hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৪৫৩
অধ্যায়- ৯ : এ ঘটনায় পরবর্তীদের জন্য রয়েছে শিক্ষা
এ ঘটনায় নিদর্শন রয়েছে :

فَاَنْجَيْنَاهُ وَاَصْحَابَ السَّفِيْنَةِ وَجَعَلْنَاهَاۤ اٰيَةً لِّلْعَالَمِيْنَ

অতঃপর আমি তাকে এবং যারা নৌকাতে আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম। আর এটাকে বিশ্ববাসীর জন্য একটি নিদর্শন বানিয়ে দিলাম। (সূরা আনকাবূত– ১৫)

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةًؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ

নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই এতে বিশ্বাসী নয়। (সূরা শু‘আরা– ১২১)

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰٰيَاتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِيْنَ

নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। (সূরা মু’মিনূনু ৩০)

وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنَاهُمْ وَجَعَلْنَاهُمْ لِلنَّاسِ اٰيَةً

আর নূহের সম্প্রদায়কেও (ধ্বংস করেছিলাম)। যখন তারা রাসূলদের প্রতি মিথ্যারোপ করল, তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানবজাতির জন্য নিদর্শনস্বরূপ করে রাখলাম। (সূরা ফুরক্বানু ৩৭)

এ ঘটনায় রয়েছে অনেক উপদেশ :

اِنَّا لَمَّا طَغَى الْمَآءُ حَمَلْنَاكُمْ فِى الْجَارِيَةِ لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِيَهَاۤ اُذُنٌ وَّاعِيَةٌ

যখন পানি (নির্দিষ্ট) সীমা অতিক্রম করল, তখন আমি তোমাদেরকে (বাঁচানোর জন্য) নৌকায় উঠিয়ে নিয়েছিলাম। যেন আমি এটাকে তোমাদের জন্য একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি। তাছাড়া উৎসাহী কানগুলোও যেন এ বিষয়টা (পরবর্তী মানুষদের জন্য) স্মরণ রাখতে পারে। (সূরা হাক্কাহ– ১১, ১২)

উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি? :

وَلَقَدْ تَّرَكْنَاهَاۤ اٰيَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ

আমি এটাকে নিদর্শনরূপে রেখে দিয়েছি; অতএব উপদেশ গ্রহণকারী হিসেবে কেউ আছে কি? (সূরা ক্বামার– ১৫)

এ নৌকাবাসী থেকেই পরবর্তী প্রজন্মের সূচনা :

ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍؕ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا

(তোমরা তো) তাদের বংশধর! যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম। নিশ্চয় সে ছিল পরম কৃতজ্ঞ বান্দা! (সূরা বনী ইসরাঈল– ৩)

وَجَعَلْنَا ذُرِّيَّتَهٗ هُمُ الْبَاقِيْنَ

আর আমি তার বংশধরদেরকেই অবশিষ্ট রাখলাম। (সূরা সাফ্ফাত– ৭৭)

নূহ (আঃ) এর ইতিহাস স্মরণীয় :

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ

আর আমি তার জন্য ভবিষ্যৎ বংশধরদের মধ্যে (এ ইতিহাস) রেখে দিলাম। (সূরা সাফ্ফাত– ৭৮)

নূহ (আঃ) এর ঘটনা প্রচারের নির্দেশ :

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ نُوْحٍ

তাদেরকে নূহের বৃত্তান্ত বর্ণনা করে শুনাও। (সূরা ইউনুস– ৭১)

নূহ (আঃ) এর প্রতি সালাম :

سَلَامٌ عَلٰى نُوْحٍ فِى الْعَالَمِيْنَ

বিশ্ববাসীদের মধ্যে নূহের প্রতি ‘সালাম’। (সূরা সাফ্ফাত– ৭৯)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন