hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫৬৪
অধ্যায়- ১ : ঈসা (আঃ) এর মায়ের পরিচয়
মারইয়াম (আঃ) এর মা তাকে মান্নত করেছিলেন :

اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرَانَ رَبِّ اِنِّيْ نَذَرْتُ لَكَ مَا فِيْ بَطْنِيْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّيْۤ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ

স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব! আমার গর্ভের সন্তানকে আপনার জন্য মান্নত করলাম। সুতরাং আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয় আপনি শ্রবণকারী ও মহাজ্ঞানী।

(সূরা আলে ইমরানু ৩৫)

জন্মের পর শয়তান থেকে বাঁচানোর দু‘আ করেন :

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّيْ وَضَعْتُهَاۤ اُنْثٰىؕ وَاللهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْؕ وَلَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰىؕ وَاِنِّيْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّۤيْ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

অতঃপর যখন তিনি (মারইয়ামের মাতা) তাকে প্রসব করলেন তখন বললেন, হে আমার রব! আমি এক কন্যাসন্তান প্রসব করেছি। আর সে যা প্রসব করেছে আল্লাহ সে সম্পর্কে অধিক অবগত। তাছাড়া পুরুষরা মহিলাদের মতো নয়। আমিই তার নাম রেখেছি মারইয়াম এবং আমি তাকে ও তার বংশধরকে বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। (সূরা আলে ইমরানু ৩৬)

আল্লাহ তার মায়ের দু‘আ কবুল করলেন :

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا

অতঃপর তার রব মারইয়ামকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে ভালোভাবে লালন-পালনের ব্যবস্থা করলেন। (সূরা আলে ইমরানু ৩৭)

পরে তিনি যাকারিয়া (আঃ) এর তত্ত্বাবধানে বড় হলেন :

وَكَفَّلَهَا زَكَرِيَّا

আর যাকারিয়াকে তার অভিভাবকের দায়িত্ব দিলেন। (সূরা আলে ইমরানু ৩৭)

তিনি অলৌকিকভাবে খাদ্য পেতেন :

كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًاۚ قَالَ يَا مَرْيَمُ اَنّٰى لَكِ هٰذَاؕ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللهِؕ اِنَّ اللهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ

যখনই যাকারিয়া মারইয়ামের কক্ষে প্রবেশ করতেন তখনই তার কাছে রিযিক দেখতে পেতেন। তিনি প্রশ্ন করতেন, হে মারইয়াম! তোমার কাছে এসব কোথা থেকে আসে? তিনি জবাব দিতেন, আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিযিক দান করেন। (সূরা আলে ইমরানু ৩৭)

তিনি ছিলেন বিশ্বের মধ্যে একজন নির্বাচিত মহিলা :

وَاِذْ قَالَتِ الْمَلَآئِكَةُ يَا مَرْيَمُ اِنَّ اللهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلٰى نِسَآءِ الْعَالَمِيْنَ

(স্মরণ করো) যখন ফেরেশতারা বলেছিলেন, হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন। আর তোমাকে বিশ্বজাহানের নারীদের উপর নির্বাচিত করেছেন। (সূরা আলে ইমরানু ৪২)

তার উপর আল্লাহর কয়েকটি আদেশ :

يَا مَرْيَمُ اقْنُتِيْ لِرَبِّكِ وَاسْجُدِيْ وَارْكَعِيْ مَعَ الرَّاكِعِيْنَ

হে মারইয়াম! তুমি তোমার রবের অনুগত হও, সিজদা করো এবং রুকূকারীদের সাথে রুকূ করো।

(সূরা আলে ইমরানু ৪৩)

তার জীবনী ওহীর মাধ্যমে জানানো হয়েছে :

ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَؕ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ۪ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يَخْتَصِمُوْنَ

এসব গায়েবের সংবাদ আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে থাকি। কেননা আপনি তো সে সময় তাদের কাছে ছিলেন না, যখন মারইয়ামের অভিভাবক হওয়ার জন্য তারা লটারী করেছিল। আর আপনি তখনও তাদের কাছে ছিলেন না, যখন তারা তর্ক–বিতর্ক করছিল। (সূরা আলে ইমরানু ৪৪)

তিনি ও তার পুত্র একটি নিদর্শন :

وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗۤ اٰيَةً وَّاٰوَيْنَاهُمَاۤ اِلٰى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِيْنٍ

আমি মারইয়ামের পুত্র ও তার জননীকে একটি নিদর্শন বানিয়ে নিয়েছিলাম। আর তাদেরকে আশ্রয় দিয়েছিলাম এক নিরাপদ ও প্রস্রবণবিশিষ্ট উচ্চ ভূমিতে। (সূরা মু’মিনূনু ৫০)

তিনি ছিলেন আদর্শ নারীদের দৃষ্টান্ত :

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِيْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِه وَكَانَتْ مِنَ الْقَانِتِيْنَ

(আল্লাহ আরো দৃষ্টান্ত দিচ্ছেন) ইমরানের কন্যা মারইয়ামের, যিনি তাঁর সতীত্ব রক্ষা করেছিলেন, ফলে আমি তাঁর মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। অতঃপর তিনি তাঁর প্রতিপালকের বাণী ও তাঁর কিতাবসমূহকে সত্য বলে গ্রহণ করেছিলেন। আর তিনি ছিলেন অনুগতদের একজন। (সূরা তাহরীম- ১২)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন