hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৫১
সাহু সিজদা
সাহু সিজদা এর অর্থ হলো ভুলের জন্য সিজদা করা। সালাত আদায়কালে কোন ভুল করে ফেললে, ঐ ভুল সংশোধন করার জন্য দুটি সিজদা করাকে সাহু সিজদা বলে।

যেসব ভুলের জন্য সাহু সিজদা করা প্রয়োজন :

১. যদি নির্ধারিত রাক‘আতের চেয়ে বেশি আদায় করা হয়।

২. যদি নির্ধারিত রাক‘আতের চেয়ে কম আদায় করা হয়।

৩. কত রাক‘আত সালাত আদায় করা হয়েছে সে সম্পর্কে যদি সন্দেহ থাকে।

৪. সালাতের কোন ওয়াজিব যদি বাদ পড়ে যায়।

সালাতের মধ্যে যদি কোন ফরয কাজ (আরকান বা আহকাম) ছুটে যায় তাহলে সালাত পুনরায় আদায় করতে হবে। কিমত্মু কোন সুন্নাত ছুটে গেলে সাহু সিজদারও প্রয়োজন হয় না।

সাহু সিজদার নিয়ম :

সাহু সিজদা দেয়ার দুটি নিয়ম রয়েছে-

১. সালাতের শেষ বৈঠকে সবকিছু পাঠ করার পর সালাম ফিরানোর আগে দুটি সিজদা করতে হবে, তারপর সালাম ফিরাতে হবে।

আবদুল্লাহ ইবনে বুহায়না (রাঃ) হতে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ ﷺ যোহরের সালাত পড়ালেন এবং প্রথম দু’রাক‘আতের পর না বসেই অর্থাৎ তাশাহ্হুদ না পড়েই দাঁড়িয়ে গেলেন এবং মুক্তাদীগণও তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেল। তিনি যখন সালাত প্রায় পূর্ণ করে ফেলেছেন আর মুক্তাদীগণও সালাম ফিরানোর জন্য অপেক্ষা করছিল, ঠিক তখন তিনি সালাম ফিরানোর আগে ‘‘আল্লা-হু আকবার’’ বলে বসা অবস্থায় দুটি সিজদা করলেন। তারপর সালাম ফিরালেন। [সহীহ বুখারী, হা/১২২৪; সহীহ মুসলিম, হা/১২৯৭।]

২. সালাত শেষে সালাম ফিরানোর পর দুটি সিজদা করতে হবে।

আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ যোহরের সালাত ৫ রাক‘আত পড়ে ফেললেন। অতঃপর তাকে বলা হলো, সালাত কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, কী হয়েছে? সাহাবী বললেন, আপনি পাঁচ রাক‘আত সালাত আদায় করেছেন। তারপর রাসূলুল্লাহ ﷺ সালামের পর দুটি সাহু সিজদা করলেন। [সহীহ বুখারী, হা/১২২৬; আবু দাউদ, হা/১০২১; তিরমিযী, হা/৩৯২; নাসাঈ, হা/১২৫৫।]

নির্ধারিত রাক‘আতের চেয়ে বেশি আদায় করলে :

সালাত আদায়কালে ভুলবশত ১ রাক‘আত বেশি আদায় করলে বা ১টি সিজদা বেশি হয়ে গেলে, সালাম ফিরানোর পর দুটি সাহু সিজদা করে আবার সালাম ফিরাতে হবে।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। একবার রাসূলুল্লাহ ﷺ যোহরের সালাত ৫ রাক‘আত আদায় করলেন। তখন তাঁকে জিজ্ঞেস করা হলো, সালাতে নতুন কিছু হয়েছে কি? তিনি বললেন, সেটা কী? সাহাবাগণ বললেন, আপনি ৫ রাক‘আত সালাত আদায় করেছেন। তখন তিনি কিবলামুখী হয়ে দুটি সাহু সিজদা করলেন, তারপর সালাম ফিরালেন। এরপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, সালাতে যদি নতুন কিছু হতো তবে তা আমি তোমাদেরকে জানিয়ে দিতাম। তবে আমিও একজন মানুষ। তোমরা যেমন ভুল কর, আমারও তেমন ভুল হয়। অতএব আমি যদি ভুল করি, তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। আর তোমাদের কারো যদি সালাতে সন্দেহ হয়, তাহলে তখন তোমার যা সঠিক মনে হবে তার ভিত্তিতে সালাত পূর্ণ করবে। তারপর দুটি সাহু সিজদা দিবে। [সহীহ বুখারী, হা/৪০১; সহীহ মুসলিম, হা/১৩০২; আবু দাউদ, হা/১০২২।]

নির্ধারিত রাক‘আতের কম আদায় করলে :

ভুলবশত ১ অথবা ২ রাক‘আত সালাত কম আদায় করে সালাম ফিরানোর পরই যদি মনে পড়ে, তাহলে সালাত আদায়কারী তার বাকী রাক‘আতগুলো আদায় করে সালাম ফিরাবে। এরপর তাকবীর দিয়ে দুটি সাহু সিজদা করবে। এরপর আর সালাম ফিরাতে হবে না।

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ আমাদের নিয়ে যোহরের বা আসরের সালাত আদায় করলেন এবং দুই রাক‘আত আদায় করেই সালাম ফিরালেন এবং উঠে অন্য জায়গায় দাঁড়ালেন। লোকেরা বলাবলি করতে লাগলো সালাত সংক্ষিপ্ত হয়ে গেছে। আর সেখানে আবু বকর ও উমর (রাঃ)ও ছিলেন। কিন্তু কেউই কোন কথা বলতে সাহস করলেন না। এ সময় এক ব্যক্তি, যাকে যুলইয়াদাইন নামে ডাকা হতো, তিনি রাসূলুল্লাহ ﷺ কে প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল! সালাত কি কমিয়ে দেয়া হয়েছে? না আপনি ভুলে গেছেন? রাসূলুল্লাহ ﷺ বললেন, এর কোনটিই হয়নি। যুলইয়াদাইন বললেন, যে কোনও একটি অবশ্যই হয়েছে। রাসূলুল্লাহ ﷺ উপস্থিত লোকদের লক্ষ্য করে বললেন, যুলইয়াদাইন কি সত্য বলছে? তারা বললো, হ্যাঁ- দুই রাক‘আত আদায় করা হয়েছে। তখন রাসূলুল্লাহ ﷺ অবশিষ্ট সালাত পূর্ণ করলেন এবং সালাম ফিরালেন। তারপর তাকবীর দিয়ে সিজদা করলেন, এরপর তাকবীর দিয়ে মাথা উঠালেন, আবার তাকবীর বলে সিজদা করলেন, এরপর তাকবীর বলে মাথা উঠালেন। [সহীহ বুখারী, হা/১২২৯; সহীহ মুসলিম, হা/৫৭৩।]

রাক‘আতের ব্যাপারে সন্দেহ হলে :

সালাত আদায়কালে কত রাক‘আত আদায় করা হয়েছে- এ সন্দেহ হলে যে কয় রাক‘আত আদায় করা হয়েছে বলে মন সায় দেবে, তার উপর ভিত্তি করে সালাত শেষ করে সালাম ফিরানোর আগে দুটি সাহু সিজদা করবে, এরপর সালাম ফিরাবে।

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন তোমাদের কেউ সালাতের মধ্যে সন্দেহ করে যে- সে তিন রাক‘আত না চার রাক‘আত আদায় করেছে, তখন সে সন্দেহ পরিত্যাগ করবে এবং যে কয় রাক‘আতের ব্যাপারে মন দৃঢ়ভাবে সায় দিচ্ছে, তার উপর ভিত্তি করে সালাত সম্পূর্ণ করবে এবং সালাম ফিরানোর আগে দুটি সাহু সিজদা করবে এবং এরপর সালাম ফিরাবে। [সহীহ মুসলিম, হা/১৩০০; মুসনাদে আহমাদ, হা/১১৭৯৯; দার কুতনী, হা/১৩৯৮।]

ইমাম ভুল করলে করণীয় :

যদি ইমাম সালাতরত অবস্থায় নিজের ভুল সম্পর্কে নিশ্চিত হন অথবা লোকমা দিয়ে মুক্তাদীগণ ভুল ধরিয়ে দেন, তবে তিনি শেষ বৈঠকের তাশাহ্হুদ শেষে তাকবীর দিয়ে পরপর দুটি সাহু সিজদা দেবেন। অতঃপর সালাম ফিরাবেন। [সহীহ মুসলিম, হা/১৩০০; নাসাঈ, হা/১২৩৮; মুসনাদে আহমাদ, হা/১১৭০৭; মিশকাত হা/১০১৫।]

যদি রাক‘আত বেশি পড়ে সালাম ফিরিয়ে দেন, অতঃপর ভুল ধরা পড়ে, তখন (পূর্বের ন্যায় বসে) তাকবীর দিয়ে সাহু সিজদা করে সালাম ফিরাবেন। [সহীহ বুখারী, হা/৪০১; সহীহ মুসলিম, হা/১৩০২; আবু দাউদ, হা/১০২২; মিশকাত হা/১০১৬।]

যদি রাক‘আত কম করে সালাম ফিরিয়ে নেন তখন উঠে দাঁড়িয়ে বাকী সালাত আদায় করবেন এবং সালাম ফিরাবেন। অতঃপর দুটি সাহু সিজদা দেবেন। [সহীহ বুখারী, হা/১২২৯; আবু দাউদ, হা/১০১০; মুসনাদে আহমাদ, হা/৭২০০; মিশকাত হা/১০১৭।]

ইমামকে কীভাবে লোকমা দেবে :

ইমামের ভুল হলে পুরুষ মুক্তাদী উচ্চৈঃস্বরে ‘‘সুবহানাল্লাহ’’ বলবে এবং মহিলা মুক্তাদী হাতের পিঠে হাত মেরে শব্দ করে লোকমা দেবে। [সহীহ মুসলিম, হা/৯৭৬; আবু দাউদ, হা/৯৪১; মুসনাদে আহমাদ, হা/২২৮৫৩; মিশকাত হা/৯৮৮।] অর্থাৎ ভুল স্মরণ করিয়ে দেবে। এখানে নারী ও পুরুষের লোকমা দানের পৃথক পদ্ধতির কারণ হলো এই যে, নারীদের কণ্ঠস্বরটাও লজ্জার অন্তর্ভুক্ত। যা প্রকাশ পেলে পুরুষদের মধ্যে ফিতনা সৃষ্টি হতে পারে।

সাহু সিজদার পর তাশাহ্হুদ পড়া :

এ ব্যাপারে বিভিন্ন মত থাকলেও সহীহ মত হচ্ছে, সাহু সিজদা দেয়ার পর আবার নতুন করে তাশাহ্হুদ, দরূদ ইত্যাদি পড়তে হবে না। কেননা তা কোন সহীহ হাদীসে পাওয়া যায়নি।

ইমরান ইবনে হুসাইন (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, যে হাদীসে সাহু সিজদা করার পর তাশাহ্হুদ পড়ার কথা বলা হয়েছে সেটি শায (বিরল) এবং সহীহ নয়। সুতরাং সহীহ হাদীসের বিপরীতে এ হাদীসের উপর আমল করা যাবে না। [সহীহ ফিকহুস সুন্নাহ, ১/৪১৫ পৃঃ।]

একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা :

অনেকে কেবল ডান দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিয়ে থাকেন। একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দেয়ার কথা কোন হাদীস দ্বারা প্রমাণিত নয়। একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা করাকে বিদআত বলা হয়েছে। [ফাতহুল কাদীর, ১/২২২ পৃঃ।] সুতরাং দু’দিকে সালাম ফিরানোর পূর্বে অথবা পরে সাহু সিজদা করাই রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাত।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন