hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১১২
সিজদায় যেতে আগে হাত মাটিতে রাখবে না হাঁটু
সুন্নাত হলো সিজদায় যাওয়ার সময় আগে মাটিতে হাত রাখা এবং পরে হাঁটু রাখা। এ মর্মে সহীহ হাদীস বর্ণিত হয়েছে। যেমন-

عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ  : أَنَّهٗ كَانَ إِذَا سَجَدَ بَدَأَ بِوَضْعِ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ , وَكَانَ يَقُوْلُ كَانَ النَّبِيُّ يَصْنَعُ ذٰلِكَ

নাফে‘ (রহ.) ইবনে উমর (রাঃ) হতে বর্ণনা করেন যে, তিনি যখন সিজদা করতেন তখন দু’হাঁটু রাখার পূর্বে দু’হাত রাখতেন। আর তিনি বলতেন, নবী ﷺ এমনটি করতেন। [সহীহ বুখারী, ৪৬ নং অধ্যায় (তাকবীর দিয়ে সিজদা দেয়া); সহীহ ইবনে খুযায়মা, হা/৬২৭; মুস্তাদরাকে হাকেম, হা/৮২১।]

ইমাম হাকেম, যাহাবী, আলবানী প্রমুখ মুহাদ্দীস উক্ত হাদীসটিকে সহীহ বলেছেন। তাছাড়া ইমাম বুখারী হাদীসটিকে বাবের সাথে নিয়ে এসেছেন।

عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ -ﷺ : إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلَا يَبْرُكْ كَمَا يَبْرُكُ الْبَعِيْرُ وَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের কেউ যখন সিজদাতে যাবে তখন সে যেন উটের মতো না বসে, বরং সে যেন তার দু’হাঁটুর আগে তার হাত দুটি মাটিতে স্থাপন করে। [আবু দাউদ, হা/৮৪০; সুনানে কুবরা লিল বায়হাকী, হা/২৭৩৯; জামেউস সগীর, হা/৫৯৬; মিশকাত, হা/৮৯৯।]

সিজদায় যাওয়ার সময় হাতের পূর্বে হাঁটু রাখার ব্যাপারে যে বর্ণনা এসেছে তা হলো :

عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ رَأَيْتُ النَّبِىَّ -ﷺ - إِذَا سَجَدَ وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ وَإِذَا نَهَضَ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ

ওয়ায়েল ইবনে হুজর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন সিজদা করতেন তখন তাকে দেখেছি তিনি দু’হাত রাখার আগে দু’হাঁটু রাখতেন এবং যখন তিনি উঠতেন তখন হাঁটুর আগে দু’হাত উঠাতেন। [আবু দাউদ, হা/৮৩৮; তিরমিযী, হা/২৬৮; নাসাঈ, হা/১০৮৯; ইবনে মাজাহ, হা/৮৮২; দার কুতনী, হা/১৩০৭; মিশকাত, হা/৮৯৮।]

ইমাম তিরমিযী (রহ.) বলেন, হাদীসটি হাসান এবং গরীব। এ হাদীসটি ‘শারীক’ ব্যতীত অন্য কারো কাছে পাওয়া যায়নি। [তিরমিযী, ৮৩৮ নং হাদীসের মন্তব্য।] তাছাড়া শাইখ আলবানী (রহ.) হাদীসটিকে যঈফ বলেছেন। [তিরমিযী, ৮৩৮ নং হাদীসের তাহকীক।]

হাফেজ ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন, অন্য হাদীসের বিপরীতে প্রথমে দু’হাত রাখার হাদীসটি বেশি সহীহ। কারণ ঐ হাদীসের সমর্থনে ইবনে উমর (রাঃ) এর হাদীসটি পাওয়া যায়। যাকে ইবনে খুযায়মা (রহ.) সহীহ বলেছেন এবং ইমাম বুখারীও এটাকে বর্ণনা করেছেন। [বুলূগুল মারাম, হা/৩১২।] সুতরাং এর উপর আমল করাই উত্তম।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন