hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫৯
সালাতে মনোযোগীদের দৃষ্টান্ত
জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী ﷺ এর সাহাবীদের ইবাদাতের আগ্রহ বর্ণনা দিতে গিয়ে বলেন, একদা আমরা নবী ﷺ এর সাথে এক যুদ্ধে বের হলাম। অভিযানের এক পর্যায়ে মুসলিমদের এক ব্যক্তি এক মুশরিক মহিলাকে হত্যা করে ফেললে তার স্বামী প্রতিজ্ঞা করল যে, মুহাম্মাদের সঙ্গীদের মধ্যে কারো রক্তপাত না করা পর্যন্ত সে ক্ষান্ত হবে না। এ সংকল্প নিয়ে সে সাহাবাদের খোঁজে বের হলো। এদিকে নবী ﷺ এক মঞ্জিলে বিশ্রাম নিতে অবতরণ করলেন এবং বললেন, কে আমাদের (নিরাপত্তার) জন্য পাহারা দেবে? তখন মুহাজিরদের মধ্য হতে এক ব্যক্তি এবং আনসারদের মধ্য হতে এক ব্যক্তি পাহারা দিতে প্রস্তুত হলেন। তাদেরকে নবী ﷺ বললেন, তোমরা এই উপত্যাকার মুখে অবস্থান করো। অতঃপর তারা দু’জন যখন উপত্যকার মুখে পৌঁছলেন, তখন মুহাজির (বিশ্রামের জন্য) শয়ন করলেন এবং আনসার উঠে সালাত পড়তে শুরু করলেন। এমতাবস্থায় উক্ত মুশরিক লোকটি কাছাকাছি এসে তাঁর প্রতি তীর নিক্ষেপ করল, তিনি সালাতেই মশগুল থাকলেন। এভাবে পরপর তিনটি তীর খেয়েও তিনি সালাত সম্পন্ন করলেন। অতঃপর যখন তার সঙ্গী মুহাজির জেগে উঠলেন তখন মুশরিকটি পালিয়ে গেল। এরপর আনসার সাহাবীর রক্তাক্ত দেহের প্রতি লক্ষ্য করে বললেন, সুবহানাল্লাহ! প্রথম বার যখন তীর মারল তখনই আমাকে জাগিয়ে দাওনি কেন? তিনি উত্তরে বললেন,

كُنْتُ فِي سُورَةٍ مِنَ الْقُرْاٰنِ قَدِ افْتَتَحْتُهَا اُصَلِّي بِهَا ، فَكَرِهْتُ اَنْ اَقْطَعَهَا

আমি একটি সূরা পাঠ করছিলাম, যা শেষ না করে ছাড়তে পছন্দ করলাম না! [মুসনাদে আহমাদ, হা/১৪৯০৮; ইবনে খুযায়মা, হা/৩৬; সহীহ ইবনে হিববান, হা/১০৯৬; দার কুতনী, হা/৭৬৯; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৬৮১; মুস্তাদরাকে হাকেম, হা/৫৫৭।]

বিখ্যাত তাবেয়ী ইবনে সীরীন (রহ.) যখন সালাতে দাঁড়াতেন তখন আল্লাহর ভয়ে তাঁর চেহারা শুকিয়ে যেত। [কিতাবুস সালাত অমায়্যালমাযু ফীহা ২০ পৃঃ।]

ইবনে যুবায়ের (রহ.) যখন সিজদা দিতেন তখন চড়ুই পাখিরা তার পিঠে নেমে আসতো এবং তারা মনে করতে যে, এটা কোন দেয়ালের খুঁটি। [সিফাতুস সাফআহ ২/৩২২।]

উক্ত বর্ণনাগুলো প্রমাণ করে যে, সাধ্যমতো বুঝেসুঝে সালাত আদায় করতে হবে। সেজন্য সালাতের নিয়মকানুন ভালো করে শিখতে হবে এবং সূরা ও দু‘আগুলোর অর্থও জানার চেষ্টা করতে হবে।

বর্তমান যুগের অধিকাংশ সালাত আদায়কারীর সালাত সঠিক হয় না। যার কারণে এর ফলাফলও দেখতে পাওয়া যায় না। মুরগীর খাবার খাওয়ার মতো সালাত আদায় করলে সালাতের সুফল পাওয়া যাবে না। তাই ধীরে-সুস্থে, ভীত ও বিনয়চিত্তে খুশু-খুযূ সহকারে সালাত আদায় করতে হবে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন