hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫০৮
অধ্যায়- ১৩ : ইয়াকূব (আঃ) এর কান্নাকাটি
বড় ভাই অন্য ভাইদেরকে এ সংবাদসহ পাঠাল :

اِرْجِعُوْاۤ اِلٰۤى اَبِيْكُمْ فَقُوْلُوْا يَاۤ اَبَانَاۤ اِنَّ ابْنَكَ سَرَقَۚ وَمَا شَهِدْنَاۤ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حَافِظِيْنَ

তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা! আপনার পুত্র তো চুরি করেছে। আমরা যা জানি এটা তারই প্রত্যক্ষ বিবরণমাত্র। আর অজানা ব্যাপারে আমরা সংরক্ষণকারী নই। (সূরা ইউসুফু ৮১)

তারা প্রমাণসহ বিষয়টি জানাল :

وَاسْاَلِ الْقَرْيَةَ الَّتِيْ كُنَّا فِيْهَا وَالْعِيْرَ الَّتِيْۤ اَقْبَلْنَا فِيْهَاؕ وَاِنَّا لَصَادِقُوْنَ

আমরা যে জনপদে ছিলাম তার অধিবাসীদেরকে জিজ্ঞেস করুন এবং যে যাত্রীদলের সাথে আমরা এসেছি তাদেরকেও (জিজ্ঞেস করুন)। অবশ্যই আমরা সত্য বলছি। (সূরা ইউসুফু ৮২)

বাবা ধৈর্যধারণ করে আল্লাহর দিকে চেয়ে থাকলেন :

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاؕ فَصَبْرٌ جَمِيْلٌؕ عَسَى اللهُ اَنْ يَّأْتِيَنِيْ بِهِمْ جَمِيْعًاؕ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ

সে বলল, না বরং তোমরা নিজেরা তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে নিয়েছ। সুতরাং আমার জন্য পূর্ণ ধৈর্যই শ্রেয়। হয়তো আল্লাহ তাদেরকে একসঙ্গে আমার নিকট এনে দেবেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। (সূরা ইউসুফু ৮৩)

দুঃখের কান্নায় তার চোখ সাদা হয়ে গেল :

وَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يَاۤ اَسَفٰى عَلٰى يُوْسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيْمٌ

সে তাদের হতে মুখ ফিরিয়ে নিল এবং বলল, আফসোস ইউসুফের জন্য। অতঃপর শোকে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং সে ছিল অসহনীয় মনোকষ্টে ক্লিষ্ট। (সূরা ইউসুফু ৮৪)

ছেলেরা বলল, আপনি তো শেষ হয়ে যাবেন :

قَالُوْا تَاللهِ تَفْتَاُ تَذْكُرُ يُوْسُفَ حَتّٰى تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهَالِكِيْنَ

তারা বলল, আল্লাহর শপথ! আপনি তো ইউসুফের কথা সদা স্মরণ করতে থাকবেন, এমনকি আপনি মুমূর্ষ হয়ে পড়বেন অথবা মৃত্যুবরণ করবেন। (সূরা ইউসুফু ৮৫)

তিনি মনের দুঃখ আল্লাহর কাছে পেশ করলেন :

قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّيْ وَحُزْنِۤيْ اِلَى اللهِ وَاَعْلَمُ مِنَ اللهِ مَا لَا تَعْلَمُوْنَ

সে বলল, আমি আমার অসহনীয় বেদনা ও দুঃখ শুধুমাত্র আল্লাহর নিকট নিবেদন করছি। আর আমি আল্লাহর নিকট হতে যা জানি, তোমরা তা জান না। (সূরা ইউসুফু ৮৬)

ছেলেদেরকে ইউসুফের খোঁজে পাঠালেন :

يَا بَنِيَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ يُّوْسُفَ وَاَخِيْهِ وَلَا تَيْئَسُوْا مِنْ رَّوْحِ اللهِؕ اِنَّهٗ لَا يَيْئَسُ مِنْ رَّوْحِ اللهِ اِلَّا الْقَوْمُ الْكَافِرُوْنَ

হে আমার পুত্রগণ! তোমরা যাও, ইউসুফ ও তার সহোদরের অনুসন্ধান করো এবং আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। কারণ আল্লাহর রহমত হতে কাফির সম্প্রদায় ব্যতীত কেউই নিরাশ হয় না। (সূরা ইউসুফু ৮৭)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন