hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৪৬
অধ্যায়- ২ : আল্লাহ যাদেরকে হেদায়াত করেন
যারা ঈমান আনে :

وَمَنْ يُّؤْمِنْ ۢبِاللهِ يَهْدِ قَلْبَهٗؕ وَاللهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ

যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। আর আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী। (সূরা তাগাবুন- ১১)

যারা ইসলাম গ্রহণ করে :

فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا

যদি তারা মুসলিম হয়, তাহলে তারা হেদায়াত পাবে। (সূরা আলে ইমরান- ২০)

যারা সাহাবীদের ঈমানের মতো ঈমান আনয়ন করে :

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَاۤ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا

তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি তদ্রূপ ঈমান আনে, তাহলে অবশ্যই তারা হেদায়াতপ্রাপ্ত হবে। (সূরা বাক্বারা- ১৩৭)

যারা আল্লাহর দিকে ধাবিত হয় :

اَللهُ يَجْتَبِيْۤ اِلَيْهِ مَنْ يَّشَآءُ وَيَهْدِيْۤ اِلَيْهِ مَنْ يُّنِيْبُ

আল্লাহ যাকে ইচ্ছা তাকে নিজের দিকে নিয়ে আসেন এবং যে ব্যক্তি তার অভিমুখী হয় তিনি তাকে পথপ্রদর্শন করেন। (সূরা শূরা- ১৩)

যারা আল্লাহর পথ অবলম্বন করে :

وَمَنْ يَّعْتَصِمْ بِاللهِ فَقَدْ هُدِيَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

যে ব্যক্তি মজবুতভাবে আল্লাহকে ধারণ করবে, সে সরল পথে পরিচালিত হবে। (সূরা আলে ইমরান- ১০১)

যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে :

يَهْدِيْ بِهِ اللهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلَامِ وَيُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمَاتِ اِلَى النُّوْرِ بِاِذْنِهٖ وَيَهْدِيْهِمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, তিনি এ (কুরআন) দ্বারা তাকে শান্তির পথে পরিচালিত করেন এবং তাকে নিজ ইচ্ছায় অন্ধকার হতে আলোর দিকে বের করে আনেন। আর তিনি তাদেরকে সরল পথে পরিচালিত করেন। (সূরা মায়েদা- ১৬)

যারা নবীর অনুসরণ করে :

فَاٰمِنُوْا بِاللهِ وَرَسُوْلِهِ النَّبِيِّ الْاُمِّيِّ الَّذِيْ يُؤْمِنُ بِاللهِ وَكَلِمَاتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ

সুতরাং তোমরা ঈমান আনয়ন করো- আল্লাহর প্রতি এবং তাঁর বার্তাবাহক উম্মী নবীর প্রতি, যিনি আল্লাহ ও তাঁর বাণীর প্রতি ঈমান এনেছেন। অতঃপর তোমরা তার অনুসরণ করো; তাহলে তোমরা হেদায়াতপ্রাপ্ত হবে। (সূরা আ‘রাফ- ১৫৮)

যারা হেদায়াত লাভের চেষ্টা করে :

وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَاؕ وَاِنَّ اللهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ

যারা আমার উদ্দেশ্যে সর্বাত্মক চেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন। (সূরা আনকাবূত- ৬৯)

ব্যাখ্যা : যারা আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালায় তারা কীভাবে তাঁর সন্তুষ্টি লাভ করতে পারবে, তা তিনি প্রতি পদে পদে জানিয়ে দেন। পথের প্রতিটি বাঁকে তিনি তাদেরকে আলো দেখান। যার ফলে কোনটা সঠিক পথ এবং কোনটা ভুলপথ, তা তারা দেখতে পায়। তারা যতই সৎ ও সদিচ্ছা প্রসূত হয় ততই আল্লাহর সাহায্য ও হেদায়াত তাদের সহযোগী হয়।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন