hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৮৬
অধ্যায়- ২ : পিতামাতার সাথে সদ্ব্যবহার
মানুষের উপর আল্লাহর পরে সবচেয়ে বেশি হক হচ্ছে পিতামাতার। সন্তানকে পিতামাতার প্রতি আনুগত্যশীল হতে হবে। সর্বদা তাদের সেবা করে যেতে হবে। বিশেষ করে বৃদ্ধ বয়সে ঠিক তেমনিভাবে পিতামাতার সেবা করতে হবে, যেমনিভাবে পিতামাতা শিশুকালে তাদেরকে লালন-পালন করেছেন। মুসলিমদের শিষ্টাচারের ক্ষেত্রে পিতামাতার প্রতি আনুগত্য এবং তাদের অধিকারের রক্ষণাবেক্ষণকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলাম চিরকালের জন্য এ নীতি নির্ধারণ করে দিয়েছে যে, ইসলামী রাষ্ট্র তার আইন, ব্যবস্থাপনা ও শিক্ষানীতির মাধ্যমে পরিবার নামক প্রতিষ্ঠানকে শক্তিশালী ও সংরক্ষিত রাখার চেষ্টা করবে।

আল্লাহর হক আদায়ের পরেই পিতামাতার হক আদায় করতে হবে :

وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْاۤ اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا

তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ব্যতীত অন্য কারো ইবাদাত করো না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। (সূরা বনী ইসরাঈল- ২৩)

তাদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহর নির্দেশ :

وَاعْبُدُوا اللهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْئًا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا

তোমরা আল্লাহর ইবাদাত করবে, তাঁর সাথে কাউকে শরীক করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। (সূরা নিসা- ৩৬)

পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে :

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصَالُهٗ فِيْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِيْ وَلِوَالِدَيْكَؕ اِلَيَّ الْمَصِيْرُ

আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তাকে পূর্ণ দু’বছর দুধ পান করিয়েছে। সুতরাং আমার কৃতজ্ঞ হও এবং তোমার মাতা-পিতার (কৃতজ্ঞ হও)। অবশেষে আমার কাছেই ফিরে আসতে হবে। (সূরা লুক্বমান- ১৪)

বিশেষভাবে বৃদ্ধ বয়সে তাদের প্রতি যত্নবান হতে হবে :

اِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا

তাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ‘উফ’ শব্দ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিয়ো না। আর তাদের সাথে সম্মানসূচক কথা বলো। (সূরা বনী ইসরাঈল- ২৩)

আচরণের ক্ষেত্রে তাদের সাথে বিনয় ও নম্রতা প্রদর্শন করতে হবে :

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ

তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও। (সূরা বনী ইসরাঈল- ২৪)

পিতামাতার জন্য টাকা-পয়সা খরচ করতে হবে :

يَسْاَلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَؕ قُلْ مَاۤ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتَامٰى وَالْمَسَاكِيْنِ وَابْنِ السَّبِيْلِؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللهَ بِهٖ عَلِيْمٌ

লোকেরা তোমাকে জিজ্ঞেস করে, তারা কী ব্যয় করবে? বলে দাও, তোমরা ধনসম্পদ হতে যা ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতীম ও পথিকদের জন্য ব্যয় করো। আর তোমরা যেসব সৎকর্ম কর নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে অবগত। (সূরা বাক্বারা- ২১৫)

মাতা-পিতা অমুসলিম হলেও দুনিয়াতে ভালো ব্যবহার করতে হবে :

وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا

আর দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার কর। (সূরা লুক্বমান- ১৫)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন