hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী

৮০
সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে মসজিদে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আগমনের আওয়াজ পেয়ে বললেন, হে আবু বকর! এ সময় এখানে, তার কারণ কী? তিনি বললেন, অত্যন্ত ক্ষুধার কারণে এখানে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আল্লাহর কসম! আমিও অত্যন্ত ক্ষুধার জন্য এখানে এসেছি (যদি রাসূল-এর কাছে কিছু পাওয়া যায়)। এ সময় রাসূল (সাঃ) বের হয়ে আসলে তিনি বলেন, কী ব্যাপার এ সময় এখানে? তারা দুজনেই বললেন, অত্যন্ত ক্ষুধার জন্য আমরা এখানে এসেছি।

রাসূল (সাঃ) বলেন, যার হাতে আমার প্রাণ সেই সত্ত্বার শপথ, আমিও ক্ষুধার জন্যই এ সময় ঘর থেকে বের হয়েছি। তারপর তিনি দুই সাহাবীকে নিয়ে আবু আইয়ুব আনসারী -এর বাড়িতে গেলেন। তিনি বাড়িতে ছিলেন না। দরজায় আওয়াজ দিলেন তাঁর স্ত্রী দরজা খুলে বললেন, আল্লাহর নবী ও তার সাহাবীদের স্বাগতম। নবী (সাঃ) তাকে বললেন, আবু আইয়ুব কোথায়? সে মহিলা বলল, সে তার খেজুর বাগানে। নবী কারীম (সাঃ) আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -কে নিয়ে সেখানে গেলেন। আবু আইয়ুব নবী (সাঃ) কে দেখে বললেন, আল্লাহন নবী ও তাঁর সাথীদের স্বাগতম। আপনি তো এ সময় আগমন করেন না। নবী

বললেন, সত্য বলেছ। তারপর আবু আইয়ুব বাগানে পরিপক্ক তাজা খেজুরের একটি ছড়ি কেটে আনলেন। নবী (সাঃ) বললেন, এতো প্রয়োজন ছিল না। আবু আইয়ুব বলেন, আমি জানি আপনি এরূপ খেজুর পছন্দ করেন। যেখান হতে পছন্দ আপনি বেছে বেছে খেতে পারেন। আর এগুলোর সাথে আরো কিছু করব। নবী কারীম (সাঃ) বললেন, যদি তুমি যবেহ করই তবে দুগ্ধবতী যবেহ করবে না। তারপর তিনি একটি ছাগল বা ভেড়া যবেহ করলেন এবং তার স্ত্রীকে বললেন, ভালো করে রুটি তৈরি কর। তুমি ভালোভাবেই রুটি তৈরি করতে জান। তারপর সে মহিলা অর্ধেক গোস্ত পাকালেন আর বাকি অর্ধেক ভূনা করলেন। খাবার তৈরি হলে নবী (সাঃ) এর সামনে তা উপস্থাপন করা হলো।

তারা তিনজন রুটি-গোশত খেলেন। নবী কারীম (সাঃ) আবু আইয়ুব রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে বললেন, এখান থেকে কিছু ফাতেমার নিকট পৌছাও। কেননা সে আজ পর্যন্ত এরূপ কখনো খায়নি। তারপর আইয়ুব রাদিয়াল্লাহু তা'আলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর নিকট নিয়ে গেলেন। তিনিও খেয়ে তৃপ্ত হলেন। আর নবী (সাঃ) বলেন, রুটি গোশত, শুকনো ভিজা খেজুর এতকিছু। এরপর তার দু'চোখ দিয়ে পানি পড়তে লাগল। তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ! নিশ্চয় কিয়ামতের দিন এসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একথা শুনে তার সাথীগণ থমকে গেলেন। তারপর নবী (সাঃ) বললেন, তোমরা যদি এরূপ নিয়ামত পাও। তাহলে বিসমিল্লাহ' বলে খাও। আর পরিতৃপ্ত হলে বলবে

“আল-হামদুলিল্লাহিল্লাযী আশবাআনা ওয়া আনআমা আলাইনা।” অর্থ : “ঐ আল্লাহর সকল প্রশংসা যিনি আমাদেরকে তৃপ্তি সহকারে আহার করালেন এবং আমাদের প্রতি অনুগ্রহ করলেন। তখন এ দু'আ কাফফারা হয়ে যাবে। (ইবনে হিব্বান)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন