hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২৫৯
অধ্যায়- ২ : শিরকের ভিত্তি
শিরকের কোন ভিত্তি নেই :

وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَؕ قُلْ سَمُّوْهُمْؕ اَمْ تُنَبِّئُوْنَهٗ بِمَا لَا يَعْلَمُ فِى الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ

তারা আল্লাহর সাথে বহু শরীক স্থাপন করেছে। বলো, তোমরা তাদের পরিচয় দাও। তোমরা কি পৃথিবীর মধ্যে এমন কোন বিষয়ের ব্যাপারে সংবাদ দিতে চাও- যা তিনি জানেন না? নাকি এটা বাহ্যিক কথা মাত্র? (সূরা রা‘দ- ৩৩)

قُلْ اَرَاَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللهِ اَرُوْنِيْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمَاوَاتِؕ اِيْتُوْنِيْ بِكِتَابٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثَارَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صَادِقِيْنَ

বলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহবান করে থাক, তাদের কথা কি কখনো ভেবে দেখেছ? তারা দুনিয়াতে কী কী সৃষ্টি করেছে তা আমাকে একটু দেখাও। অথবা আসমান (সৃষ্টিতে) কি তাদের কোন অংশীদারিত্ব আছে? তোমরা যদি (তোমাদের কথায়) সত্যবাদী হয়ে থাক, তাহলে (এর প্রমাণ হিসেবে) আগের কোন (আসমানী) কিতাব বা (সবার কাছে) স্বীকৃত কোন ইলিম পেশ করো। (সূরা আহকাফ- ৪)

শিরকের কোন দলীল-প্রমাণ নেই :

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطَانًا وَّمَا لَيْسَ لَهُمْ بِه عِلْمٌ

তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদাত করে, যার সম্পর্কে তিনি কোন দলীল প্রেরণ করেননি এবং যার সম্বন্ধে তাদের কোন জ্ঞান নেই। (সূরা হজ্জ- ৭১)

مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهۤ اِلَّاۤ اَسْمَآءً سَمَّيْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللهُ بِهَا مِنْ سُلْطَانٍ

তোমরা তাকে ছেড়ে যাদের ইবাদাত করছ, সেগুলো তো কতিপয় নাম মাত্র। এ নামগুলো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরাই রেখেছ, যে ব্যাপারে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। (সূরা ইউসুফ- ৪০)

শিরকের ভিত্তি হলো অনুমান :

وَمَا يَتَّبِعُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللهِ شُرَكَآءَ ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ

যারা আল্লাহ ব্যতীত অপরকে অংশীদার হিসেবে ডাকে, তারা কিসের অনুসরণ করে? তারা তো কেবল ধারণা ও অনুমানের অনুসরণ করে থাকে। (সূরা ইউনুস- ৬৬)

ব্যাখ্যা : কেবল তাওহীদের ব্যাপারেই ঐক্যমত্য হওয়া সম্ভব। শিরকের ব্যাপারে ঐক্যমত্য হওয়া সম্ভব নয়। কোন্ কোন্ সত্তা আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম হতে পারে- সে ব্যাপারে দুনিয়ার মুশরিকরা কখনো একমত পোষণ করতে পারেনি। কারো কাছে দেব-দেবীরা এর মাধ্যম। কারো কাছে চাঁদ, সূর্য, মঙ্গল ও বৃহস্পতি এর মাধ্যম। কারো মতে মৃত মহাপুরুষগণ এর মাধ্যম। কিন্তু এদের মধ্যেও অনেক মতামত বিদ্যমান। কারণ এসব ধারণা কোন জ্ঞানের ভিত্তিতে গড়ে উঠেনি কিংবা আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে এমন কোন তালিকাও আসেনি যাতে বলা হয়েছে, অমুক ও অমুক ব্যক্তি আমার বিশেষ নৈকট্যপ্রাপ্ত। এসব আকীদা কেবল কুসংস্কার ও অন্ধভক্তি মাত্র। পূর্বপুরুষদের অন্ধ অনুসরণের কারণে মানুষের মধ্যে তা বিস্তার লাভ করেছে।

মুশরিকদের ধারণা :

وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنَاهُمْؕ مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ اِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ اَمْ اٰتَيْنَاهُمْ كِتَابًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ

তারা বলে, দয়াময় আল্লাহ ইচ্ছা করলে আমরা এদের পূজা করতাম না। এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই; তারা তো শুধু অনুমানের উপর ভিত্তি করে কথা বলে। আমি কি তাদেরকে এর (কুরআনের) পূর্বে এমন কোন কিতাব দিয়েছিলাম, যা তারা দৃঢ়ভাবে ধারণ করে আছে? (সূরা যুখরুফ- ২০, ২১)

ব্যাখ্যা : মুশরিকরা আল্লাহর সার্বভৌম ক্ষমতা বা দাসত্বে অন্যকে শরীক করার কথা বলে। অথবা এ কথা বলে যে, নিজের বান্দাদের হেদায়াত ও গোমরাহীর ব্যাপারে আল্লাহর কোন আগ্রহ নেই এবং তিনি আমাদের পথ দেখানোর জন্য কোন কিতাব বা নবী পাঠাননি। বরং তিনি আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। সুতরাং যেভাবে ইচ্ছা আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। অথবা বলে, আল্লাহ আমাদেরকে খেলাচ্ছলে সৃষ্টি করেছেন এবং এভাবেই আমাদেরকে দুনিয়া হতে তুলে নেবেন। তাঁর সামনে আমাদের কোন জবাবদিহি করতে হবে না। কাজেই আমাদের কোন পুরস্কার বা শাস্তিও লাভ করতে হবে না।

শিরকের ভিত্তি হলো পূর্ববর্তীদের অন্ধ অনুসরণ :

بَلْ قَالُوْاۤ اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤى اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤى اٰثَارِهِمْ مُّهْتَدُوْنَ وَكَذٰلِكَ مَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِيْ قَرْيَةٍ مِّنْ نَّذِيْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤى اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤى اٰثَارِهِمْ مُّقْتَدُوْنَ قَالَ اَوَلَوْ جِئْتُكُمْ بِاَهْدٰى مِمَّا وَجَدْتُّمْ عَلَيْهِ اٰبَآءَكُمْؕ قَالُوْاۤ اِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كَافِرُوْنَ

বরং তারা বলে, আমরা তো আমাদের পূর্বপুরুষদের পেয়েছি এক মতাদর্শের উপর এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে হেদায়াতপ্রাপ্ত হয়েছি। অনুরূপভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই কোন সতর্ককারী প্রেরণ করেছি তখন তাদের সমৃদ্ধশালী ব্যক্তিরা বলত, আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক মতাদর্শের উপর এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি। তখন সে (সতর্ককারী) বলত, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে পথে পেয়েছ, আমি যদি তোমাদের জন্য তার চেয়ে উত্তম পথনির্দেশ আনয়ন করি তবুও কি (তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে)? তারা বলত, তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি। (সূরা যুখরুফ, ২২-২৪)

فَلَا تَكُ فِيْ مِرْيَةٍ مِّمَّا يَعْبُدُ هٰۤؤُلَآءِؕ مَا يَعْبُدُوْنَ اِلَّا كَمَا يَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُؕ وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِيْبَهُمْ غَيْرَ مَنْقُوْصٍ

সুতরাং তারা যাদের ইবাদাত করে তাদের সম্বন্ধে সংশয়ে থেকো না। ইতোপূর্বে তাদের পিতৃপুরুষরা যাদের ইবাদাত করত, তারা তো তাদেরই ইবাদাত করে। অবশ্যই আমি তাদেরকে তাদের প্রাপ্য কমানো ছাড়াই পুরোপুরিভাবে দিয়ে দেব। (সূরা হুদ- ১০৯)

ব্যাখ্যা : যারা বিভিন্নভাবে শিরকের মধ্যে লিপ্ত রয়েছে তারা এ সবকিছু ইলমের ভিত্তিতে করেনি; বরং নিছক ধারণা ও অনুমানের ভিত্তিতে করেছে। আর যারা এসব ধর্মীয় ও পার্থিব নেতাদের অনুসরণ করেছে, তারাও জেনে-বুঝে তা করেনি; বরং এ ধারণার ভিত্তিতে তাদের আনুগত্য করেছে যে, যখন এত বড় বড় লোক এ কথা বলেছেন, আমাদের বাপ-দাদারাও যেহেতু তাদের মান্য করে এসেছেন এবং দুনিয়ার অধিকাংশ লোকও যেহেতু তাদের অনুসরণ করছে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে যাব কেন?

শিরকের ভিত্তি হলো তাকদীরের প্রতি অবাস্তব ধারণা :

وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنَاهُمْؕ مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ اِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ

তারা বলে, দয়াময় আল্লাহ ইচ্ছা করলে আমরা এদের পূজা করতাম না। এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই; তারা তো শুধু ধারণার উপর ভিত্তি করে কথা বলে। (সূরা যুখরুফ- ২০)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন