hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৪১০
অধ্যায়- ৮ : জাহান্নামের খাদ্য
زَقُّوْمٌ (যাক্কুম ) :

اِنَّ شَجَرَةَ الزَّقُّوْمِ طَعَامُ الْاَثِيْمِ كَالْمُهْلِۚ يَغْلِيْ فِى الْبُطُوْنِ كَغَلْيِ الْحَمِيْمِ

যাক্কুম বৃক্ষ হবে পাপীর খাদ্য, ওটা গলিত তামার ন্যায়; ফুটন্ত পানির মতো তা পেটের মধ্যে ফুটতে থাকবে। (সূরা দুখান, ৪৩–৪৬)

ثُمَّ اِنَّكُمْ اَيُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَ لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍ فَمَالِئُوْنَ مِنْهَا الْبُطُوْنَ

অতঃপর হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা! তোমরা অবশ্যই আহার করবে যাক্কুম বৃক্ষ থেকে, এর দ্বারা তোমাদের পেট ভরবে। (সূরা ওয়াক্বিয়া, ৫১–৫৩)

اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِۤيْ اَصْلِ الْجَحِيْمِ

নিশ্চয় এটি এমন একটি গাছ, যা জাহান্নামের তলদেশ হতে বের হয়। (সূরা সাফ্ফাত– ৬৪)

ব্যাখ্যা : زَقُّوْمٌ (যাক্কুম) এক ধরনের গাছ। এর স্বাদ হয় তিক্ত, গন্ধ হয় বিরক্তিকর এবং ভাঙলে এর মধ্য থেকে এক ধরনের দুধের মতো পদার্থ বের হয়, যা গায়ে লাগলে গা ফুলে ওঠে ও ফোস্কা পড়ে যায়।

ضَرِيْعٌ (যারী) :

لَيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍ لَا يُسْمِنُ وَلَا يُغْنِيْ مِنْ جُوْعٍ

জাহান্নামীদের খাদ্য হবে যারী। এটা তাদেরকে হৃষ্ট–পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও মেটাতে পারবে না। (সূরা গাশিয়া– ৬, ৭)

তাফসীরবিদগণ বলেন, যারী হলো কাঁটাযুক্ত এক ধরনের ঘাস। এর মধ্যে বিষ জাতীয় পদার্থ থাকে। হিজাজের অঞ্চলে এটা হয়। এর দুর্গন্ধ এত বেশি যে, কোন জীব এটার ধারে কাছেও যায় না। এটা খাওয়ামাত্র প্রাণী মারা যায়। জাহান্নামীদেরকে এ ধরনের খাদ্য দেয়া হবে, যা খুবই তিতা হবে, আগুনের চেয়ে গরম হবে এবং মৃত লাশের চেয়েও অধিক দুর্গন্ধযুক্ত হবে। আর জাহান্নামীরা নিরুপায় হয়ে এসব খাবে, কিন্তু এতে তাদের দেহের পুষ্টি যোগানো তো দূরের কথা তাদের পেটের ক্ষুধাও মিটবে না।

غِسْلِيْنٌ (গিসলিন) :

فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيْمٌ وَلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِيْنٍ لَا يَاْكُلُهٗۤ اِلَّا الْخَاطِئُوْنَ

সেখানে জাহান্নামীদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং তাদের খাদ্য হবে গিসলিন। কেবল পাপিষ্ঠ লোকেরাই এটা খাবে। (সূরা হাক্কাহ, ৩৫–৩৭)

ব্যাখ্যা : জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থানকে ‘গিসলিন’ বলা হয়। তারা যখন পেটের ক্ষুধায় ছটফট করতে থাকবে তখন তাদেরকে ঐ জায়গা হতে খেতে বলা হবে।

এসব খাদ্য গলায় আটকে যাবে :

اِنَّ لَدَيْنَاۤ اَنْكَالًا وَّجَحِيْمًا وَطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِيْمًا

নিশ্চয় আমার কাছে রয়েছে শৃঙ্খল ও প্রজ্বলিত আগুন, আরো আছে গলায় বিদ্ধ হয় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি। (সূরা মুয্যাম্মিল- ১২, ১৩)

ব্যাখ্যা : আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) বললেন, طَعَامٌ ذَا غُصَّةٍ একটি কাঁটার নাম, যা এমনভাবে গলায় বিদ্ধ হবে যে, তা বের হবে না আবার গলার নিচেও নামবে না। (মুস্তাদরাকে হাকেম, হা/৩৮৬৭)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন