hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৮২
সূরা কাউসার
শানে নুযূল : নবী ﷺ এর সকল পুত্র সন্তান ছোটকালেই মারা যায় এতে কুরাইশ বংশের লোকেরা বলাবলি করতে লাগল - بَتِرَ مُحَمَّدٌ মুহাম্মাদ লেজকাটা (নির্বংশ) হয়ে গেছে। তখন আল্লাহ তা‘আলা এ সূরাটি নাযিল করেন। [ইবনে কাসীর, অত্র সূরা তাফসীরে দৃষ্টব্য।] অপর বর্ণনায় রয়েছে, নবী ﷺ এর পুত্র ইব্রাহীম মারা গেলে মক্কার মুশরিকরা একে অপরকে বলাবলি করতে লাগল, মুহাম্মাদ লেজকাটা হয়ে গেছে। মুশরিকদের এসকল অশালীন উক্তির কারণে নবী ﷺ কষ্ট পেতেন। যেখানে বিপদের সময় নিজের আত্মীয়-স্বজন পাশে দাঁড়ানোর কথা, সেখানে তারাই তাঁর কষ্টকে আরো বাড়িয়ে তুলছে। এ বেদনাদায়ক পরিস্থিতিতে আল্লাহ তা‘আলা সূরা কাউসার নাযিল করে নবী ﷺ কে সান্ত্বনা দিলেন। [আসবাবুন নুযুল, আবুল হাসান, ১/৪৫৭।]

সূরার আলোচ্য বিষয় : এ সূরায় নবী ﷺ কে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে যে, আমি আপনাকে অনেক নিয়ামত দান করেছি। তাই আপনি বিরোধীদের কথায় দুঃখিত হবেন না। আপনি সালাত ও ইবাদাতে আত্মনিয়োগ করুন। পরিশেষে তারাই হবে লেজকাটা।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اِنَّاۤ اَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ

উচ্চারণ : বিসমিল্লা-হির রাহমা-নির রাহীম (১) ইন্না আ‘ত্বাইনা কাল্ কাওসার (২) ফাসাল্লি লিরাবিবকা ওয়ান্হার (৩) ইন্না শা-নিআকা হুয়াল্ আবতার।

শাব্দিক অর্থ : ১. اِنَّاۤ اَعْطَيْنَاكَ (হে নবী!) আমি অবশ্যই তোমাকে দান করেছি اَلْكَوْثَرَ কাওসার। ২. فَصَلِّ অতএব তুমি সালাত কায়েম করো لِرَبِّكَ তোমার প্রতিপালকের উদ্দেশ্যে وَانْحَرْ এবং কুরবানী করো। ৩. اِنَّ شَانِئَكَ নিশ্চয় তোমার নিন্দাকারীরাই হবে هُوَ الْاَبْتَرُ শিকড়-কাটা (অসহায়)।

অর্থ : ১. (হে নবী!) আমি অবশ্যই তোমাকে (নিয়ামতের ভান্ডার) কাওসার দান করেছি। ২. অতএব, (আমার স্মরণের জন্য) তুমি সালাত কায়েম করো এবং (আমারই উদ্দেশ্যে) কুরবানী করো। ৩. নিশ্চয় (পরিশেষে) তোমার নিন্দাকারীরাই হবে লেজকাটা (অসহায়)।

সূরার হেদায়াত ও শিক্ষা :

(১) সকল ইবাদাত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে।

(২) ইসলামের শত্রুদের আজে-বাজে কথায় ব্যথিত না হয়ে আল্লাহর উপর ভরসা ও অসীম সাহস নিয়ে দ্বীন প্রচারের কাজ চালিয়ে যেতে হবে।

(৩) যারা শত্রুতা করবে এর পরিণাম তারাই ভোগ করবে, কেননা যে খারাপ চক্রান্ত করে সেই চক্রান্তের জালে নিজেকেই পড়তে হয়। [সূরা ফাতির- ৪৩।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন