hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২১১
অধ্যায়- ৫ : ইখলাস বা একনিষ্ঠতা
আল্লাহর দাসত্ব করতে হবে একনিষ্ঠভাবে :

اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ فَاعْبُدِ اللهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَ

আমি তোমার প্রতি এ কিতাব সত্যসহ নাযিল করেছি। অতএব নিষ্ঠার সাথে তুমি আল্লাহর ইবাদাত করো। (সূরা যুমার- ২)

মানুষকে নিষ্ঠার সাথে ইবাদাত করতে আদেশ দেয়া হয়েছে :

وَمَاۤ اُمِرُوْاۤ اِلَّا لِيَعْبُدُوا اللهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ حُنَفَآءَوَيُقِيْمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ

তাদেরকে এছাড়া আর কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদাত করবে, নামায প্রতিষ্ঠা করবে ও যাকাত দেবে। আর এটাই হচ্ছে সঠিক দ্বীন। (সূরা বায়্যিনাহ- ৫)

اَ لَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ

জেনে রেখো, একনিষ্ঠ ইবাদাত একমাত্র আল্লাহরই জন্য। (সূরা যুমার- ৩)

আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতে হবে :

فَادْعُوا اللهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ

সুতরাং তোমরা আল্লাহকে তাঁর ইবাদাতে একনিষ্ঠ হয়ে ডাকো। (সূরা মু’মিন- ১৪)

বিপদে পড়লে মানুষ নিষ্ঠার সাথে আল্লাহকে ডাকে :

وَاِذَا غَشِيَهُمْ مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَۚ فَلَمَّا نَجَّاهُمْ اِلَى الْبَرِّ فَمِنْهُمْ مُّقْتَصِدٌ

যখন (সাগরে) পর্বতের ন্যায় ঢেউগুলো তাদেরকে ঘিরে ফেলে তখন তারা খাঁটি মনে আল্লাহকে আহবান করতে থাকে। কিন্তু যখন তিনি তাদেরকে রক্ষা করে স্থলভাগের দিকে আনেন, তখন তাদের মধ্যে কিছু লোক সৎপথে থাকে। (সূরা লুক্বমান- ৩২)

ব্যাখ্যা : সামুদ্রিক ঝড়ের সময় সবাই শিরক ও নাস্তিক্যবাদ পরিহার করে এক আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু নিরাপদে উপকূলে পেঁঁŠছার পর অল্প সংখ্যক লোকই এ অভিজ্ঞতা থেকে স্থায়ী শিক্ষা লাভ করে।

শয়তান একনিষ্ঠ বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারে না :

قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِيْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَ اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ

ইবলিস বলল, হে আমার প্রতিপালক! তুমি যেভাবে আমাকে বিপথগামী করে দিলে অবশ্যই আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের (গোনাহের কাজসমূহ) শোভন করে তুলব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়ব। তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা তাদেরকে ব্যতীত। (সূরা হিজর- ৩৯, ৪০)

বাহ্যিক কাঠামো নয়, বরং অন্তরের তাক্বওয়াই আল্লাহর কাছে পৌঁছে :

لَنْ يَّنَالَ اللهَ لُحُوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ

আল্লাহর নিকট তার গোশত ও রক্ত কোনকিছুই পৌঁছে না, বরং তোমাদের তাক্বওয়াই তাঁর নিকট পৌঁছে।

(সূরা হজ্জ- ৩৭)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন