hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৮৫
বসে সালাত আদায় করার কয়েকটি মাসআলা
১. সফরে বাহনের উপর বসে নফল সালাত আদায় করা জায়েয আছে।

২. বসতে পারে এমন ব্যক্তির জন্য শুয়ে সালাত আদায় করা বৈধ নয়।

৩. নফল সালাত ওজর ছাড়াও বসে পড়া যায়, তবে সওয়াব অর্ধেক পাবে। [সহীহ বুখারী, হা/১১১৫; তিরমিযী, হা/৩৭১; ইবনে মাজাহ, হা/১২৩১।]

৪. দাঁড়াতে অক্ষম ব্যক্তি বসে সালাত আদায় করলে সওয়াব কমানো হবে না। [সহীহ বুখারী, হা/২৯৯৬; মুসনাদে আহমাদ, হা/১৯৬৯৪; বায়হাকী, হা/৬৩৩৯।]

৫. প্রয়োজনে দাঁড়িয়ে সালাত শুরু করা ব্যক্তি আংশিক সালাত বসে আদায় করতে পারবে। আবার বসে সালাত আদায় করা ব্যক্তি আংশিক সালাত দাঁড়িয়ে আদায় করতে পারবে।

৬. কেউ বসে সালাত আদায় করতে চাইলে সুন্নাত হলো সে তাশাহ্হুদে বসার ন্যায় বসবে। বিশেষ প্রয়োজন ছাড়া চারজানু হয়ে বা পা সামনের দিকে বের করে দিয়ে বসবে না।

৭. যে শুয়ে সালাত আদায় করবে তার জন্য সুন্নাত হলো ডান কাতে শুয়ে মুখকে কিবলার দিকে রেখে শয়ন করবে এবং ইশারায় রুকূ-সিজদা করবে।

৮. বিমান, ট্রেন, গাড়ি বা নৌকায় ফরয সালাত আদায়ের সময় দাঁড়ানো সম্ভব হলে দাঁড়িয়ে সালাত আদায় করবে; অন্যথায় বসে সালাত আদায় করবে। [সহীহ ফিকহুস সুন্নাহ, ১ম খন্ড ২৭৯ পৃঃ।]

৯. কোন ওজরের কারণে কেউ যদি দেয়াল, লাঠি কিংবা অন্য কিছুতে ভর দিয়ে দাঁড়ায় তবে জায়েয আছে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿فَاتَّقُوا اللهَ مَا اسْتَطَعْتُمْ﴾

তোমরা তোমাদের সামর্থ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। (সূরা তাগাবুন- ১৬)

চেয়ারে বসে সালাত আদায় :

দাঁড়াতে অক্ষম হলে বসে সালাত আদায় করবে; কিমত্মু দাঁড়াতে সক্ষম হলে চেয়ারে বসে সালাত আদায় করা যাবে না। কোন ব্যক্তি যদি দাঁড়াতে সক্ষম হয় কিমত্মু সে রুকূ-সিজদা করতে পারে না- এমন ব্যক্তি দাঁড়িয়েই সূরা কিরাআত পড়বে এবং চেয়ারে বসে রুকূ-সিজদা করতে পারবে। একান্ত প্রয়োজনে চেয়ারে বসে সালাত আদায় করতে চাইলে যদি শুরু থেকে চেয়ার ব্যবহার করতে হয় তবে চেয়ার থাকবে কাতারের বরাবর। আর যদি রুকূ-সিজদার সময় চেয়ার ব্যবহার করতে হয় তবে মুসল্লি কাতারের বরাবর দাঁড়াবে এবং চেয়ার রাখবে পেছনে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন