hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৩৫৭
অধ্যায়- ২ : কিয়ামত দিবসের বিভিন্ন নামসমূহ
اَلْيَوْمُ الْاٰخِرِ - পরকালের দিন :

لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُو اللهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللهَ كَثِيْرًا

তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের দিনকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সূরা আহযাব- ২১)

يَوْمُ الْبَعْثِ - পুনরুত্থানের দিন :

وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَالْاِيْمَانَ لَقَدْ لَبِثْتُمْ فِيْ كِتَابِ اللهِ اِلٰى يَوْمِ الْبَعْثِؗ فَهٰذَا يَوْمُ الْبَعْثِ

যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, তোমরা তো আল্লাহর নির্দেশ অনুযায়ী পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ, আর এটাই তো সেই পুনরুত্থান দিবস। (সূরা রূম- ৫৬)

يَوْمُ الْحَقِّ - সত্য দিন : ذٰلِكَ الْيَوْمُ الْحَقُّۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ مَاٰبًا

এটি একটি সত্য দিন। সুতরাং যার ইচ্ছা সে তার প্রতিপালকের কাছে আশ্রয় গ্রহণ করুক। (সূরা নাবা- ৩৯)

يَوْمُ الْمَوْعُوْدِ - প্রতিশ্রুতির দিন : وَالْيَوْمِ الْمَوْعُوْدِ

শপথ প্রতিশ্রুত দিবসের। (সূরা বুরুজ- ২)

يَوْمُ الْحِسَابِ - হিসাবের দিন : وَقَالَ مُوْسٰۤى اِنِّيْ عُذْتُ بِرَبِّيْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ

মূসা বললেন, যারা হিসাবের দিনকে বিশ্বাস করে না, সেসব অহংকারী ব্যক্তি হতে আমি আমার ও তোমাদের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। (সূরা মু’মিন- ২৭)

يَوْمُ الْفَصْلِ - সত্য-মিথ্যার পার্থক্যের দিন : هٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِيْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ

বলা হবে, এটাই সেই ফায়সালার দিন, যাকে তোমরা অস্বীকার করতে। (সূরা সাফ্ফাত- ২১)

يَوْمُ الدِّيْنِ - প্রতিদানের দিন : مَالِكِ يَوْمِ الدِّيْنِ

যিনি প্রতিফল দিবসের মালিক। (সূরা ফাতিহা- ৪)

يَوْمُ الْخُرُوْجِ - বের হওয়ার দিন : يَوْمَ يَسْمَعُوْنَ الصَّيْحَةَ بِالْحَقِّ ذٰلِكَ يَوْمُ الْخُرُوْجِ

যেদিন (মানুষ) এক বিকট আওয়াজ শ্রবণ করবে, সেদিনই হচ্ছে (কবর হতে মৃতদের) বের হওয়ার দিন।

(সূরা ক্বাফ- ৪২)

يَوْمُ الْجَمْعِ - একত্রিত হওয়ার দিন :

وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِؕ فَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ

এভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তুমি সতর্ক করতে পার মক্কা ও তার চতুর্দিকের জনগণকে এবং সতর্ক করতে পার সমবেত হওয়ার দিবস সম্পর্কে, যে ব্যাপারে কোন সন্দেহ নেই। (সেদিন) একদল জান্নাতে প্রবেশ করবে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। (সূরা শূরা- ৭)

يَوْمَ التَّنَادِ - ফরিয়াদের দিন : وَيَا قَوْمِ اِنِّۤيْ اَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِ

হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য ফরিয়াদ দিবসের আশঙ্কা করি। (সূরা মু’মিন- ৩২)

يَوْمُ التَّلَاقِ - পরস্পর সাক্ষাতের দিন :

رَفِيْعُ الدَّرَجَاتِ ذُو الْعَرْشِ يُلْقِى الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ لِيُنْذِرَ يَوْمَ التَّلَاقِ

তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা স্বীয় আদেশ সহকারে রূহ (ওহী) প্রেরণ করেন, যাতে করে তিনি সাক্ষাৎ (কিয়ামত) দিবস সম্পর্কে সতর্ক করতে পারেন। (সূরা মু’মিন- ১৫)

يَوْمٌ كَبِيْرٌ - বড় দিন : وَاِنْ تَوَلَّوْا فَاِنِّۤيْ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيْرٍ

যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের জন্য বড় দিবসের শাস্তির আশঙ্কা পোষণ করি। (সূরা হুদ- ৩)

يَوْمٌ عَظِيْمٌ - মহান দিন : قُلْ اِنِّۤيْ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّيْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ

বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি, তবে আমি ভয় করি এক মহাদিনের শাস্তির। (সূরা আন‘আম- ১৫)

يَوْمٌ اَلِيْمٌ - যন্ত্রণাদায়ক দিন : اَنْ لَّا تَعْبُدُوْاۤ اِلَّا اللهَؕ اِنِّۤيْ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ

তোমরা আল্লাহ ব্যতীত অপর কিছুর ইবাদাত করবে না। নিশ্চয় আমি তোমাদের জন্য এক মর্মান্তিক দিবসের শাসিত্মর আশঙ্কা পোষণ করি। (সূরা হুদ- ২৬)

يَوْمٌ مُّحِيْطٌ - সর্বগ্রাসী দিন : وَاِنِّۤيْ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيْطٍ

আমি তোমাদের জন্য আশঙ্কা করছি এক সর্বগ্রাসী দিবসের শাসিত্মর। (সূরা হুদ- ৮৪)

يَوْمُ الْحَسْرَةِ - পরিতাপের দিন :

وَاَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِيَ الْاَمْرُۘ وَهُمْ فِيْ غَفْلَةٍ وَّهُمْ لَا يُؤْمِنُوْنَ

তাদেরকে পরিতাপের দিবস সম্বন্ধে সতর্ক করে দাও, যখন সকল সিদ্ধামত্ম শেষ হয়ে যাবে। অথচ তারা গাফিল এবং অবিশ্বাসী। (সূরা মারইয়াম- ৩৯)

يَوْمُ التَّغَابُنِ - লোকসানের দিন : يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ الْجَمْعِ ذٰلِكَ يَوْمُ التَّغَابُنِ

যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন সমাবেশ দিবসে, সেদিন হবে লোকসানের দিন।

(সূরা তাগাবুন- ৯)

يَوْمٌ عَسِرٌ - কঠিন দিন : مُهْطِعِيْنَ اِلَى الدَّاعِؕ يَقُوْلُ الْكَافِرُوْنَ هٰذَا يَوْمٌ عَسِرٌ

তারা আহবানকারীর দিকে ছুটে আসবে; তখন কাফিররা বলবে, এটি একটি কঠিন দিন। (সূরা ক্বামার- ৮)

يَوْمٌ ثَقِيْلٌ - ভারী দিন : اِنَّ هٰۤؤُلَآءِ يُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَيَذَرُوْنَ وَرَآءَهُمْ يَوْمًا ثَقِيْلًا

নিশ্চয় তারা দ্রুত লাভ করাকে ভালোবাসে এবং তারা পরবর্তী ভারী দিবসকে উপেক্ষা করে চলে। (সূরা দাহর- ২৭)

يَوْمٌ عَبُوْسٌ - বিপদের দিন : اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا

আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের। (সূরা দাহর- ১০)

يَوْمُ الْاٰزِفَةِ - সমাগত দিন :

وَاَنْذِرْهُمْ يَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِيْنَؕ مَا لِلظَّالِمِيْنَ مِنْ حَمِيْمٍ وَّلَا شَفِيْعٍ يُّطَاعُ

তাদেরকে সতর্ক করে দাও সমাগত দিন (কিয়ামত) সম্পর্কে, তখন দুঃখকষ্টে তাদের প্রাণ কন্ঠনালীর কাছে চলে আসবে। তখন যালিমদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু এবং কোন সুপারিশকারী থাকবে না।

(সূরা মু’মিন- ১৮)

يَوْمٌ مَّشْهُوْدٌ - উপস্থিত হওয়ার দিন :

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ ذٰلِكَ يَوْمٌ مَّجْمُوْعٌ لَّهُ النَّاسُ وَذٰلِكَ يَوْمٌ مَّشْهُوْدٌ

যে আখিরাতের শাসিত্মকে ভয় করে এতে তার জন্য রয়েছে নিদর্শন। এটা সেই দিন, যেদিন সমসত্ম মানুষকে একত্র করা হবে। এটা সেই দিন, যেদিন সকলকে উপস্থিত করা হবে। (সূরা হুদ- ১০৩)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন