hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৬১৭
অধ্যায়- ৪৫ : মক্কা বিজয়
মুহাম্মাদ ﷺ উপলব্ধি করেন যে, মদিনায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও মক্কা বিজয় ব্যতীত আরবে ইসলাম সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হবে না। অপরদিকে তারা ছিল মক্কাবাসীদের সাথে চুক্তিবদ্ধ। তাই সুযোগের অপেক্ষায় ছিলেন এবং একদিন তা এসেও পড়ে। মক্কাবাসীরা চুক্তি ভঙ্গ করে এবং চুক্তির বিপরীতমুখি কাজ পরিচালনা করতে শুরু করে। ফলে রাসূল ﷺ এ সুযোগে মক্কা আক্রমণ করার ইচ্ছা পোষণ করেন। ইতিমধ্যে মক্কাবাসীদের বিভেদ ও বৈষম্যের কথা উপলব্ধি করে আবু সুফিয়ান স্বয়ং মদিনায় গমন করে শামিত্ম প্রসত্মাব করলে মুহাম্মাদ ﷺ তা প্রত্যাখ্যান করেন এবং ১০ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ৬৩০ খ্রিস্টাব্দের ৬ই জানুয়ারী (১০ই রমাযান) মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। মহানবী ﷺ মক্কার উপকণ্ঠে শিবির স্থাপন করেন। তাঁর এই বিশাল বাহিনীকে কুরাইশরা সরাসরি বাধা প্রদান করতে সাহস পেল না। আবু সুফিয়ান দু’জন অনুচরসহ মুসলিম শিবিরের পরিস্থিতি দেখতে এসে উমর (রাঃ) এর হাতে বন্দী হয়ে মহানবী ﷺ এর নিকট প্রেরিত হন। মহানবী ﷺ তাকে ক্ষমা করে দিলে তিনি বিমুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। অতঃপর মহানবী ﷺ তাঁর প্রিয় জন্মভূমি মক্কায় প্রবেশ করেন। আবু সুফিয়ান তাঁকে মক্কায় স্বাগত অভ্যর্থনা জ্ঞাপন করেন। এদিকে সাফওয়ান, ইকরামা এবং সুহাইল একত্রিত হয়ে মাখজুম গোত্রের লোকজনসহ মুহাম্মাদ ﷺ কে বাধা প্রদান করতে অগ্রসর হয়। পথিমধ্যে আববাস (রাঃ) ইসলাম গ্রহণ করে মক্কায় গমন করেন এবং কুরাইশদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে বলেন, অবরুদ্ধ মক্কা নগরীর দক্ষিণাংশে খালিদ, উত্তরাংশে যুবায়ের এবং আল্লাহর রাসূল ﷺ স্বয়ং আনসার ও মুহাজির এবং বনু খোজায়া দ্বারা গঠিত সৈন্যবাহিনী পরিচালনা করছেন। আবু সুফিয়ান আত্মসমর্পণের জন্য কুরাইশদের উদ্ভুদ্ধ করেন। অতঃপর যখন মুসলিমগণ নগরে প্রবেশ করতে থাকেন, তখন ইকরামার নেতৃত্বে কিছু সংখ্যক কুরাইশ বিক্ষিপ্তভাবে মক্কার দক্ষিণ ফটকে বাধা প্রদান করেন। কিন্তু খালিদ (রাঃ) বীরবিক্রমে সমসত্ম প্রতিবন্ধকতা দূরীভূত করেন। প্রায় বিনা বাধায় ও বিনা রক্তপাতে মুসলিমগণ মক্কা বিজয় করেন। মহানবী ﷺ মক্কাবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ইসলামকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দানে মক্কা বিজয় খুবই সহায়ক ভূমিকা পালন করে। ইসলামের ইতিহাসে মক্কা বিজয় এক অসাধারণ বিজয়। মানবসমাজে আধ্যাত্মিক, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সর্বাত্মক বিপ্লবের বিজয়, তাছাড়াও এর ফলাফলস্বরূপ আরো কতগুলো সাফল্য লক্ষ্য করা যায়। যেমন-

১. আরব উপদ্বীপে মিল্লাতে ইবরাহীম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়।

২. গোটা আরব দেশ মদিনার ইসলামী সরকারের অধীনে চলে আসে।

৩. আরবের সকল গোত্র ইসলামকে সত্য ধর্ম হিসেবে গ্রহণ করে নেয়।

মক্কা বিজয়ের পর লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করে :

اِذَا جَآءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِيْ دِيْنِ اللهِ اَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ اِنَّهٗ كَانَ تَوَّابًا

যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে। তখন মানুষদেরকে দেখবে, তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। অতএব তুমি তোমার প্রতিপালকের প্রশংসা জ্ঞাপন করো এবং তাঁর কাছেই ক্ষমাপ্রার্থনা করো; নিশ্চয় তিনি তাওবা কবুলকারী। (সূরা নাসর, ১-৩)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন