hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৩২৬
অধ্যায়- ৪ : মানুষের কিছু ভুল ধারণা
মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে- এ ধারণা ভুল :

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ

তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না? (সূরা মু’মিনূন- ১১৫)

মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই- এ ধারণা ভুল :

اَيَحْسَبُ اَنْ لَّنْ يَّقْدِرَ عَلَيْهِ اَحَدٌ

সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতা লাভ করতে পারবে না? (সূরা বালাদ- ৫)

اَمْ حَسِبَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّئَاتِ اَنْ يَّسْبِقُوْنَاؕ سَآءَ مَا يَحْكُمُوْنَ

তবে কি যারা মন্দকাজ করে তারা মনে করে যে, তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে? তাদের সিদ্ধান্ত কতই না মন্দ! (সূরা আনকাবূত- ৪)

মানুষকে কেউ দেখছে না- এ ধারণা ভুল :

اَيَحْسَبُ اَنْ لَّمْ يَرَهٗۤ اَحَدٌ

সে কি ধারণা করে যে, তাকে কেউ দেখছে না? (সূরা বালাদ- ৭)

اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوَاهُمْؕ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ

তারা কি মনে করে যে, আমি তাদের গোপন বিষয় ও তারা পরস্পরে চুপে চুপে যা বলে তার খবর রাখি না? অবশ্যই রাখি। (তাছাড়া) আমার ফেরেশতারা তাদের নিকট থেকে সবকিছু লিপিবদ্ধ করে রাখে। (সূরা যুখরুফ- ৮০)

মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে- এ ধারণা ভুল :

يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ

সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। (সূরা হুমাযাহ- ৩)

মানুষ মরলে আবার জীবিত হবে না- এ ধারণা ভুল :

وَيَقُوْلُ الْاِنْسَانُ اَئِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنَاهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْئًا

মানুষ বলে, আমার মৃত্যু হলে আমি কি আবার জীবিত অবস্থায় উত্থিত হব? মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে পূর্বেও সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? (সূরা মারইয়াম- ৬৬, ৬৭)

اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ

মানুষ কি মনে করে যে, আমি তার হাড়গুলো কোনক্রমে একত্র করতে পারব না। (সূরা ক্বিয়ামাহ- ৩)

মানুষের মুনাফিকী ধরা পড়বে না- এ ধারণা ভুল :

اَمْ حَسِبَ الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ يُّخْرِجَ اللهُ اَضْغَانَهُمْ

যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করেছে যে, আল্লাহ তাদের অন্তরের বিরোধী মনোভাব প্রকাশ করে দেবেন না? (সূরা মুহাম্মাদ- ২৯)

পাপীদেরকে ভালো লোকদের সাথে গণ্য করা হবে- এ ধারণা ভুল :

اَمْ حَسِبَ الَّذِيْنَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَوَآءً مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْؕ سَآءَ مَا يَحْكُمُوْنَ

দুষ্কৃতিকারীরা কি মনে করে যে, আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদেরকে তাদের সমান হিসেবে গণ্য করব, যারা ঈমান আনে ও সৎ আমল করে? তাদের সিদ্ধান্ত কতই না মন্দ। (সূরা জাসিয়া- ২১)

মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেয়া হবে- এ ধারণা ভুল :

اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْاۤ اَنْ يَّقُوْلُوْاۤ اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَنُوْنَ

মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেয়া হবে? (সূরা আনকাবূত- ২)

اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًى

মানুষ কি মনে করে যে, তাকে নিরর্থক ছেড়ে দেয়া হবে? (সূরা ক্বিয়ামাহ- ৩৬)

প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে- এ ধারণা ভুল :

اَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ يُّدْخَلَ جَنَّةَ نَعِيْمٍ

তাদের সবাই কি এ আশা করে যে, তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে? (সূরা মা‘আরিজ- ৩৮)

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِيْنَ

তোমরা কি ধারণা করছ যে, তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ জেনে নেবেন না যে, তোমাদের মধ্য হতে কারা জিহাদ করেছে ও কারা ধৈর্যশীল? (সূরা আলে ইমরান- ১৪২)

মানুষ মন্দকাজ করেও মনে করে যে, সে ভালো কাজ করছে :

قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْاَخْسَرِيْنَ اَعْمَالًا اَلَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا

তাদেরকে বলে দাও, আমি কি তোমাদেরকে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রসত্মদের সম্পর্কে সংবাদ দেব? তারা তো ঐসব লোক, পার্থিব জীবনে যাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে; অথচ তারা মনে করে যে, তারা সৎকর্মই করছে। (সূরা কাহফ- ১০৩, ১০৪)

اِنَّهُمُ اتَّخَذُوا الشَّيَاطِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ اللهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ

তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছিল। অথচ তারা মনে করত যে, একমাত্র তারাই সৎপথপ্রাপ্ত। (সূরা আ‘রাফ- ৩০)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন