hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫২৩
অধ্যায়- ৬ : মূসা (আঃ) এর বিবাহ
এক বোন মূসা (আঃ) কে কর্মচারী হিসেবে রাখার আবেদন করল :

قَالَتْ اِحْدَاهُمَا يَاۤ اَبَتِ اسْتَأْجِرْهُ

তাদের একজন বলল, হে পিতা! তুমি তাকে মজুর নিযুক্ত করো। (সূরা ক্বাসাস– ২৬)

সে মূসা (আঃ) এর যোগ্যতা বর্ণনা করল :

اِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْاَمِيْنُ

তোমার মজুর হিসেবে উত্তম হবে সে ব্যক্তি, যে শক্তিশালী ও বিশ্বস্ত। (সূরা ক্বাসাস– ২৬)

পিতা একটি শর্ত সাপেক্ষে একজন মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন :

قَالَ اِنِّۤيْ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلٰۤى اَنْ تَأْجُرَنِيْ ثَمَانِيَ حِجَجٍۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَؕ سَتَجِدُنِۤيْ اِنْ شَآءَ اللهُ مِنَ الصَّالِحِيْنَ

সে (মূসাকে) বলল, আমি আমার এ কন্যাদ্বয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। তবে এ শর্তে যে, তুমি আট বৎসর আমার কাজ করবে। আর যদি তুমি দশ বৎসর পূর্ণ কর, তবে তা তোমার ইচ্ছা। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে সদাচারী হিসেবেই পাবে। (সূরা ক্বাসাস– ২৭)

মূসা (আঃ) এতে রাজী হয়ে গেলেন :

قَالَ ذٰلِكَ بَيْنِيْ وَبَيْنَكَؕ اَيَّمَا الْاَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَيَّؕ وَاللهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ

মূসা বলল, আমার ও আপনার মধ্যে এ চুক্তিই রইল। এ দু’টি মেয়াদের কোন একটি আমি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না। আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার সাক্ষী। (সূরা ক্বাসাস– ২৮)

তিনি কয়েক বছর শ্বশুর বাড়িতে থাকলেন :

فَلَبِثْتَ سِنِيْنَ فِۤيْ اَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلٰى قَدَرٍ يَّا مُوْسٰى

অতঃপর তুমি কয়েক বৎসর মাদইয়ানবাসীদের মধ্যে ছিলে। হে মূসা! এরপর তুমি নির্ধারিত সময়ে (তোমার সম্প্রদায়ের কাছে) উপস্থিত হলে। (সূরা ত্বা–হা– ৪০)

মূসা (আঃ) এর স্বদেশ প্রত্যাবর্তন :

فَلَمَّا قَضٰى مُوْسَى الْاَجَلَ وَسَارَ بِاَهْلِهٖۤ اٰنَسَ مِنْ جَانِبِ الطُّوْرِ نَارًاۚ قَالَ لِاَهْلِهِ امْكُثُوْاۤ اِنِّۤيْ اٰنَسْتُ نَارًا لَّعَلِّيْۤ اٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ جَذْوَةٍ مِّنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ

অতঃপর যখন মূসা তার মেয়াদ পূর্ণ করে স্বপরিবারে যাত্রা শুরু করল, তখন সে তূর পর্বতের দিকে আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পাচ্ছি। সম্ভবত আমি সেখান হতে তোমাদের জন্য কোন খবর আনতে পারব অথবা একখন্ড জ্বলন্ত কাঠ আনতে পারব, যাতে তোমরা আগুন পোহাতে পার। (সূরা ক্বাসাস– ২৯)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন