hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১০৯
অধ্যায়- ১ : জিহাদের গুরুত্ব ও ফযীলত
আল্লাহর পথে জিহাদকারীদের জন্য রয়েছে বিরাট পুরস্কার :

لَا يَسْتَوِى الْقَاعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ غَيْرُ اُولِى الضَّرَرِ وَالْمُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْؕ فَضَّلَ اللهُ الْمُجَاهِدِيْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَى الْقَاعِدِيْنَ دَرَجَةًؕ وَكُلًّا وَّعَدَ اللهُ الْحُسْنٰىؕ وَفَضَّلَ اللهُ الْمُجَاهِدِيْنَ عَلَى الْقَاعِدِيْنَ اَجْرًا عَظِيْمًا

মুমিনদের মধ্যে যারা অক্ষম নয়, অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় জান-মাল দ্বারা জিহাদ করে, তারা সমান নয়। যারা স্বীয় জান-মাল দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে ঘরে বসে থাকা ব্যক্তিদের উপর মর্যাদা দিয়েছেন; আর আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে মুজাহিদদেরকে ঘরে বসে থাকা লোকদের তুলনায় শ্রেষ্ঠত্ব দিয়েছেন। (সূরা নিসা- ৯৫)

اَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَآجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ اٰمَنَ بِاللهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَجَاهَدَ فِيْ سَبِيْلِ اللهِؕ لَا يَسْتَوُوْنَ عِنْدَ اللهِؕ وَاللهُ لَا يَهْدِى الْقَوْمَ الظَّالِمِيْنَ

হাজীদের জন্য পানি সরবরাহ করা এবং মাসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করাকে তোমরা কি তাদের পুণ্যের সমান মনে কর, যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান আনে এবং আল্লাহর পথে জিহাদ করে? কিন্তু তারা আল্লাহর নিকট সমান নয়। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। (সূরা তাওবা- ১৯)

ব্যাখ্যা : আল্লাহর কাছে লোক দেখানো ধর্মীয় কাজ করার কোন মূল্য নেই; বরং আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাঁর পথে কুরবানী ও ত্যাগ স্বীকার করার মধ্যেই যথার্থ মর্যাদা বিদ্ধমান। যে ব্যক্তি এসবের অধিকারী হয়, সে কোন উচ্চ বংশ ও সম্ভ্রান্ত পরিবারের সাথে সম্পর্কিত না হলেও সে-ই যথার্থ মর্যাদাবান। কিন্তু যারা এসব গুণের অধিকারী নয়, তারা নিছক কিছু ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকলেও তারা কোন অবস্থাতেই প্রকৃত মর্যাদার অধিকারী হতে পারবে না।

জিহাদে বের হওয়ার পর প্রতিটি কাজের বিনিময়ে সওয়াব লেখা হয় :

مَا كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللهِ وَلَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّفْسِهٖؕ ذٰلِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَأٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِيْ سَبِيْلِ اللهِ وَلَا يَطَئُوْنَ مَوْطِئًا يَّغِيْظُ الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلًا اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌؕ اِنَّ اللهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ وَلَا يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ

মদিনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত নয় যে, তারা আল্লাহর রাসূলের সহগামী না হয়ে পেছনে রয়ে যাবে এবং তাঁর জীবনের চেয়ে নিজেদের জীবনকে প্রিয় মনে করবে। কেননা আল্লাহর পথে তাদের তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় ক্লিষ্ট হওয়া, কাফিরদের ক্রোধ উপেক্ষা করে (উপযুক্ত) পদক্ষেপ গ্রহণ করা এবং শত্রুদের নিকট হতে কিছু প্রাপ্ত হওয়া- সবই সৎকর্ম হিসেবে গণ্য হয়। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের প্রতিদান নষ্ট করেন না। আর তারা ক্ষুদ্র অথবা বৃহৎ যাই ব্যয় করে এবং যে কোন প্রান্তরই অতিক্রম করুক না কেন- এর সওয়াব তাদের জন্যই লিখে রাখা হয়; যাতে তারা যা করে আল্লাহ তাদেরকে তার চেয়ে আরো উত্তম পুরস্কার দিতে পারেন। (সূরা তাওবা- ১২০, ১২১)

জিহাদকারীরাই সফলতা লাভ করবে :

اَ لَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللهِؕ وَاُولٰٓئِكَ هُمُ الْفَآئِزُوْنَ

যারা ঈমান আনে, হিজরত করে এবং নিজেদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ; আর তারাই সফলকাম। (সূরা তাওবা- ২০)

لٰكِنِ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ جَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْؕ وَاُولٰٓئِكَ لَهُمُ الْخَيْرَاتُ وَاُولٰٓئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ اَعَدَّ اللّٰهُ لَهُمْ جَنَّاتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهَارُ خَالِدِيْنَ فِيْهَاؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ

কিন্তু আল্লাহর রাসূল এবং তাঁর সাথে যারা ঈমান এনেছে তারা নিজেদের জান-মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। অতএব যাবতীয় কল্যাণ তাদের জন্যই নির্দিষ্ট এবং তারাই সফলকাম। আল্লাহ তাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত রয়েছে। সেখানে তারা চিরকাল অবস্থান করবে; বস্তুত এটাই হচ্ছে সর্বোত্তম সাফল্য। (সূরা তাওবা- ৮৮, ৮৯)

আল্লাহ জিহাদকারীদেরকে ভালোবাসেন :

اِنَّ اللهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوْصٌ

নিশ্চয় যারা সারিবদ্ধভাবে সীসাঢালা প্রাচীরের মতো আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। (সূরা সাফ- ৪)

জিহাদ করলে নিজেরই কল্যাণ হয় :

وَمَنْ جَاهَدَ فَاِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهٖؕ اِنَّ اللّٰهَ لَغَنِيٌّ عَنِ الْعَالَمِيْنَ

যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে, সে তার নিজের কল্যাণের জন্যই তা করে। নিশ্চয় আল্লাহ বিশ্ববাসীদের থেকে অমুখাপেক্ষী। (সূরা আনকাবূত- ৬)

ব্যাখ্যা : আল্লাহ মানুষের কাছে সংগ্রামের দাবী এজন্য করছেন না যে, নিজের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য মানুষের সাহায্যের প্রয়োজন, বরং এটিই মানুষের উন্নতি ও অগ্রগতির পথ। এ পথে অগ্রসর হয়ে মুসলিমরা এমন শক্তির অধিকারী হতে পারে, যার ফলে তারা দুনিয়ায় কল্যাণের অধিকারী এবং পরকালে আল্লাহর জান্নাত লাভের সৌভাগ্য লাভ করতে পারবে। এ সংগ্রাম চালিয়ে গেলে তারা নিজেরাই উপকৃত হবে।

জিহাদ করলে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার তাওফীক হয় :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاۤ اِنْ تَنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ

হে ঈমানদারগণ! তোমরা যদি (দ্বীন প্রতিষ্ঠার কাজে) আল্লাহকে সাহায্য কর, তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সমূহ সুদৃঢ় রাখবেন। (সূরা মুহাম্মাদ- ৭)

জিহাদ জাহান্নাম থেকে বাঁচার উপায় :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰى تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ

হে মুমিনগণ! আমি কি তোমাদেরকে এমন বাণিজ্যের সন্ধান দেব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি হতে রক্ষা করবে? (তা এই যে) তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধনসম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে! (সূরা সাফ- ১০, ১১)

জিহাদ জান্নাত লাভের মাধ্যম :

يَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِيْ جَنَّاتِ عَدْنٍؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ

(আল্লাহ) তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত রয়েছে। (তাদের জন্য আরো রয়েছে) স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহ; আর এটাই মহাসাফল্য। (সূরা সাফ- ১২)

জিহাদের নির্দেশ :

يَاۤ اَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْؕ وَمَاْوَاهُمْ جَهَنَّمُؕ وَبِئْسَ الْمَصِيْرُ

হে নবী! কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো ও তাদের প্রতি কঠোর হও। তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল! (সূরা তাওবা- ৭৩)

জিহাদের জন্য উৎসাহ প্রদান :

يَاۤ اَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِؕ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْاۤ اَلْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ

হে নবী! মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো; তোমাদের মধ্যে বিশজন ধৈর্যশীল থাকলে তাদের (শত্রুদের) দু’শ জনের উপর বিজয়ী হবে এবং তোমাদের মধ্যে একশ’ জন থাকলে এক সহস্র কাফিরের উপর বিজয়ী হবে। কারণ তারা এমন এক সম্প্রদায়, যাদের কোন বোধশক্তি নেই। (সূরা আনফাল- ৬৫)

فَقَاتِلْ فِيْ سَبِيْلِ اللهِۚ لَا تُكَلَّفُ اِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِيْنَۚ عَسَى اللهُ اَنْ يَّكُفَّ بَاْسَ الَّذِيْنَ كَفَرُوْاؕ وَاللهُ اَشَدُّ بَاْسًا وَّاَشَدُّ تَنْكِيْلًا

সুতরাং আল্লাহর পথে যুদ্ধ করো; তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে এবং মুমিনদেরকে উদ্বুদ্ধ করো, হয়তো আল্লাহ কাফিরদের শক্তি সংযত করবেন। আর আল্লাহ শক্তিতে প্রবল ও শাস্তিদানে খুবই কঠোর। (সূরা নিসা- ৮৪)

আল্লাহ জিহাদকে ফরয করে দিয়েছেন :

وَقَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللهِ وَاعْلَمُوْاۤ اَنَّ اللهَ سَمِيْعٌ عَلِيْمٌ

তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রেখো, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। (সূরা বাক্বারা- ২৪৪)

كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْۚ وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْئًا وَّهُوَ خَيْرٌ لَّكُمْۚ وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا شَيْئًا وَّهُوَ شَرٌّ لَّكُمْؕ وَاللهُ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ

যুদ্ধ করাকে তোমাদের উপর ফরয করে দেয়া হয়েছে, যা তোমাদের নিকট খুবই অপ্রিয়। হ্যাঁ, তোমরা যা অপছন্দ করছ, হতে পারে তা-ই তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা যা পছন্দ করছ, হতে পারে তা-ই তোমাদের জন্য অকল্যাণকর। মূলত আল্লাহই জানেন, কিন্তু তোমরাই জান না। (সূরা বাক্বারা- ২১৬)

অনেক নবী এবং তাদের অনুসারীরা যুদ্ধ করেছেন :

وَكَاَيِّنْ مِّنْ نَّبِيٍّ قَاتَلَ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِيْ سَبِيْلِ اللهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْاؕ وَاللهُ يُحِبُّ الصَّابِرِيْنَ

এমন অনেক নবী ছিলেন, যাদের সাথে আল্লাহওয়ালা অনেক লোক যুদ্ধ করেছিল। অতঃপর আল্লাহর পথে যা সংঘটিত হয়েছিল তাতে তারা নিরুৎসাহ হয়নি, শক্তিহীন হয়নি এবং বিচলিতও হয়নি। (জেনে রেখো) আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। (সূরা আলে ইমরান- ১৪৬)

মুমিনগণ আল্লাহর পথে লড়াই করে, আর কাফিররা তাগুতের পথে লড়াই করে :

اَ لَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللهِۚ وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْاۤ اَوْلِيَآءَ الشَّيْطَانِۚ اِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيْفًا

যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো; নিশ্চয় শয়তানের কৌশল খুবই দুর্বল। (সূরা নিসা- ৭৬)

অস্ত্র কম হোক আর বেশি হোক বেরিয়ে পড়তে হবে :

اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالًا وَّجَاهِدُوْا بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ فِيْ سَبِيْلِ اللهِؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ

তোমরা অভিযানে বের হয়ে পড়ো, হালকা অবস্থায় হোক অথবা ভারি অবস্থায় এবং তোমাদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করো। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা জানতে! (সূরা তাওবা- ৪১)

ব্যাখ্যা : এখানে মুসলিমদেরকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করা হয়েছে এবং দ্বীনের ব্যাপারে কোন প্রকার সম্পর্ক, আত্মীয়তা ও বৈষয়িক সুবিধার কথা একটুও বিবেচনায় না এনে বেরিয়ে পড়ার নির্দেশ দেয়া হয়েছে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন