hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২৫৬
অধ্যায়- ৬ : কাফিরদের ব্যাপারে মুসলিমদের করণীয়
কাফিরদের সাথে যুদ্ধ করতে হবে :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِيْنَ يَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْيَجِدُوْا فِيْكُمْ غِلْظَةً

হে মুমিনগণ! কাফিরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সাথে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। (সূরা তাওবা- ১২৩)

তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكَافِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ

হে মুমিনগণ! তোমরা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। (সূরা নিসা- ১৪৪)

তাদের অনুসরণ করা যাবে না :

يَاۤ اَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللهَ وَلَا تُطِعِ الْكَافِرِيْنَ وَالْمُنَافِقِيْنَؕ اِنَّ اللهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا

হে নবী! আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের অনুসরণ করো না। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। (সূরা আহযাব- ১)

তাদেরকে সাহায্য করা যাবে না :

فَلَا تَكُوْنَنَّ ظَهِيْرًا لِّلْكَافِرِيْنَ

তুমি কখনো কাফিরদের সহায় হয়ো না। (সূরা ক্বাসাস- ৮৬)

তাদের তৎপরতা দেখে চিন্তিত হওয়া যাবে না :

وَلَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِۚ اِنَّهُمْ لَنْ يَّضُرُّوا اللهَ شَيْئًا

যারা দ্রুতগতিতে কুফরীর দিকে ধাবমান হচ্ছে, তুমি তাদের জন্য চিন্তিত হয়ো না। বস্তুত তারা আল্লাহর কোন অনিষ্ট করতে পারবে না। (সূরা আলে ইমরান- ১৭৬)

وَمَنْ كَفَرَ فَلَا يَحْزُنْكَ كُفْرُهٗۤ اِلَيْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا

কেউ কুফরী করলে তার কুফরী যেন তোমাকে চিন্তিত না করে। আমার কাছেই তাদের প্রত্যাবর্তনস্থল। অতঃপর তারা যা করত আমি তাদেরকে তা অবহিত করব। (সূরা লুক্বমান- ২৩)

তাদের বিলাসিতা দেখে ধোঁকায় পড়া যাবে না :

لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيْنَ كَفَرُوْا فِى الْبِلَادِ

নগরীতে কাফিরদের (বিলাসিতাপূর্ণ) চালচলন যেন তোমাকে প্রতারিত না করে। (সূরা আলে ইমরান- ১৯৬)

এসব তাদের জন্য উপকারী নয় :

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْاۤ اَنَّمَا نُمْلِيْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ

যারা অবিশ্বাস করেছে তারা যেন এটা ধারণা না করে যে, আমি তাদেরকে যে সুযোগ দিয়েছি তা তাদের নিজেদের জন্য কল্যাণকর। (সূরা আলে ইমরান- ১৭৮)

শানে নুযূল : কাফিররা বলত আমরা এখানে সুখশান্তিতে আছি। এতে বুঝা যায়, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট নন। অতএব পরকাল বলে কিছু থাকলে সেখানেও আমরা সুখেই থাকব। তখন তাদের প্রতিউত্তরে এ আয়াতটি নাযিল হয়।

তাদেরকে সামান্য অবকাশ দেয়া হচ্ছে :

اِنَّمَا نُمْلِيْ لَهُمْ لِيَزْدَادُوْاۤ اِثْمًا

নিশ্চয় আমি তাদেরকে অবকাশ দেই, যাতে করে তারা স্বীয় পাপে উন্নতি লাভ করতে পারে। (সূরা আলে ইমরান- ১৭৮)

কাফিরদের উপর বিজয়ী হওয়ার দু‘আ :

رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ধৈর্যধারণ করার শক্তি দান করুন এবং আমাদেরকে (হকের উপর) প্রতিষ্ঠিত রাখুন। আর আপনি আমাদেরকে কাফির সম্প্রদায়ের উপর সাহায্য করুন। (সূরা বাক্বারা- ২৫০)

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَاۤ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে কাফিরদের জন্য পরীক্ষার বস্তুতে পরিণত করবেন না। হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাবান। (সূরা মুমতাহিনা- ৫)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন