hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২৬৭
অধ্যায়- ১০ : মুশরিকদের ব্যাপারে করণীয়
মুশরিকদের থেকে দূরে থাকার নির্দেশ :

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ

অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ, তা প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদেরকে উপেক্ষা করো। (সূরা হিজর- ৯৪)

ব্যাখ্যা : এখানে এমনসব লোকদের থেকে আলাদা হয়ে যাওয়ার দাবী জানানো হয়েছে, যারা কোন না কোনভাবে শিরক করে থাকে। শুধু আকীদা-বিশ্বাসের ক্ষেত্রেই নয় বরং কাজকর্ম, ব্যক্তি জীবন, সামষ্টিক জীবন, উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, আইন পরিষদ, রাজনৈতিক মঞ্চ, অর্থনৈতিক বাজার সর্বত্রই যারা নিজেদের চিন্তা ও কর্মের সমগ্র ব্যবস্থাই আল্লাহর আনুগত্য ও গায়রুল্লাহর আনুগত্যের মিশ্রণের ভিত্তিতে প্রতিষ্ঠিত করে রেখেছে, সব ক্ষেত্রেই তাদের পদ্ধতি থেকে নিজেদের পদ্ধতি আলাদা করে নাও। কেননা তাওহীদের অনুসারীরা জীবনের কোন ক্ষেত্রেই শিরকের অনুসারীদের সাথে হাত মিলিয়ে চলতে পারে না। তাদের সাথে মিলে মিশে চলার পরও তাওহীদের দাবী পূরণ হতে থাকবে- এ কথা কল্পনাও করা যায় না। শুধুমাত্র শিরকে জলী (প্রকাশ্য শিরক) থেকে দূরে থাকার আদেশ দেয়া হয়নি বরং শিরকে খফী (গোপন শিরক) থেকেও দূরে থাকার আদেশ দেয়া হয়েছে। কেননা অস্পষ্ট শিরক আরো বেশি বিপজ্জনক। আর তাই এ ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজনও অনেক বেশি। খফী অর্থ হালকা নয় বরং গোপনে লুকিয়ে থাকা। যে শত্রু লুকিয়ে থাকে বা বন্ধুর ছদ্মবেশে মেলামেশা করছে সে-ই বেশি বিপজ্জনক, যে রোগ ভেতরে ভেতরে স্বাস্থ্যকে খেয়ে ফেলে সেটাই বেশি বিপজ্জনক।

মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়ার নির্দেশ :

وَادْعُ اِلٰى رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ

তুমি তোমার প্রতিপালকের দিকে আহবান করতে থাকো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। (সূরা ক্বাসাস- ৮৭)

মুশরিকদের জন্য ক্ষমাপ্রার্থনা করা নিষেধ :

مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَلَوْ كَانُوْاۤ اُولِيْ قُرْبٰى مِنْ ۢبَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحَابُ الْجَحِيْمِ

আত্মীয়স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমাপ্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সংগত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে যাবে যে, তারা নিশ্চিত জাহান্নামী। (সূরা তাওবা- ১১৩)

মুশরিক মহিলাদেরকে বিয়ে করা নিষেধ :

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتّٰى يُؤْمِنَّ

তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। (সূরা বাক্বারা- ২২১)

মুশরিক স্বাধীন মহিলা থেকে একজন মুমিন দাসীও উত্তম :

وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ

একজন ঈমানদার দাসী একজন স্বাধীন মুশরিক মহিলার চেয়ে উত্তম, যদিও ঐ মুশরিক মহিলা (সৌন্দর্যে ও চালচলনে) তোমাদেরকে আশ্চর্যান্বিত করে। (সূরা বাক্বারা- ২২১)

মুশরিক স্বাধীন পুরুষ থেকে একজন মুমিন ক্রীতদাসও উত্তম :

وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ

একজন ঈমানদার দাস একজন স্বাধীন মুশরিকের চেয়েও উত্তম, যদিও সে তোমাদেরকে (চালচলনে) আশ্চর্যান্বিত করে। (সূরা বাক্বারা- ২২১)

মুশরিকদের উপাস্যদেরকে গালি দেয়া যাবে না :

وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللهِ فَيَسُبُّوا اللهَ عَدْوًا ۢبِغَيْرِ عِلْمٍ

তারা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিয়ো না। কেননা তারা সীমালঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকেও গালি দেবে। (সূরা আন‘আম- ১০৮)

ব্যাখ্যা : নবী ﷺ এর অনুসারীদেরকে এ উপদেশ দেয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল, নিজেদের ইসলাম প্রচারের আবেগে তারা যেন এমন লাগামহীন ও বেসামাল না হয়ে পড়েন, যার ফলে অমুসলিমদের আকীদা-বিশ্বাসের কঠোর সমালোচনা করতে গিয়ে তাদের নেতৃবৃন্দ ও উপাস্যদেরকে গালিগালাজ করে বসেন। কারণ এগুলো তাদেরকে সত্যের নিকটবর্তী করার পরিবর্তে তা থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাবে।

এদেরকে দাওয়াত দিতে হবে :

قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلٰۤى اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدَانَا اللهُ كَالَّذِى اسْتَهْوَتْهُ الشَّيَاطِيْنُ فِى الْاَرْضِ حَيْرَانَ لَهٗۤ اَصْحَابٌ يَّدْعُوْنَهٗۤ اِلَى الْهُدَى ائْتِنَاؕ قُلْ اِنَّ هُدَى اللهِ هُوَ الْهُدٰىؕ وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِيْنَ وَاَنْ اَقِيْمُوا الصَّلَاةَ وَاتَّقُوْهُؕ وَهُوَ الَّذِيْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ

বলো, আমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুকে ডাকব, যা আমাদের কোন উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না? আল্লাহ আমাদেরকে সৎপথ প্রদর্শনের পর আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্বাবস্থায় ফিরে যাব, যাকে শয়তান দুনিয়ায় পথ ভুলিয়ে ক্লান্ত করে দিয়েছে? যদিও তার সহচর তাকে সঠিক পথে আহবান করে বলে, আমাদের কাছে আসো। বলো, আল্লাহর পথই আসল পথ; আমরা জগতসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করতে, সালাত কায়েম করতে ও তাঁকে ভয় করার জন্য আদিষ্ট হয়েছি। আর তিনি সেই সত্তা, যার দিকে তোমাদের সবাইকে একত্র করা হবে। (সূরা আন‘আম- ৭১, ৭২)

তাদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা :

بَرَآءَةٌ مِّنَ اللهِ وَرَسُوْلِهٖۤ اِلَى الَّذِيْنَ عَاهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِيْنَ

এ সম্পর্কচ্ছেদ আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ হতে সেসব মুশরিকদের সাথে, যাদের সাথে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে। (সূরা তাওবা- ১)

আশ্রয় চাইলে সুযোগ দিতে হবে :

وَاِنْ اَحَدٌ مِّنَ الْمُشْرِكِيْنَ اسْتَجَارَكَ فَاَجِرْهُ حَتّٰى يَسْمَعَ كَلَامَ اللهِ ثُمَّ اَبْلِغْهُ مَأْمَنَهٗؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُوْنَ

মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলে, তুমি তাকে আশ্রয় দেবে। যাতে করে সে তোমাদের বাণী শুনতে পায়; অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে; কারণ তারা অজ্ঞ লোক। (সূরা তাওবা- ৬)

মুশরিকদের সাথে জিহাদ করার জন্য উৎসাহ প্রদান :

قَاتِلُوْهُمْ يُعَذِّبْهُمُ اللهُ بِاَيْدِيْكُمْ وَيُخْزِهِمْ وَيَنْصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِيْنَ

তোমরা তাদের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাদেরকে তোমাদের হাতে শাস্তি দেবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদের উপর তোমাদেরকে বিজয়ী করবেন এবং মুমিনদের অন্তরকে প্রশান্ত করবেন। (সূরা তাওবা- ১৪)

তারা মসজিদে প্রবেশ করতে পারবে না :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاۤ اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا

হে মুমিনগণ! নিশ্চয় মুশরিকরা অপবিত্র; সুতরাং এ বৎসরের পর তারা যেন মাসজিদুল হারামের নিকটেও না আসে। (সূরা তাওবা- ২৮)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন