hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৩৪২
অধ্যায়- ৩ : ধনসম্পদের ফিতনা
অধিক প্রাচুর্য্য অনেকের আকীদা-বিশ্বাস নষ্ট করে দেয় :

اَفَرَاَيْتَ الَّذِيْ كَفَرَ بِاٰيَاتِنَا وَقَالَ لَاُوْتَيَنَّ مَالًا وَّوَلَدًا اَطَّلَعَ الْغَيْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا كَلَّا سَنَكْتُبُ مَا يَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا وَنَرِثُهٗ مَا يَقُوْلُ وَيَاْتِيْنَا فَرْدًا

তুমি কি লক্ষ্য করেছ সে ব্যক্তিকে, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে ধনসম্পদ ও সমত্মানসমত্মতি দেয়া হবেই। সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হয়েছে অথবা দয়াময়ের নিকট হতে কোন প্রতিশ্রুতি লাভ করেছে? কখনই নয়, তারা যা বলে আমি তা লিখে রাখব এবং তাদের শাসিত্ম বৃদ্ধি করতে থাকব। সে যে বিষয়ের কথা বলে তা আমার অধিকারেই থাকবে এবং সে আমার নিকট আসবে একা। (সূরা মারইয়াম, ৭৭-৮০)

ব্যাখ্যা : খাববাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আস ইবনে ওয়ায়িল-এর কাছে আমার কিছু পাওনা ছিল। এটা আদায়ের জন্য আমি তার নিকট গেলাম। সে বলল, যে পর্যন্ত তুমি মুহাম্মাদকে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাওনা দেব না। এ কথা শুনে আমি তাকে বললাম, তুমি মরার পর আবার জীবিত হয়ে আসলেও আমি কখনো মুহাম্মাদ ﷺ কে অস্বীকার করব না। সে বলল, আমি কি মৃত্যুর পর আবার জীবিত হয়ে উঠব? তাহলে তখনই আমি আমার সম্পদ এবং সন্তানাদি লাভ করে তোমার পাওনা পরিশোধ করব। তখন এ আয়াতটি অবতীর্ণ হয়। (সহীহ মুসলিম, হা/৬৯৫৫)

সম্পদ বেশি হলে অনেক সময় মানুষ অবাধ্য হয়ে যায় :

كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰى اَنْ رَّاٰهُ اسْتَغْنٰى

সাবধান! মানুষ সীমালঙ্ঘন করবেই। এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। (সূরা আলাক্ব- ৬, ৭)

তারা পরকালে পরিতাপ করবে :

يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَاۤ اَغْنٰى عَنِّيْ مَالِيَهْ هَلَكَ عَنِّيْ سُلْطَانِيَهْ

হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ (পরিণতি) হতো! আমার ধনসম্পদ আমার কোন কাজেই আসল না। আর আমার ক্ষমতাও বিনাশ হয়ে গেল। (সূরা হাক্কাহ, ২৭-২৯)

কাফিরদের সম্পদ কোন কাজে আসবে না :

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِيَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللهِ شَيْئًاؕ وَاُولٰٓئِكَ هُمْ وَقُوْدُ النَّارِ

নিশ্চয় যারা কুফরী করেছে তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি কোন কাজে আসবে না। আর তারাই জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। (সূরা আলে ইমরান- ১০)

আবু লাহাবের সম্পদ কোন কাজে আসেনি :

تَبَّتْ يَدَاۤ اَبِيْ لَهَبٍ وَّتَبَّ مَاۤ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَ سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَاَتُهٗ حَمَّالَةَ الْحَطَبِ فِيْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ

আবু লাহাবের দু’হাতই ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক সে নিজেও; তার ধনসম্পদ ও আয়-উপার্জন তার কোন কাজে আসেনি। অচিরেই সে লেলিহান শিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে। সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারিণী তার স্ত্রীও (অবস্থা দেখে মনে হবে) তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোন রশি জড়ানো আছে। (সূরা লাহাব)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন