hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৭৫
অধ্যায়- ১৬ : সন্তান প্রতিপালন
আল্লাহ যাকে যেমন চান সন্তান দান করেন :

لِلّٰهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْاَرْضِؕ يَخْلُقُ مَا يَشَآءُؕ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًاۚ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًاؕ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ

আকাশমন্ডলী ও পৃথিবীর কর্তৃত্ব আল্লাহরই, তিনি যা ইচ্ছা তা-ই সৃষ্টি করেন; তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে নিঃসন্তান (বন্ধ্যা) করেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। (সূরা শূরা- ৪৯, ৫০)

দুধ পান করানোর পূর্ণ মেয়াদ দু’বছর :

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ

যারা দুধ পান করানোর সময় পূর্ণ করতে চায়, সেসব মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু’বছর দুধ পান করাবে। (সূরা বাক্বারা- ২৩৩)

ইচ্ছা করলে দু’বছরের কমেও দুধ ছাড়ানো যায় :

فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا

অতঃপর পিতামাতা যদি উভয়ের পরামর্শ ও সমুতষ্টির ভিত্তিতে (দু’বছর পূর্ণ হওয়ার আগেই) দুধ খাওয়ানো বন্ধ করতে চায়, তবে তাদের কোন গোনাহ হবে না। (সূরা বাক্বারা- ২৩৩)

বিনিময় দিয়ে অপর মহিলার মাধ্যমে দুধ পান করানো যায় :

وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْاۤ اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّاۤ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِؕ وَاتَّقُوا اللهَ وَاعْلَمُوْاۤ اَنَّ اللهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ

আর যদি তোমরা (ধাত্রী দিয়ে) তোমাদের সন্তানদেরকে দুধ পান করিয়ে নিতে চাও, তাতেও তোমাদের কোন গোনাহ হবে না যদি তোমরা বিধি মোতাবেক তাদের বিনিময় দিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো। জেনে রেখো, তোমরা যা কর অবশ্যই আল্লাহ তা দেখেন। (সূরা বাক্বারা- ২৩৩)

স্ত্রী তালাকপ্রাপ্তা হলে সন্তানের পিতা খরচ বহন করবে :

وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ

পিতার দায়িত্ব হলো বিধিসম্মতভাবে বাচ্চার মায়ের ভরণ-পোষণ দেয়া। (সূরা বাক্বারা- ২৩৩)

মাতা-পিতা কাউকেই কষ্টে ফেলা উচিৎ নয় :

لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَاۚ لَا تُضَآرَّ وَالِدَةٌ ۢبِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ

কোন মানুষকে তার সাধ্যের বাহিরে কষ্ট দেয়া হয় না। সুতরাং কোন মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। আবার কোন পিতাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। (সূরা বাক্বারা- ২৩৩)

পিতা না থাকলে সন্তানের অভিভাবক দায়িত্ব নেবে :

وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰلِكَ

আর ওয়ারিশদের উপরও অনুরূপ দায়িত্ব বর্তাবে। (সূরা বাক্বারা- ২৩৩)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন