hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৬৮
ইকামতের শব্দগুলো ১ বার করে না ২ বার করে
আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) স্বপ্নের মাধ্যমে আযান ও ইকামতের যে শব্দগুলো দেখেছিলেন তাতে ইকামতের শব্দগুলো ১ বার করেই বলা হয়েছে। তাছাড়া এ ব্যাপারে আরো অনেক হাদীস রয়েছে। যেমন-

عَنْ عَمَّارِ بْنِ سَعْدٍ  , مُؤَذِّنِ رَسُوْلِ اللهِ ، أَنَّ أَذَانَ بِلَالٍ كَانَ مَثْنٰى مَثْنٰى ، وَإِقَامَتَهٗ مُفْرَدَةٌ

রাসূলুললাহ ﷺ এর মুয়াজ্জিন আম্মার ইবনে সাদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) এর আযান ছিল দু’দু’ শব্দ বিশিষ্ট এবং ইকামত ছিল এক-এক শব্দ বিশিষ্ট। [সহীহ বুখারী, হা/৬০৩; ইবনে মাজাহ, হা/৭৩১।]

عَنْ أَبِي رَافِعٍ ، قَالَ : رَأَيْتُ بِلَالًا يُؤَذِّنُ بَيْنَ يَدَيْ رَسُوْلِ اللهِ مَثْنٰى مَثْنٰى ، وَيُقِيْمُ وَاحِدَةً

আবু রাফে‘ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বিলাল (রাঃ) কে রাসূলুল্লাহ ﷺ এর সামনে আযানের প্রতিটি বাক্য দু’বার করে এবং ইকামতের বাক্য একবার করে বলতে শুনেছি। [ইবনে মাজাহ, হা/৭৩২; দার কুতনী, হা/৯৩৪।]

عَنِ ابْنِ عُمَرَ قَالَ إِنَّمَا كَانَ الْأَذَانُ عَلٰى عَهْدِ رَسُوْلِ اللهِ -ﷺ - مَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَالْإِقَامَةُ مَرَّةً مَرَّةً غَيْرَ أَنَّهٗ يَقُوْلُ قَدْ قَامَتِ الصَّلَاةُ قَدْ قَامَتِ الصَّلَاةُ

ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ এর সময় আযানের শব্দ দু’বার করে এবং ইকামতের শব্দ একবার বলা হতো। কিন্তু ইকামতের মধ্যে ‘‘ক্বাদ ক্বামাতিস সালাহ্’’ শব্দটি দু’বার বলা হতো। [আবু দাউদ, হা/৫১০; নাসাঈ, হা/৬৭১; মুসনাদে আহমাদ, হা/৫৫৬৯।]

৪. আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন,

أُمِرَ بِلَالٌ أَنْ يَّشْفَعَ الْأَذَانَ ، وَأَنْ يُّوْتِرَ الْإِقَامَةَ إِلَّا الْإِقَامَةَ

বিলাল (রাঃ) কে আযানের শব্দগুলো জোড়ায়-জোড়ায় এবং ‘‘ক্বাদ ক্বামাতিস সালাহ্’’ বাক্যটি ব্যতীত ইকামতের শব্দ বেজোড় সংখ্যায় অর্থাৎ একবার করে বলার নির্দেশ দেয়া হয়। [সহীহ বুখারী, হা/৬০৬; সহীহ মুসলিম, হা/৮৬৭; আবু দাউদ, হা/ ৫০৮; তিরমিযী, হা/১৯৩; নাসাঈ, হা/৬২৭; ইবনে মাজাহ, হা/৭২৯; মুসনাদে আহমাদ, হা/১২৯৯৪।]

কিছু হাদীস থেকে ইকামতের শব্দগুলো আযানের ন্যায় দু’বার করে বলা প্রমাণিত থাকলেও ১ বার করে বলাই উত্তম। কেননা উপরের বর্ণিত হাদীসগুলো ব্যাপক এবং অধিক শক্তিশালী।

ইকামত কে দেবেন :

উত্তম হলো যিনি আযান দেবেন ইকামতও তিনি দেবেন। তবে অন্য কেউ ইকামত দিলেও তা জায়েয আছে।

ইকামতের জবাব :

ইকামতকেও হাদীসে আযান বলা হয়েছে বিধায় ইকামতেরও জবাব দেওয়া যায়। ইকামতের জবাবে ‘‘ক্বাদক্বামাতিস সালাহ্’’ বলার সময় ‘‘আক্বামাহাল্লাহু ওয়া আদামাহা’’ বলার হাদীসটি যঈফ। [যঈফ আবু দাউদ, নাসিরুদ্দীন আলবানী, হা/৮৪।] তাই এ সময়ও ‘‘ক্বাদক্বামাতিস সালাহ’’ বলতে হবে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন