hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২৮৯
অধ্যায়- ১৩ : কৃপণতা করা
মানুষ সাধারণত কৃপণ হয়ে থাকে :

قُلْ لَّوْ اَنْتُمْ تَمْلِكُوْنَ خَزَآئِنَ رَحْمَةِ رَبِّۤيْ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْيَةَ الْاِنْفَاقِؕ وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا

বলো, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভান্ডারের অধিকারী হতে, তবুও ‘ব্যয় হয়ে যাবে’- এ আশঙ্কায় সেটা ধরে রাখতে; নিশ্চয় মানুষ অতিশয় কৃপণ। (সূরা বনী ইসরাঈল- ১০০)

وَاُحْضِرَتِ الْا َنْفُسُ الشُّحَّ

আর নফসসমূহ সহজেই কৃপণতার দিকে ঝুঁকে পড়ে। (সূরা নিসা- ১২৮)

সম্পদ হাতে আসলে মানুষ কৃপণ হয়ে যায় :

وَمِنْهُمْ مَّنْ عَاهَدَ اللهَ لَئِنْ اٰتَانَا مِنْ فَضْلِهٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصَّالِحِيْنَ فَلَمَّاۤ اٰتَاهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ

তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নিকট অঙ্গীকার করেছিল যে, যদি আল্লাহ নিজ কৃপায় আমাদেরকে দান করেন, তবে নিশ্চয় আমরা সাদাকা দেব এবং অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন তিনি নিজ কৃপায় তাদেরকে দান করলেন, তখন তারা এ বিষয়ে কার্পণ্য করল এবং বিরুদ্ধ ভাবাপন্ন হয়ে মুখ ফিরিয়ে নিল। (সূরা তাওবা- ৭৫, ৭৬)

কৃপণরা সম্পদকে চিরস্থায়ী মনে করে :

اَلَّذِيْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ

যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে। সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। (সূরা হুমাযাহ্- ২, ৩)

কৃপণরা জিহাদে সম্পদ ব্যয় করতে চায় না :

هَاۤ اَنْتُمْ هٰۤؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِيْ سَبِيْلِ اللهِۚ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ

দেখো, তোমাদেরকে আল্লাহর পথে মাল খরচ করার জন্য আহবান করা হয়; কিন্তু তোমাদের মধ্যে কতক লোক এতে কৃপণতা করছে। (সূরা মুহাম্মাদ- ৩৮)

কৃপণতা নিজের ক্ষতি ডেকে আনে :

وَمَنْ يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّفْسِهٖؕ وَاللهُ الْغَنِيُّ وَاَنْتُمُ الْفُقَرَآءُ

যে কৃপণতা করছে সে আসলে নিজের সাথে নিজেই কৃপণতা করছে। (প্রকৃতপক্ষে) আল্লাহ অভাবমুক্ত এবং তোমরাই অভাবগ্রস্ত। (সূরা মুহাম্মাদ- ৩৮)

আল্লাহ কৃপণদেরকে ভালোবাসেন না :

وَاللهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ اَلَّذِيْنَ يَبْخَلُوْنَ وَيَأْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ

আল্লাহ উদ্ধত ও অহংকারীদেরকে পছন্দ করেন না। (তারা এমন লোক) যারা কার্পণ্য করে এবং মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয়। (সূরা হাদীদ- ২৩, ২৪)

اِنَّ اللهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرًا اَلَّذِيْنَ يَبْخَلُوْنَ وَيَأْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُوْنَ مَاۤ اٰتَاهُمُ اللهُ مِنْ فَضْلِهٖؕ وَاَعْتَدْنَا لِلْكَافِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا

নিশ্চয় আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। (তারা এমন লোক) যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়; আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে। সুতরাং আমি কাফিরদের জন্য আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। (সূরা নিসা- ৩৬, ৩৭)

কৃপণের সম্পদ তার কোন উপকারে আসে না :

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتَاهُمُ اللهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْرًا لَّهُمْ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ

আল্লাহ যাদেরকে স্বীয় প্রতিদান হতে কিছু দান করেছেন সে বিষয়ে যারা কার্পণ্য করে, তারা যেন এরূপ ধারণা না করে যে, ওটা তাদের জন্য কল্যাণকর; বরং ওটা তাদের জন্য ক্ষতিকর। (সূরা আলে ইমরান- ১৮০)

এ সম্পদ কিয়ামতের দিন গলার বেড়ি হবে :

سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيَامَةِ

তারা যে বিষয়ে কৃপণতা করেছে, কিয়ামত দিবসে ওটাই তাদের গলার বেড়িতে পরিণত হবে। (সূরা আলে ইমরান- ১৮০)

কৃপণকে জাহান্নামে নিক্ষেপ করা হবে :

وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ اَلَّذِيْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ كَلَّا لَيُنْۢبَذَنَّ فِى الْحُطَمَةِ وَمَاۤ اَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللهِ الْمُوْقَدَةُ اَلَّتِيْ تَطَّلِعُ عَلَى الْاَفْئِدَةِ اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌ فِيْ عَمَدٍ مُّمَدَّدَةٍ

প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ, যে অর্থ সঞ্চয় করে ও গণনা করে। সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে চূর্ণবিচূর্ণকারী আগুনের মধ্যে। তুমি কি জান, চূর্ণবিচূর্ণকারী আগুন কেমন? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে। এতে তাদেরকে বেঁধে দেয়া হবে, লম্বা লম্বা খুঁটিতে। (সূরা হুমাযাহ)

সংকীর্ণমনতা থেকে বেঁচে থাকাই সফলতা লাভের উপায় :

وَمَنْ يُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ

যারা নিজেদেরকে কৃপণতা হতে মুক্ত করেছে তারাই সফলকাম। (সূরা হাশর- ৯)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন