hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫৬৭
অধ্যায়- ৪ : ঈসা (আঃ) এর মু‘জিযা
আল্লাহ তাকে অনেক মু‘জিযা দিয়েছেন :

وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ

আমি মারইয়ামের পুত্র ঈসাকে নিদর্শনসমূহ প্রদান করেছিলাম। (সূরা বাক্বারা– ৮৭)

দোলনায় থাকাবস্থায় কথা বলা :

وَيُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصَّالِحِيْنَ

আর তিনি শৈশবে এবং বার্ধক্যে মানুষের সাথে কথা বলবেন এবং নেককারদের অন্তর্ভুক্ত হবেন।

(সূরা আলে ইমরানু ৪৬)

মাটি থেকে পাখি তৈরি করা :

اَنِّيْۤ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّيْنِ كَهَيْئَةِ الطَّيْرِ فَاَنْفُخُ فِيْهِ فَيَكُوْنُ طَيْرًا ۢبِاِذْنِ اللهِ

তিনি (ঈসা আঃ) বলেন, আমি তোমাদের জন্য কাঁদামাটি দিয়ে পাখির আকৃতির ন্যায় এক অবয়ব তৈরি করব, তারপর তাতে ফুৎকার দেব, ফলে আল্লাহর নির্দেশে তা পাখিতে পরিণত হবে। (সূরা আলে ইমরানু ৪৯)

জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে ভালো করা :

وَاُبْرِئُ الْاَ كْمَهَ وَالْاَبْرَصَ

আমি আল্লাহর নির্দেশে জন্মান্ধ ও শ্বেত রোগীকে ভালো করে দেব। (সূরা আলে ইমরানু ৪৯)

মৃতকে জীবিত করা :

وَاُحْيِى الْمَوْتٰى بِاِذْنِ اللهِ

আমি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করে দেব। (সূরা আলে ইমরানু ৪৯)

মানুষের ঘরে কি আছে তা বলে দেয়া :

وَاُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ فِيْ بُيُوْتِكُمْؕ اِنَّ فِي ْذٰلِكَ لَاٰيَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ

তোমরা যা খাও এবং তোমাদের ঘরে যা জমা কর, তাও বলে দেব। এসবের মধ্যে অবশ্যই তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। (সূরা আলে ইমরানু ৪৯)

এসব ছিল আল্লাহর অনুগ্রহ :

اِذْ قَالَ اللهُ يَا عِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِيْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِى المَهْدِ وَكَهْلًاۚ وَاِذْ عَلَّمْتُكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْاِنْجِيْلَۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْئَةِ الطَّيْرِ بِاِذْنِيْ فَتَنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًا ۢبِاِذْنِيْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِيْۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِيْۚ وَاِذْ كَفَفْتُ بَنِيْۤ اِسْرَآئِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ

স্মরণ করো, যখন আল্লাহ বলেছিলেন, হে মারইয়ামের ছেলে ঈসা! তোমার প্রতি ও তোমার মায়ের প্রতি আমার অনুগ্রহকে স্মরণ করো। আমি তোমাকে পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তুমি দোলনায় থাকাবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতে। তোমাকে কিতাব, হেকমত, তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম, তুমি কাদামাটি দিয়ে আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করতে এবং তাতে ফুঁ দিতে, ফলে আমার অনুমতিক্রমে তা পাখি হয়ে যেত। তুমি আমার অনুমতিক্রমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করতে এবং আমার অনুমতিক্রমে মৃতকে জীবিত করতে। আর আমি তোমার হতে বনী ইসরাঈলকে নিবৃত্ত করে রেখেছিলাম। তুমি যখন তাদের নিকট স্পষ্ট নিদর্শন এনেছিলে তখন তাদের মধ্যে যারা কুফরী করেছিল তারা বলেছিল, এটা তো স্পষ্ট যাদু। (সূরা মায়েদা– ১১০)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন