hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫০৭
অধ্যায়- ১২ : ছোট ভাইকে কাছে রাখার কৌশল
ইউসুফ (আঃ) ভাইকে কাছে নিলেন এবং সান্ত্বনা দিলেন :

وَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰۤى اِلَيْهِ اَخَاهُ قَالَ اِنِّۤيْ اَنَاْ اَخُوْكَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ

যখন তারা ইউসুফের সম্মুখে উপস্থিত হলো, তখন ইউসুফ তার সহোদরকে নিজের কাছে রাখল এবং বলল, নিশ্চয় আমিই তোমার সহোদর, সুতরাং তারা যা করত তার জন্য দুঃখ করো না। (সূরা ইউসুফু ৬৯)

তিনি ভাইকে রেখে দেয়ার একটি কৌশল বের করলেন :

فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِيْ رَحْلِ اَخِيْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَيَّتُهَا الْعِيْرُ اِنَّكُمْ لَسَارِقُوْنَ

অতঃপর সে যখন তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিল, তখন সে তার সহোদরের মালপত্রের মধ্যে একটি পানপাত্র রেখে দিল। অতঃপর এক আহবায়ক চিৎকার করে বলল, হে যাত্রীদল! নিশ্চয় তোমরা চোর। (সূরা ইউসুফু ৭০)

চুরির সূত্র ধরে সবাইকে আটকালেন :

قَالُوْا وَاَقْبَلُوْا عَلَيْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ قَالُوْا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَآءَ بِهٖ حِمْلُ بَعِيْرٍ وَّاَنَاْ بِهٖ زَعِيْمٌ

তারা তাদের দিকে চেয়ে বলল, তোমরা কী হারিয়েছ? তারা বলল, আমরা রাজার পানপাত্র হারিয়ে ফেলেছি। যে তা এনে দেবে সে এক উষ্ট্র বোঝাই মাল পাবে এবং আমি তার জামিন। (সূরা ইউসুফু ৭১, ৭২)

তারা বলল, আমরা চুরি করিনি :

قَالُوْا تَاللهِ لَقَدْ عَلِمْتُمْ مَّا جِئْنَا لِنُفْسِدَ فِى الْاَرْضِ وَمَا كُنَّا سَارِقِيْنَ

তারা বলল, আল্লাহর শপথ! তোমরা তো জান আমরা এ দেশে দুষ্কৃতি করতে আসিনি এবং আমরা চোরও নই। (সূরা ইউসুফু ৭৩)

বলা হলো, ধরা পড়লে কী হবে?

قَالُوْا فَمَا جَزَآؤُهٗۤ اِنْ كُنْتُمْ كَاذِبِيْنَ

তারা বলল, যদি তোমরা মিথ্যাবাদী হও, তবে তার শাস্তি কী? (সূরা ইউসুফু ৭৪)

তারা বলল, চোরকে রেখে দেবেন :

قَالُوْا جَزَآؤُهٗ مَنْ وُّجِدَ فِيْ رَحْلِهٖ فَهُوَ جَزَآؤُهٗؕ كَذٰلِكَ نَجْزِى الظَّالِمِيْنَ

তারা বলল, এর শাস্তি যার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাবে, সেই তার বিনিময়। এভাবে আমরা সীমালঙ্ঘনকারীদেরকে শাস্তি দিয়ে থাকি। (সূরা ইউসুফু ৭৫)

ইউসুফ (আঃ) ভাইকে রাখার সুযোগ পেয়ে গেলেন :

فَبَدَاَ بِاَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَآءِ اَخِيْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَآءِ اَخِيْهِؕ كَذٰلِكَ كِدْنَا لِيُوْسُفَؕ مَا كَانَ لِيَأْخُذَ اَخَاهُ فِيْ دِيْنِ الْمَلِكِ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللهُؕ نَرْفَعُ دَرَجَاتٍ مَّنْ نَّشَآءُؕ وَفَوْقَ كُلِّ ذِيْ عِلْمٍ عَلِيْمٌ

অতঃপর সে তার সহোদরের মালপত্র তল্লাশির পূর্বে তাদের মালপত্র তল্লাশি করতে লাগল, পরে তার সহোদরের মালপত্রের মধ্য হতে পাত্রটি বের করল। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল বানিয়ে দিয়েছিলাম। রাজার আইনে তার সহোদরকে সে আটক করতে পারত না, তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর রয়েছে সর্বজ্ঞানী। (সূরা ইউসুফু ৭৬)

ব্যাখ্যা : অর্থাৎ ইউসুফ (আঃ) নিজের একটি ব্যক্তিগত ব্যাপারে মিসরের বাদশাহর আইন কার্যকর করবেন, এটা তাঁর নবুওয়াতের মর্যাদার সাথে সামঞ্জস্যশীল ছিল না। ভাইকে আটকে রাখার ক্ষেত্রে তিনি মিসরের বাদশার আইন প্রয়োগ করেননি। তিনি ভাইকে আটক করতে পারতেন ঠিকই তবে এজন্য তাঁকে মিসরের বাদশাহর দন্ডবিধির আশ্রয় নিতে হতো। কিন্তু এটা ছিল তাঁর নবুওয়াতের মর্যাদা বিরোধী। কারণ তিনি ইসলাম বিরোধী আইনের জায়গায় ইসলামী শরীয়াতের আইন প্রয়োগ করার উদ্দেশ্যেই দেশের শাসন ক্ষমতা হাতে নিয়েছিলেন। ইউসুফ (আঃ) এর ভাইদের কাছে চোরের শাস্তি কী হতে পারে তা জিজ্ঞেস করা হলো এবং তারা এজন্য ইবরাহীমী শরীয়াতের আইন বর্ণনা করল। এ আইন অনুযায়ী চোরের শাস্তি ছিল, যার সম্পদ সে চুরি করেছে তাকে তার দাসত্ব করতে হবে।

এবার ভাইয়েরা ইউসুফ (আঃ) এর উপর অভিযোগ আনল :

قَالُوْاۤ اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُۚ فَاَسَرَّهَا يُوْسُفُ فِيْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًاۚ وَاللهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ

তারা বলল, সে যদি চুরি করে থাকে তবে তার সহোদরও তো পূর্বে চুরি করেছিল। কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপারটি নিজের মনে গোপন রাখল এবং তাদের নিকট প্রকাশ করল না। সে মনে মনে বলল, তোমাদের অবস্থান তো আরো নিকৃষ্টতম; আর তোমরা যা বলছ আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। (সূরা ইউসুফু ৭৭)

তারা ভাইকে নেয়ার সুপারিশ শুরু করল :

قَالُوْا يَاۤ اَيُّهَا الْعَزِيْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَيْخًا كَبِيْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗۚ اِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِيْنَ

তারা বলল, হে আযীয! এর পিতা তো অতিশয় বৃদ্ধ, সুতরাং এর স্থলে আপনি আমাদের একজনকে রেখে দিন। আমরা তো আপনাকে মহানুভব ব্যক্তিদের একজন মনে করি। (সূরা ইউসুফু ৭৮)

ইউসুফ (আঃ) ভাইকে দিতে অস্বীকার করলেন :

قَالَ مَعَاذَ اللهِ اَنْ نَّأْخُذَ اِلَّا مَنْ وَّجَدْنَا مَتَاعَنَا عِنْدَهٗۤ اِنَّاۤ اِذًا لَّظَالِمُوْنَ

সে বলল, যার নিকট আমরা আমাদের মাল পেয়েছি, তাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করা হতে আমরা আল্লাহর আশ্রয় নিচ্ছি। নতুবা অবশ্যই আমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাব। (সূরা ইউসুফু ৭৯)

ব্যাখ্যা : যখন কোন মজলুমকে যালিমের হাত থেকে বাঁচানোর অথবা কোন বড় ধরনের যুলুমের প্রতিরোধ করার জন্য প্রকৃত ঘটনার বিপরীত কথা বলা বা সত্য বিরোধী বাহানাবাজি করা ছাড়া আর কোন উপায় থাকে না, তখন এ অবস্থায় একজন আল্লাহভীরু ব্যক্তি এমন কৌশল অবলম্বন করার চেষ্টা করবে, যার ফলে প্রকৃত সত্যকে গোপন করে দুষ্কৃতিকে রোধ করা যেতে পারে- এমনটি করা শরীয়াত ও নৈতিকতার দৃষ্টিতে বৈধ। তবে এখানে শর্ত থাকবে যে, নিছক স্বার্থোদ্ধার করার জন্য এমনটি করা যাবে না বরং কোন বড় ধরনের দুষ্কৃতি দূর করাই হবে এর উদ্দেশ্য।

ভাইয়েরা নিরাশ হয়ে পরামর্শে বসল :

فَلَمَّا اسْتَيْئَسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِيًّا

যখন তারা তার নিকট হতে সম্পূর্ণ নিরাশ হলো, তখন তারা নির্জনে গিয়ে পরামর্শ করতে লাগল। (সূরা ইউসুফু ৮০)

বড় ভাই বাবার ওয়াদা মনে করিয়ে দিল :

قَالَ كَبِيْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْاۤ اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَيْكُمْ مَّوْثِقًا مِّنَ اللهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِيْ يُوْسُفَۚ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰى يَأْذَنَ لِيْ اَبِيْۚ اَوْ يَحْكُمَ اللهُ لِيْ وَهُوَ خَيْرُ الْحَاكِمِيْنَ

তাদের বড়জন বলল, তোমরা কি জান না যে, তোমাদের পিতা তোমাদের নিকট হতে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন; আর পূর্বেও তো তোমরা ইউসুফের ব্যাপারে ত্রুটি করেছিলে। সুতরাং আমি কিছুতেই এ দেশ ত্যাগ করব না, যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কোন ব্যবস্থা করে দেন। কেননা তিনিই শ্রেষ্ঠ বিচারক। (সূরা ইউসুফু ৮০)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন