hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৪৮৬
অধ্যায়- ৫ : নবীর ফরিয়াদ ও ফেরেশতাদের আগমন
নবী আল্লাহর নিকট ফরিয়াদ করলেন :

قَالَ رَبِّ انْصُرْنِيْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ

সে বলল, হে আমার প্রতিপালক! বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। (সূরা আনকাবূত– ৩০)

رَبِّ نَجِّنِيْ وَاَهْلِيْ مِمَّا يَعْمَلُوْنَ

হে আমার প্রতিপালক! আমাকে এবং আমার পরিবার–পরিজনকে তারা যা করে তা হতে রক্ষা করুন। (সূরা শু‘আরা– ১৬৯)

নবী আশ্রয় খুঁজতে লাগলেন :

قَالَ لَوْ اَنَّ لِيْ بِكُمْ قُوَّةً اَوْ اٰوِيْۤ اِلٰى رُكْنٍ شَدِيْدٍ

সে বলল, যদি তোমাদের উপর আমার কোন শক্তি থাকত অথবা যদি আমি কোন সুদৃঢ় স্তম্ভের মধ্যে আশ্রয় নিতে পারতাম! (সূরা হুদু ৮০)

ফেরেশতারা তাকে সান্ত্বনা দিলেন :

قَالُوْا يَا لُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَّصِلُوْاۤ اِلَيْكَ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ اللَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَؕ اِنَّهٗ مُصِيْبُهَا مَاۤ اَصَابَهُمْؕ اِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُؕ اَلَيْسَ الصُّبْحُ بِقَرِيْبٍ

তারা বলল, হে লূত! নিশ্চয় আমরা তোমার প্রতিপালকের প্রেরিত ফেরেশতা। তারা কখনই তোমার নিকট পৌঁছতে পারবে না। সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার স্ত্রী ব্যতীত তোমার পরিবারবর্গসহ বের হয়ে পড় এবং তোমাদের কেউ পেছন ফিরে তাকাবে না। নিশ্চয় তাদের যা ঘটবে, তারও (তার স্ত্রীর) তাই ঘটবে। নিশ্চয় প্রভাত তাদের জন্য নির্ধারিত সময়। প্রভাত কি নিকটবর্তী নয়? (সূরা হুদু ৮১)

ফেরেশতাদের আগমনে লূত (আঃ) চিন্তিত হয়ে পড়লেন :

وَلَمَّاۤ اَنْ جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِيْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ اِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغَابِرِيْنَ

যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসল, তখন তাদের জন্য সে চিন্তিত হয়ে পড়ল এবং নিজেকে তাদের থেকে রক্ষায় অক্ষম মনে করল। তারা বলল, ভয় করো না এবং দুঃখও করো না। আমরা তোমাকে ও তোমার পরিজনকে রক্ষা করব, কিন্তু তোমার স্ত্রী ব্যতীত। নিশ্চয় সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। (সূরা আনকাবূত– ৩৩)

وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِيْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا يَوْمٌ عَصِيْبٌ

যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসল তখন তাদের আগমনে সে বিষণ্ণ হয়ে গেল এবং নিজেকে তাদের থেকে রক্ষায় অক্ষম মনে করল। ফলে সে বলে ফেলল, এটা একটি সঙ্কটপূর্ণ দিন! (সূরা হুদু ৭৭)

ফেরেশতারা আযাবের সংবাদ নিয়ে আগমন করেছিলেন :

قَالُوْا بَلْ جِئْنَاكَ بِمَا كَانُوْا فِيْهِ يَمْتَرُوْنَ وَاَتَيْنَاكَ بِالْحَقِّ وَاِنَّا لَصَادِقُوْنَ

তারা বলল, তারা যে বিষয়ে সন্দেহের মধ্যে ছিল আমরা তোমার নিকট তাই নিয়ে এসেছি। আমরা তোমার নিকট সত্য সংবাদ নিয়ে এসেছি। নিশ্চয় আমরা সত্যবাদী। (সূরা হিজর– ৬৩, ৬৪)

اِنَّا مُنْزِلُوْنَ عَلٰۤى اَهْلِ هٰذِهِ الْقَرْيَةِ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ

আমরা এ জনপদবাসীর উপর আকাশ হতে শাস্তি নাযিল করব, কারণ তারা পাপাচারে লিপ্ত ছিল।

(সূরা আনকাবূত– ৩৪)

পরের দিন সকালেই আযাব তাদেরকে গ্রাস করে ফেলল :

وَقَضَيْنَاۤ اِلَيْهِ ذٰلِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰۤؤُلَآءِ مَقْطُوْعٌ مُّصْبِحِيْنَ

আমি তাকে এ বিষয়ে ফায়সালা জানিয়ে দিলাম যে, প্রত্যুষে তাদেরকে স্বমূলে বিনাশ করে দেয়া হবে। (সূরা হিজর– ৬৬)

فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّنْ سِجِّيْلٍ مَّنْضُوْدٍ

অতঃপর যখন আমার আদেশ এসে গেল, তখন আমি জনপদকে উল্টিয়ে দিলাম এবং তাদের উপর ক্রমাগত প্রস্তর কঙ্কর বর্ষণ করলাম। (সূরা হুদু ৮২)

অপরাধীদের শাস্তি কাছেই থাকে :

مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَؕ وَمَا هِيَ مِنَ الظَّالِمِيْنَ بِبَعِيْدٍ

(আল্লাহর আযাব) যা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত এবং যা যালিমদের থেকে দূরে নয়। (সূরা হুদু ৮৩)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন