরম আকার ধারণ করেছে। নাইন-ইলেভেনের পর আমেরিকা সফরে গিয়ে আমার স্ত্রীকে নিউ ইয়র্কের কেনেডি এয়ারপোর্টে হিজাব পরার অপরাধে যথেষ্ট ঝামেলা পোহাতে হয়েছে। তিনি জানতেন হিজাবের কারণে তাঁকে সমস্যায় পরতে হতে পারে। কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য দুনিয়াবি বাধা মানতে রাজী না হয়ে তিনি হিজাব পালনে অটল থেকেছেন। আমার চারপাশে মুসলিম নারীদের অপরিসীম। তাকওয়া বা আল্লাহভীতির প্রমাণ আমি সবসময় দেখতে পাই। আমেরিকা, ক্যানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে মুসলিম বোনেরা হিজাব পরে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ঈমানের যে পরীক্ষা প্রতিদিন দিচ্ছেন, তা আমার মতো অল্প জ্ঞান সম্পন্ন লোকের কাছে দৈহিক জিহাদের মতো মনে হয়। আল্লাহর রাস্তায় মুসলিম বোনদের এই প্রচেষ্টার জন্য তারা আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন।

আল্লাহ বিভিন্ন বিধিবিধান দিয়েছেন যাতে দুনিয়ায় মানুষের জীবন সহজ ও সুন্দর হয়। এটা যখন আমরা বুঝতে পারি তখন খুব ভোরে উঠে ফযরের সলাত আদায় করা বা গ্রীষ্মের দীর্ঘ গরমের দিনে সিয়াম পালন করা আমাদের জন্য সহজ হয়ে যায়। হিজাবও এর ব্যতিক্রম নয়। যখন বোনেরা জানতে পারবেন। আল্লাহ কেন হিজাব করতে বলেছেন, এর উদ্দেশ্য কি, তখন তারা নিজেরাই উৎসাহী হয়ে হিজাব করবেন। এই বইয়ের মাধ্যমে আমার দ্বীনি বোন নাজমা জামান ও দ্বীনি ভাই আমির জামান এই কাজটি করার চেষ্টা করেছেন, আল্লাহ তাদের এই প্রচেষ্টা কবুল করুন। আমিন।

আমি কোন মাওলানা নই, উপরের কথাগুলো ইসলামের প্রথাগত শিক্ষাবিহীন একজন সাধারণ মুসলিমের ভাবনা, এতে যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে তবে সেটা আমারই, আমি এজন্য পরম করুণাময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমীন।

ড. কায়সার মামুন

সিংগাপুর

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন