hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৩৫
যাদের সালাত কবুল হয় না
১. বিশেষ তিন ব্যক্তির সালাত কবুল হয় না :

عَنْ أَبِىْ أُمَامَةَ يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ -ﷺ -: ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ اٰذَانَهُمُ الْعَبْدُ الْاٰبِقُ حَتّٰى يَرْجِعَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهٗ كَارِهُوْنَ

আবূ উমামা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তিন ব্যক্তির সালাত তাদের কান অতিক্রম করে না।

(ক) পলাতক ক্রীতদাস, যতক্ষণ না সে ফিরে আসে,

(খ) এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করেছে,

(গ) সেই ইমাম! যাকে (তার মন্দকর্মের কারণে) লোকেরা অপছন্দ করে। [তিরমিযী, হা/৩৬০; মু‘জামুল কাবীর লিত তাবরানী, হা/৮০১৬; বায়হাকী, হা/৫১২৫; শারহুস সুন্নাহ, হা/৮৩৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৪১৩৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৪৮৭; জামেউস সগীর, হা/৫৩৬৮; মিশকাত, হা/১১২২।]

২. আরো বিশেষ তিন ব্যক্তির সালাত কবুল হয় না :

عَنْ اَبِيْ اُمَامَةَ ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : ثَلَاثَةٌ لَا يُقْبَلُ مِنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ، وَلَا عَدْلٌ : عَاقٌّ، وَمَنَّانٌ، وَمُكَذِّبٌ بِقَدْرٍ

আবু উমামা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বললেন, আল্লাহ তা‘আলা তিন প্রকার লোকের ফরয ও নফল ইবাদাত কবুল করেন না- (১) মাতাপিতার অবাধ্য সন্তান, (২) দান করে খোটাদানকারী ও (৩) তাকদীর অস্বীকারকারী। [মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/৭৪২৫; জামেউস সগীর, হা/৫৩৭৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২৫১৩; সিলসিলাহ সহীহাহ, হা/১৭৮৫।]

৩. গণকের কথায় বিশ্বাস স্থাপনকারী ব্যক্তির সালাত কবুল হয় না :

عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ اَزْوَاجِ النَّبِىِّ عَنِ النَّبِىِّ قَالَ : مَنْ اَتٰى عَرَّافًا فَسَاَلَهٗ عَنْ شَىْءٍ لَمْ تُقْبَلْ لَهٗ صَلَاةٌ اَرْبَعِيْنَ لَيْلَةً

সাফিয়্যা (রাঃ) রাসূলুল্লাহ ﷺ এর কতিপয় স্ত্রী হতে বর্ণনা করেন। তারা রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি গণকের নিকট আসবে এবং সে যা বলে তা বিশ্বাস করবে, সে ব্যক্তির চল্লিশ রাত-(দিনের) সালাত কবুল হবে না। [সহীহ মুসলিম, হা/৫৯৫৭; মুসনাদে আহমাদ, হা/১৬৬৮৯; সুনানে কুবরা লিল বায়হাকী, হা/১৬৯৫২।]

৪. মদ্যপানকারীর সালাত কবুল হয় না :

عَنْ عَبْدِ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ الْخَمْرُ اُمُّ الْخَبَائِثِ وَمَنْ شَرِبَهَا لَمْ يَقْبَلِ اللهُ مِنْهُ صَلَاةً اَرْبَعِيْنَ يَوْمًا فَاِنْ مَاتَ وَهِىَ فِىْ بَطْنِهٖ مَاتَ مِيْتَةً جَاهِلِيَّةً

আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, মদ হচ্ছে সকল খবীসের মা। যে মদ পান করে তার ৪০ দিনের সালাত কবুল হবে না। তার পেটে মদ থাকা অবস্থায় তার মৃত্যু হলে সে জাহেলিয়্যাতের মৃত্যুবরণ করবে। [দারেমী, হা/৪৬৬৯; সিলসিলাহ সহীহাহ, হা/১৮৫৪।]

৫. রুকূ থেকে দাঁড়িয়ে পিঠ সোজা না করলে সালাত কবুল হয় না :

عَنْ أَبِى مَسْعُوْدٍ الْبَدْرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ -ﷺ -: لَا تُجْزِئُ صَلَاةُ الرَّجُلِ حَتّٰى يُقِيْمَ ظَهْرَهٗ فِى الرُّكُوْعِ وَالسُّجُوْدِ

আবু মাসঊদ আল বাদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, সে ব্যক্তির সালাত সঠিক হয় না, যে ব্যক্তি রুকূ ও সিজদাতে নিজের পিঠ সোজা করে না। [আবু দাউদ, হা/৮৫৫; তিরমিযী, হা/২৬৫; ইবনে মাজাহ, হা/৮৭০; মুসনাদে আহমাদ, হা/১০৮১২; সহীহ ইবনে খুযায়মা, হা/৫৯১; সহীহ ইবনে হিববান, হা/১৮৯৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৫২৪।]

৬. অকারণে একাকী সালাত আদায়কারীর সালাত কবুল হয় না :

জামাআতে সালাত আদায় করা ওয়াজিব। এই ওয়াজিব ত্যাগ করলে তার সালাত কবুল নাও হতে পারে। রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি আযান শোনা সত্ত্বেও মসজিদে জামাআতে এসে সালাত আদায় করে না, কোন ওজর না থাকলে সে ব্যক্তির সালাত কবুল হয় না। [আবু দাউদ, হা/৫৫১; দার কুতনী, হা/১৫৫৭; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৫২৪৯; মুস্তাদরাকে হাকেম, হা/৮৯৬; জামেউস সগীর, হা/১২৪০৯। ইমাম নববী হাদীসটিকে সহীহ বলেছেন। ইমাম হাকেম বলেন, হাদীসটি শাইখাইনের শর্ত অনুযায়ী সহীহ।]

৭. অপর মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যাকারী ব্যক্তির সালাত কবুল হয় না :

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ عَنْ رَسُوْلِ اللهِ اَنَّهٗ قَالَ : مَنْ قَتَلَ مُؤْمِنًا فَاعْتَبَطَ بِقَتْلِهٖ لَمْ يَقْبَلِ اللهُ مِنْهُ صَرْفًا وَلَا عَدْلًا

উবাদা ইবনে সামিত (রাঃ) রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছা করে হত্যা করে এবং তাকে হত্যা করে খুশি হয়, তার কোন ফরয ও নফল ইবাদাত আল্লাহ কবুল করবেন না। [আবু দাউদ, হা/৪২৭২; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১৬২৮২।]

৮. পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না :

عَنِ ابْنَ عُمَرَ . قَالَ اِنِّىْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ يَقُوْلُ : لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُوْرٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُوْلٍ

আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না এবং খিয়ানতের সম্পদ থেকেও সাদাকা কবুল হয় না। [সহীহ মুসলিম, হা/৫৫৭; আবু দাউদ, হা/৫৯; তিরমিযী, হা/১; নাসাঈ, হা/১৩৯; ইবনে মাজাহ, হা/২৭২; মুসনাদে আহমাদ, হা/৪৯৬৯; ইবনে খুযায়মা, হা/৮; ইবনে হিববান, হা/১৭০৫।]

৯. জামাআত থেকে বিচ্ছিন্ন ব্যক্তির সালাত কবুল হয় না :

عَنِ الْحَارِثَ الْأَشْعَرِىَّ ...... قَالَ النَّبِىُّ  : وَأَنَا اٰمُرُكُمْ بِخَمْسٍ اللهُ أَمَرَنِىْ بِهِنَّ السَّمْعُ وَالطَّاعَةُ وَالْجِهَادُ وَالْهِجْرَةُ وَالْجَمَاعَةُ فَإِنَّهٗ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ قِيْدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ عُنُقِه إِلَّا أَنْ يَرْجِعَ وَمَنِ ادَّعٰى دَعْوٰى الْجَاهِلِيَّةِ فَإِنَّهٗ مِنْ جُثَا جَهَنَّمَ . فَقَالَ رَجُلٌ يَا رَسُوْلَ اللهِ وَإِنْ صَلّٰى وَصَامَ قَالَ : وَإِنْ صَلّٰى وَصَامَ فَادْعُوْا بِدَعْوٰى اللهِ الَّذِىْ سَمَّاكُمُ الْمُسْلِمِيْنَ الْمُؤْمِنِيْنَ عِبَادَ اللهِ

হারেস আশআরী (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেছেন, আমি তোমাদেরকে পাঁচটি জিনিসের নির্দেশ দিচ্ছি, যেগুলোর নির্দেশ আল্লাহ তা‘আলা আমাকে দিয়েছেন। সেগুলো হলো- আমীরের কথা শ্রবণ করা, তার আনুগত্য করা, জিহাদ করা, হিজরত করা এবং মুসলিম জামা‘আতের সাথে থাকা। কেননা যে ব্যক্তি মুসলিম জামাআত থেকে এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে যায়, সে তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলে- যতক্ষণ না সে ফিরে আসে। আর যে ব্যক্তি জাহেলী যুগের মতাদর্শের দিকে আহবান করল, সে জাহান্নামের দিকে আহবান করল। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! যদিও সে সালাত আদায় করে এবং সিয়াম পালন করে? তিনি বললেন, হ্যাঁ- যদিও সে সালাত আদায় করে এবং সিয়াম পালন করে। তোমরা আল্লাহর আহবানে সাড়া দাও, যিনি তোমাদের নাম মুমিন-মুসলিম রেখেছেন- হে আল্লাহর বান্দারা! [তিরমিযী, হা/২৮৬৩; সহীহ ইবনে খুযায়মা, হা/১৮৯৫; মুসত্মাদরাকে হাকেম, হা/১৫৩৪; সহীহ ইবনে হিববান, হা/৬২৩৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৫; জামেউস সগীর, হা/২৬০৪।]

১০. বিদআতকারীর সালাত কবুল হয় না :

عَنْ اَنَسٍ عَنِ النَّبِيِّ قَالَ : مَنْ اَحْدَثَ فِيْهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ لَا يَقْبَلُ اللهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا وَلَا عَدْلًا

আনাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে তার উপর আল্লাহ, তাঁর ফেরেশতা এবং সমগ্র মানবকুলের অভিশাপ পড়বে। কিয়ামতের দিন আল্লাহ তার কোন ফরয ও নফল ইবাদাত কবুল করবেন না। [সহীহ মুসলিম, হা/৩৩৮৯; সহীহ বুখারী, হা/১৮৭০; মুসনাদে আহমাদ, হা/১০৩৭; জামেউস সগীর, হা/১১৬৩১।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন