hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

নাপাক বসত্মু পাক করার পদ্ধতি
১. দুগ্ধপায়ী শিশুর প্রস্রাব পাক করার পদ্ধতি :

আবু সাম্হ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, মেয়ে শিশুদের প্রস্রাব ধৌত করতে হবে এবং ছেলে শিশুদের প্রস্রাবে পানি ছিটিয়ে দিতে হবে। [আবু দাউদ, হা/৩৭৬; নাসাঈ, হা/৩০৪; জামেউস সগীর, হা/১৪০৭৭; মিশকাত, হা/৫০২।]

২. কুকুরের মুখ লাগানো জিনিস পাক করার পদ্ধতি :

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করবে তখন সে পাত্র পবিত্র করার পদ্ধতি হলো সাতবার তা ধুয়ে ফেলা। তবে প্রথমবার মাটি দিয়ে ঘষে নেবে। [সহীহ মুসলিম, হা/৬৭৭; আবু দাউদ, হা/৭১; মুসনাদে আহমাদ, হা/৯৫০৭; সহীহ ইবনে খুযাইমা, হা/৯৫।]

৩. হায়েযের রক্ত পাক করার পদ্ধতি :

আসমা (রাঃ) থেকে বর্ণিত। একদিন এক মহিলা নবী ﷺ এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাদের কারো যদি কাপড়ে হায়েযের রক্ত লেগে যায় তখন সে কী করবে? তিনি বললেন, রক্তের জায়গাটি ভালোভাবে রগড়াবে, তারপর ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলবে। তারপর ঐ কাপড় পরে সালাত আদায় করতে পারবে। [সহীহ মুসলিম, হা/৭০১; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৯৭৭২; দারেমী, হা/১০১৮।]

কোন মহিলা যদি হায়েযের রক্ত দূর করার জন্য খড়ি বা এ জাতীয় কিছু ব্যবহার করে অথবা পানি, সাবান কিংবা পরিষ্কারক কোন বসত্মু ব্যবহার করে তবে তা উত্তম হবে।

৪. মৃত পশুর চামড়া পবিত্রকরণ :

আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, তিনি বলেছেন, কাঁচা চামড়াকে দাবাগাত [পশুর চামড়া লবন এবং এ জাতীয় কিছু দ্বারা প্রক্রিয়াজাত করে ব্যবহারের উপযোগী করাকে দাবাগাত বলে।] করা হলে তা পবিত্র হয়ে যায়। [মুয়াত্তা ইমাম মালেক, হা/১০৬৩; সহীহ মুসলিম, হা/৮৩৮; আবু দাউদ, হা/৪১২৫; দার কুতনী, হা/১১৪।]

৫. প্রস্রাব বা এ জাতীয় কিছু থেকে জমিন পবিত্র করার পদ্ধতি :

জমিনে প্রস্রাব বা এ জাতীয় কোন অপবিত্র জিনিস থাকলে তাতে পানি ঢেলে দিলেই তা পবিত্র হয়ে যাবে। যেমন- রাসূলুল্লাহ ﷺ জনৈক বেদুঈনের মসজিদে প্রস্রাব করার ফলে তাতে পানি ঢালার নির্দেশ দিয়েছিলেন। [সহীহ বুখারী, হা/২১৯; সহীহ মুসলিম, হা/৬৮৯; বায়হাকী, হা/৪০৩৭; মুসনাদে আহমাদ, হা/১৩৩৯২।] আর রাসূলুল্লাহ ﷺ এটা আদেশ দিয়েছিলেন তাড়াতাড়ি তা পরিষ্কার করার জন্য। তবে যদি পানি না ঢালা হয় তাহলে শুকানোর পর নাপাকের চিহ্ন বা অস্তিত্ব দূর হয়ে গেলে তা পবিত্র হয়ে যাবে। কেননা জমিন মূলত পাক। কোন নাপাকী তার উপর পতিত হলে তা অপবিত্র হয়। কিমত্মু নাপাকীর চিহ্ন দূরীভূত হয়ে গেলে তা তার মূল অবস্থার দিকে ফিরে যায় অর্থাৎ পবিত্র হয়ে যায়।

৬. মনী বা বীর্য থেকে পবিত্রতা অর্জন করার পদ্ধতি :

আয়েশা (রাঃ) হতে বর্ণিত। একদা তাকে মনীর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এটা রাসূলুল্লাহ ﷺ এর কাপড় থেকে ধৌত করতাম। অতঃপর তিনি সালাতে বের হতেন; এমতাবস্থায় তার কাপড়ে ধৌত করার চিহ্ন লেগে থাকত। [সহীহ বুখারী, হা/২৩০; ইবনে মাজাহ, হা/৫৩৬; নাসাঈ, হা/২৫৯; সহীহ ইবনে হিববান, হা/১৩৮১; মুসনাদে আবু আওয়ানা, হা/৫২৮; বায়হাকী, হা/৩৯৮২; শারহুস সুন্নাহ, হা/২৯৭; মিশকাত, হা/৪৯৪।]

অন্য বর্ণনায় তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ এর কাপড় থেকে বীর্য রগড়িয়ে/ঘর্ষণ করে ফেলে দিতাম। [সহীহ মুসলিম, হা/৬৯৫; নাসাঈ, হা/২৯৭; মুসনাদে আহমাদ, হা/২৪১১০।]

৭. ঘি অথবা খাদ্যবসত্মুতে নাপাকী পতিত হলে তা পবিত্র করার পদ্ধতি :

জমে থাকা ঘি অথবা অন্য কোন খাদ্যবসত্মুর মধ্যে ইঁদুর অথবা পোকামাকড় পড়ে গেলে চারপাশ থেকে কিছু খাদ্য ফেলে দিলে অবশিষ্ট খাদ্য খাওয়া যাবে। কিমত্মু যদি তা তরল হয় তাহলে সম্পূর্ণ ফেলে দিতে হবে।

ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ ﷺ কে ঘি এর মধ্যে পতিত ইঁদুর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাব দেন যে, ইঁদুরটি এবং তার আশেপাশের অংশ উঠিয়ে ফেলে দাও। তারপর তোমরা ঘি খাও। [সহীহ বুখারী, হা/৫৫৪০; নাসাঈ, হা/৪২৫৯; মুসনাদে আহমাদ, হা/১০৩৬০।]

৮. মহিলাদের কাপড়ের নিচের ঝুলে থাকা অংশ :

যখন মহিলাদের কাপড়ের নিচের অংশ নাপাক হবে তখন পবিত্র জমিনে স্পর্শ করার ফলে তা পবিত্র হয়ে যাবে। একদা এক মহিলা রাসূলুল্লাহ ﷺ এর স্ত্রী উম্মে সালামা (রাঃ) কে জিজ্ঞেস করলেন, আমি এমন এক মহিলা যে কাপড়ের নিচের অংশ ঝুলিয়ে রাখি। তিনি আরো বলেন, আমি নাপাক স্থানেও চলাফেরা করি। উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, পরবর্তী (পবিত্র) স্থান তা পবিত্র করে দেয়। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৪৫; আবু দাউদ, হা/৩৮৩; তিরমিযী, হা/১৪৩; ইবনে মাজাহ, হা/৫৩১।]

৯. জুতার তলদেশ :

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, তখন তার জুতা খুলে তা ভালোভাবে দেখে নিবে। যদি তাতে কোন অপবিত্র কিছু দেখে, তাহলে তা জমিনে মুছে নিবে। অতঃপর তা নিয়ে সালাত আদায় করবে। [মুস্তাদরাকে হাকেম, হা/৯৫৫; দারেমী, হা/১৩৭৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৭৯৭৪।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন