hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫২২
অধ্যায়- ৫ : মূসা (আঃ) এর হিজরত
এক মুমিন ব্যক্তি মূসা (আঃ) কে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের সংবাদ শুনাল :

وَجَآءَ رَجُلٌ مِّنْ اَقْصَى الْمَدِيْنَةِ يَسْعٰىؗ قَالَ يَا مُوْسٰۤى اِنَّ الْمَلَاَ يَأْتَمِرُوْنَ بِكَ لِيَقْتُلُوْكَ

নগরীর দূর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে এসে বলল, হে মূসা! পরিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে। (সূরা ক্বাসাস– ২০)

সে মূসা (আঃ) কে হিজরতের পরামর্শ দিল :

فَاخْرُجْ اِنِّيْ لَكَ مِنَ النَّاصِحِيْنَ

সুতরাং তুমি বাইরে চলে যাও; নিশ্চয় আমি তোমার মঙ্গলকামী। (সূরা ক্বাসাস– ২০)

মূসা (আঃ) দু‘আ করতে করতে বেরিয়ে পড়লেন :

فَخَرَجَ مِنْهَا خَآئِفًا يَّتَرَقَّبُؗ قَالَ رَبِّ نَجِّنِيْ مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ

অতঃপর সে ভীত ও সতর্ক অবস্থায় সেখান থেকে বের হয়ে পড়ল এবং বলল, হে আমার প্রতিপালক! যালিম সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। (সূরা ক্বাসাস– ২১)

তিনি আল্লাহর উপর ভরসা করে মাদইয়ানের দিকে রওয়ানা হলেন :

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْيَنَ قَالَ عَسٰى رَبِّۤيْ اَنْ يَّهْدِيَنِيْ سَوَآءَ السَّبِيْلِ

যখন মূসা মাদইয়ানের অভিমুখে যাত্রা শুরু করল তখন বলল, আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথপ্রদর্শন করবেন। (সূরা ক্বাসাস– ২২)

পথিমধ্যে একটি কূপে পশুকে পানি খাওয়াতে দেখলেন :

وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ

যখন সে মাদইয়ানের কূপের নিকট পৌঁছল তখন দেখল যে, একদল লোক তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে। (সূরা ক্বাসাস– ২৩)

দু’জন মেয়েকে অসহায় দেখতে পেয়ে তাদের সমস্যা জানতে চাইলেন :

وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدَانِۚ قَالَ مَا خَطْبُكُمَاؕ قَالَتَا لَا نَسْقِيْ حَتّٰى يُصْدِرَ الرِّعَآءُ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ

(মূসা দেখতে পেল যে) তাদের পেছনে দু’জন নারী তাদের পশুগুলোকে নিয়ন্ত্রণ করছে। তখন মূসা বলল, তোমাদের সমস্যা কী? তারা বলল, আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না, যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলোকে নিয়ে সরে যায়। তাছাড়া আমাদের পিতা খুবই বৃদ্ধ। (সূরা ক্বাসাস– ২৩)

তিনি তাদের পশুকে পানি পান করিয়ে দু‘আ করলেন :

فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰۤى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّيْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ

অতঃপর মূসা তাদের পক্ষ থেকে পশুগুলোকে পানি পান করিয়ে দিল। তারপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বলল, হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে অবশ্যই আমি তার মুখাপেক্ষী। (সূরা ক্বাসাস– ২৪)

মেয়েদের একজন এসে মূসা (আঃ) কে তাদের বাড়িতে নিয়ে গেল :

فَجَآءَتْهُ اِحْدَاهُمَا تَمْشِيْ عَلَى اسْتِحْيَآءٍؗ قَالَتْ اِنَّ اَبِيْ يَدْعُوْكَ لِيَجْزِيَكَ اَجْرَ مَا سَقَيْتَ لَنَا

তখন নারীদ্বয়ের একজন লাজুক অবস্থায় পায়ে হেঁটে তার নিকট আসল এবং বলল, আমাদের পশুগুলোকে পানি পান করানোর পারিশ্রমিক দেয়ার জন্য আমার পিতা আপনাকে আমন্ত্রণ করেছেন। (সূরা ক্বাসাস– ২৫)

মেয়েদের পিতা মূসা (আঃ) এর ঘটনা শুনে তাকে সান্ত্বনা দিলেন :

فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ

অতঃপর মূসা তার নিকট এসে সমস্ত ঘটনা বর্ণনা করলে সে বলল, ভয় করো না। তুমি তো যালিম সম্প্রদায়ের কবল থেকে বেঁচে গেছ। (সূরা ক্বাসাস– ২৫)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন