hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২১৫
অধ্যায়- ৯ : অনুগত থাকা
মুমিনের উত্তম গুণ হলো অনুগত থাকা :

اَلصَّابِرِيْنَ وَالصَّادِقِيْنَ وَالْقَانِتِيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ

(মুমিনদের গুণগুলোর মধ্যে অন্যতম হলো) তারা ধৈর্যশীল, সত্যবাদী, বিনয়ী, দানকারী এবং শেষরাত্রে ক্ষমা প্রার্থনাকারী। (সূরা আলে ইমরান- ১৭)

সৎ নারীর বিশেষ বৈশিষ্ট্য অনুগত থাকা :

فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللهُ

সুতরাং সতী-সধ্বী নারীরা একান্ত অনুগত হয় এবং তারা লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যা সংরক্ষিত করতে বলেছেন তা হেফাজত করে। (সূরা নিসা- ৩৪)

আল্লাহ অনুগতদেরকে বিরাট পুরস্কার দান করবেন :

وَمَنْ يَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَاۤ اَجْرَهَا مَرَّتَيْنِ وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيْمًا

তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করবে ও সৎকাজ করবে, আমি তাকে দ্বিগুণ পুরস্কার দান করব। আর আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি সম্মানজনক জীবিকা। (সূরা আহযাব- ৩১)

ইবরাহীম (আঃ) ছিলেন আল্লাহর অনুগত বান্দা :

اِنَّ اِبْرَاهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًاؕ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَ

নিশ্চয় ইবরাহীম ছিলেন এক উম্মত (এক উম্মতের সমমর্যাদাবান)। তিনি ছিলেন আল্লাহর অনুগত ও একনিষ্ঠ। আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। (সূরা নাহল- ১২০)

মারইয়াম (আঃ) ছিলেন আল্লাহর অনুগত মহিলা :

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِيْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقَانِتِيْنَ

(আল্লাহ আরো দৃষ্টান্ত দিচ্ছেন) ইমরানের কন্যা মারইয়ামের- যিনি তাঁর সতীত্ব রক্ষা করেছিলেন, ফলে আমি তাঁর মধ্যে আমার রূহ হতে (একটি রূহ) ফুঁকে দিয়েছিলাম। অতঃপর তিনি তাঁর প্রতিপালকের বাণী ও তাঁর কিতাবসমূহকে সত্য বলে গ্রহণ করেছিলেন; তিনি (মারইয়াম) ছিলেন আনুগত্যশীল নারীদের মধ্যে একজন। (সূরা তাহরীম- ১২)

বিশ্বের সবকিছুই আল্লাহর অনুগত :

وَلَهٗ مَنْ فِى السَّمَاوَاتِ وَالْاَرْضِؕ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ

আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই তাঁর এবং সকলেই তাঁর অনুগত। (সূরা রূম- ২৬)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন