hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২৮৫
অধ্যায়- ৯ : সুদখোরের পরিণাম
সুদখোররা জাহান্নামী হবে :

وَمَنْ عَادَ فَاُولٰٓئِكَ اَصْحَابُ النَّارِۚ هُمْ فِيْهَا خَالِدُوْنَ

আর যারা (উপদেশ শোনার পরও সুদের লেনদেনের দিকে) ফিরে আসবে, তারাই জাহান্নামের অধিবাসী হবে; সেখানে তারা চিরস্থায়ী হবে। (সূরা বাক্বারা- ২৭৫)

সুদখোররা কিয়ামতের দিন পাগল অবস্থায় ওঠবে :

اَلَّذِيْنَ يَأْكُلُوْنَ الرِّبَا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِيْ يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ

যারা সুদ খায় তারা (কিয়ামতের দিন) ঐ ব্যক্তির ন্যায় দন্ডায়মান হবে, যাকে শয়তান স্পর্শ করার দ্বারা দিশেহারা করে দেয়। (সূরা বাক্বারা- ২৭৫)

ব্যাখ্যা : আরবরা পাগলকে বলত, مَجْنُوْنٌ (মাজনূন) অর্থাৎ জিন বা প্রেতগ্রস্ত। কোন ব্যক্তি পাগল হয়ে গেছে- এ কথা বলার প্রয়োজন দেখা দিলে তারা বলত, অমুককে জিনে ধরেছে। এ প্রবাদটি ব্যবহার করে কুরআন সুদখোরকে এমন এক ব্যক্তির সাথে তুলনা করেছে, যার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। অর্থাৎ বুদ্ধিভ্রষ্ট ব্যক্তিরা যেমন কথা ও কাজে ভারসাম্যহীন হয়ে পড়ে, অনুরূপভাবে সুদখোররাও টাকার পেছনে পাগলের মতো ছুটে কথা ও কাজে ভারসাম্য হারিয়ে ফেলে। নিজের স্বার্থপর মনোবৃত্তির চাপে পাগলের মতো সে কোনকিছুরই পরোয়া করে না। সুদী লেনদেনের কারণে কতগুলো লোকের দুরাবস্থার বিনিময়ে সে নিজের প্রাচুর্যের ব্যবস্থা করল- এসব বিষয়ে তার কোন মাথা ব্যথাই থাকে না। অতএব যেহেতু মানুষকে আখিরাতে ঐ অবস্থায় ওঠানো হবে যে অবস্থায় সে এ দুনিয়ায় মারা গিয়েছিল, তাই কিয়ামতের দিন সুদখোর ব্যক্তিকেও একজন পাগল ও বুদ্ধিভ্রষ্ট লোকের চেহারায় উপস্থিত করা হবে।

সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা :

فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَأْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللهِ وَرَسُوْلِهٖ

এরপরও যদি তোমরা সুদের লেনদেন না ছাড়, তাহলে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। (সূরা বাক্বারা- ২৭৯)

ব্যাখ্যা : আয়াতের শব্দগুলোর কারণে ইবনে আববাস (রাঃ), হাসান বসরী, ইবনে সীরীন ও রুবাঈ ইবনে আনাস প্রমুখ আলিমগণ এ মত প্রকাশ করেন যে, যে ব্যক্তি দারুল ইসলামে সুদ খাবে তাকে তাওবা করতে বাধ্য করা হবে। আর যদি সে তা হতে বিরত না হয়, তাহলে তাকে হত্যা করা হবে। অন্য আলিমগণের মতে, সুদ পরিত্যাগ করার অঙ্গীকার না করা পর্যন্ত তাকে কারারুদ্ধ করে রাখতে হবে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন