hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৩৯৫
অধ্যায়- ১৩ : জান্নাতীদের বিভিন্ন দল এবং কাতার
اَلْمُقَرَّبِيْنَ (মুকার্রাবীন) নৈকট্যপ্রাপ্ত :

فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِيْنَ فَرَوْحٌ وَّرَيْحَانٌ وَّجَنَّةُ نَعِيْمٍ

যারা নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তারা সুখ, উত্তম রিযিক ও নিয়ামতপূর্ণ জান্নাতে অবস্থান করবে। (সূরা ওয়াক্বিয়া– ৮৮, ৮৯)

اَصْحَابِ الْيَمِيْنِ (আস্হাবুল ইয়ামীন) ডানপন্থী :

وَاَمَّاۤ اِنْ كَانَ مِنْ اَصْحَابِ الْيَمِيْنِ فَسَلَامٌ لَّكَ مِنْ اَصْحَابِ الْيَمِيْنِ

আর যদি সে ডান পাশের কেউ হয়, তাহলে (তাকে এই বলে অভিনন্দন জানানো হবে) তোমার জন্য রয়েছে (আল্লাহর পক্ষ থেকে) শান্তি (আর শান্তি, কারণ) তুমি তো (ছিলে) ডানপন্থিদেরই (একজন)। (সূরা ওয়াক্বিয়া– ৯০, ৯১)

জান্নাতীদের সামনে নূর চমকাতে থাকবে :

يَوْمَ تَرَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ يَسْعٰى نُوْرُهُمْ بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ

সেদিন তুমি দেখবে ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের সামনে ও ডানে তাদের নূর চমকাবে। (তখন তাদেরকে) বলা হবে, আজ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। (সূরা হাদীদু ১২)

জান্নাতকে নিকটবর্তী করা হবে :

وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِيْنَ غَيْرَ بَعِيْدٍ هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِيْظٍ

জান্নাতকে মুত্তাক্বীদের নিকটবর্তী করা হবে, কোন দূরত্ব থাকবে না। বলা হবে, এটা সেই জান্নাত যার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল প্রত্যেক তাওবাকারী ও আল্লাহর বিধানের হেফাজতকারীদের জন্য। (সূরা ক্বাফু ৩১, ৩২)

ব্যাখ্যা : আল্লাহ তা‘আলার আদালতে কোন ব্যক্তি সম্পর্কে যেই মাত্র ফায়সালা হবে যে, সে মুত্তাক্বী এবং জান্নাতলাভের উপযুক্ত, তৎক্ষণাৎ সে তার সামনে জান্নাতকে বিদ্যমান পাবে। জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য তাকে কোন দূরত্ব অতিক্রম করতে হবে না। তাকে পায়ে হেঁটে কিংবা কোন বাহনে বসে ভ্রমণ করে সেখানে পৌঁছতে হবে না। তাই ফায়সালার সময় ও জান্নাতে প্রবেশের সময়ের মধ্যে কোন ব্যবধান থাকবে না। একদিকে ফায়সালা হবে অন্যদিকে সে তখনই জান্নাতে প্রবেশ করবে। যেন তাকে জান্নাতে পৌঁছানো হয়নি, জান্নাতকেই উঠিয়ে তার কাছে নিয়ে আসা হয়েছে।

তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে :

وَاِنَّ لِلْمُتَّقِيْنَ لَحُسْنَ مَاٰبٍ جَنَّاتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُ

মুত্তাক্বীদের জন্য রয়েছে উত্তম ঠিকানা, স্থায়ী জান্নাত। তাদের জন্য জান্নাতের দরজাসমূহ খোলা থাকবে।

(সূরা সোয়াদু ৪৯, ৫০)

ব্যাখ্যা : এর কয়েকটি অর্থ হতে পারে। (এক) এসব জান্নাতে তারা দ্বিধাহীনভাবে ও নিশ্চিন্তে ঘোরাফেরা করবে এবং কোথাও কোন প্রকার বাধার সম্মুখীন হতে হবে না। (দুই) জান্নাতের দরজা খোলার জন্য তাদের কোন প্রচেষ্টা চালানোর প্রয়োজন হবে না বরং শুধুমাত্র তাদের মনে ইচ্ছে জাগার সাথে সাথেই তা খুলে যাবে। (তিন) জান্নাতের ব্যবস্থাপনায় যেসব ফেরেশতা নিযুক্ত থাকবেন তারা জান্নাতের অধিবাসীদেরকে দেখার সাথে সাথেই তাদের জন্য দরজা খুলে দেবে।

আল্লাহ তা‘আলা জান্নাতে প্রবেশ করার জন্য আদেশ করবেন :

يَاۤ اَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ اِرْجِعِيْۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِيْ فِيْ عِبَادِيْ وَادْخُلِيْ جَنَّتِيْ

হে প্রশান্ত আত্মা! তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে আস এমতাবস্থায় যে, তুমি তাঁর প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। (সূরা ফাজর, ২৭–৩০)

يَا عِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ اَلَّذِيْنَ اٰمَنُوْا بِاٰيَاتِنَا وَكَانُوْا مُسْلِمِيْنَ اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ

হে আমার বান্দাগণ! তোমরা যারা আমার নিদর্শনের প্রতি ঈমান এনেছ এবং আত্মসমর্পণ করেছ আজ তোমাদের কোন ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না। (সুতরাং আজ) তোমরা এবং তোমাদের স্ত্রীরা আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো। (সূরা যুখরুফ, ৬৮–৭০)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন