hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৬৬
সালাতুত তাওবা
তাওবা শব্দের অর্থ ফিরে আসা অর্থাৎ গোনাহ থেকে ফিরে আসা। মুমিন বান্দা অনেক সময় গোনাহ করে ফেলতে পারে। সেই গোনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করাকে সালাতুত তাওবা বলে।

মানুষ নিষ্পাপ হতে পারে না। যেহেতু শয়তান সর্বদা মানুষকে বিপথগামী করার জন্য তার পেছনে লেগে থাকে। কিমত্মু মানুষের দায়িত্ব হলো, যদি হঠাৎ কোন পাপ হয়ে যায় তবে তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তাওবা করা। আল্লাহ তা‘আলা তাওবাকারী বান্দাদেরকে পছন্দ করেন।

তাওবার জন্য করণীয় হলো, বান্দা যে পাপ করে ফেলেছে তার জন্য লজ্জিত হবে, ঐ পাপ ভবিষ্যতে না করার জন্য প্রতিজ্ঞা করবে, কারো হক নষ্ট করে থাকলে তা পরিশোধ করবে এবং দু’রাক‘আত সালাত আদায় করে বিনীতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আশা করা যায় আল্লাহ তা‘আলা বান্দার পাপ ক্ষমা করবেন। তাওবা সম্পর্কে আরো বিসত্মারিত জানতে পড়তে পারেন আমাদের বই- ‘‘গীবত থেকে বাঁচার উপায় ও তাওবা করার পদ্ধতি’’।

হাদীসে বর্ণিত হয়েছে, আবু বকর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি যে, কোন লোক যদি গোনাহ করে অতঃপর উঠে পবিত্রতা অর্জন করে এবং দু’রাক‘আত সালাত আদায় করে। অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তা‘আলা তাকে ক্ষমা করে দেন। [আবু দাউদ, হা/১৫২৩; তিরমিযী, হা/৪০৬; মুসনাদে আহমাদ, হা/৪৭।]

তাওবার সালাতেরও বিশেষ কোন নিয়ম নেই। সাধারণ সালাতের ন্যায় দু’রাক‘আত অথবা চার রাক‘আত সালাত আদায় করবে। এ সালাতের সিজদায় ও শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে নিম্নের দু‘আটি বেশি বেশি পাঠ করবে :

أَسْتَغْفِرُ اللهَ الَّذِىْ لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ

উচ্চারণ : আসত্মাগফিরুল্লা-হাল্লাযী লা-ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যূমু ওয়া আতূবু ইলাইহ।

শাব্দিক অর্থ : أَسْتَغْفِرُ আমি ক্ষমা প্রার্থনা করছি اَللهَ الَّذِىْ সেই আল্লাহর নিকট لَا إِلٰهَ কোন উপাস্য নেই إِلَّا هُوَ যিনি ব্যতীত। اَلْحَىُّ যিনি চিরঞ্জীব اَلْقَيُّوْمُ চিরস্থায়ী وَأَتُوْبُ إِلَيْهِ আর আমি তার দিকেই ফিরে যাচ্ছি।

অর্থ : আমি ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর নিকট যিনি ব্যতীত কোন প্রকৃত উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং তার দিকেই আমি ফিরে যাচ্ছি বা তাওবা করছি। [আবু দাউদ, হা/১৫১৯; তিরমিযী, হা/৩৫৭৭; মুসত্মাদরাকে হাকেম, হা/১৮৮৪; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৩০০৬৩; মিশকাত, হা/২৩৫৩।]

এক্ষেত্রে সাইয়্যেদুল ইসেত্মগফারও পাঠ করা যায়।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন