hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৫৮
অধ্যায়- ৫ : সঠিকভাবে ওজন করা
আল্লাহ দাঁড়িপাল্লা অবতীর্ণ করেছেন :

اَللهُ الَّذِيْۤ اَنْزَلَ الْكِتَابَ بِالْحَقِّ وَالْمِيْزَانَ

আল্লাহ ঐ সত্তা, যিনি সত্যসহ কিতাব এবং দাঁড়িপাল্লা অবতীর্ণ করেছেন। (সূরা শূরা- ১৭)

পরিপূর্ণভাবে ওজন করার নির্দেশ :

وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِ

সঠিক পরিমাণে দাঁড়িপাল্লায় ওজন করো। (সূরা শু‘আরা- ১৮২)

وَاَوْفُوا الْكَيْلَ اِذَا كِلْتُمْ وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِؕ ذٰلِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَأْوِيْلًا

মেপে দেয়ার সময় পূর্ণভাবে মেপে দেবে এবং সঠিকভাবে দাঁড়িপাল্লায় ওজন করবে। আর এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। (সূরা বনী ইসরাঈল- ৩৫)

ব্যাখ্যা : হাট-বাজার ও দোকানগুলোতে দাঁড়িপাল্লাগুলোর তদারকি করা এবং ওজনে ও মাপে কম দেয়া বন্ধ করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এখান থেকেই এ ব্যাপক মূলনীতি গৃহীত হয় যে, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সবধরনের অধিকার হরণের পথ রোধ করা সরকারের দায়িত্ব। এর ফলে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠিত হয়, ক্রেতা ও বিক্রেতা পরস্পরের উপর ভরসা করে এবং ব্যবসায় উন্নতি আসে।

আল্লাহ ওজনে কম দিতে নিষেধ করেছেন :

وَاَقِيْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيْزَانَ

ওজনের ক্ষেত্রে ন্যায্য মান প্রতিষ্ঠা করো এবং মাপে কম দিয়ো না। (সূরা আর রহমান- ৯)

ব্যাখ্যা : যেহেতু তোমরা এমন একটি ভারসাম্যপূর্ণ বিশ্বে বসবাস করছ, যার গোটা ব্যবস্থাপনাই সুবিচার ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত। তাই তোমাদেরকেও সুবিচার ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে হবে। যে সীমার মধ্যে তোমাদেরকে স্বাধীনতা দেয়া হয়েছে সেখানে যদি তোমরা বেইনসাফী কর এবং যে হকদারদের হক তোমাদের হাতে দেয়া হয়েছে তাদের অধিকার হরণ কর, তাহলে তা হবে বিশ্বপ্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহের শামিল। এ মহাবিশ্বের প্রকৃতি যুলুম, বেইনসাফী ও অধিকার হরণকে স্বীকার করে না। এখানে বড় রকমের কোন যুলুম তো দূরের কথা, দাঁড়িপাল্লার ভারসাম্য বিঘ্নিত করে কেউ যদি ক্রেতাকে এক তোলা পরিমাণ পণ্যও কম দেয়, তাহলে সে যেন বিশ্বলোকের ভারসাম্যে বিপর্যয় সৃষ্টি করে।

فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ

তোমরা ওজন ও পরিমাপ (পূর্ণমাত্রায়) আদায় করে দেবে এবং মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে ক্ষতিগ্রস্ত করবে না। (সূরা আ‘রাফ- ৮৫)

যারা ওজনে কমবেশি করে তারা ধ্বংস হবে :

وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَ اَ لَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَ وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَ اَلَا يَظُنُّ اُولٰٓئِكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَ لِيَوْمٍ عَظِيْمٍ

মন্দ পরিণাম তাদের জন্য, যারা মাপে কম দেয় এবং যারা লোকের নিকট হতে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, কিন্তু তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয়ার সময় কম দেয়। তারা কি চিন্তা করে না যে, তাদেরকে এক মহান দিবসে (কিয়ামত দিবসে) পুনরুত্থিত করা হবে? (সূরা মুতাফফিফীন, ১-৫)

মাদইয়ানবাসীরা এ অপরাধে লিপ্ত ছিল :

وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًاؕ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗؕ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ

আমি মাদইয়ানবাসীর কাছে তাদেরই ভাই শুয়াইবকে পাঠিয়েছিলাম। সে তাঁর স্বজাতিকে সম্বোধন করে বলেছিল, হে আমার জাতি! তোমরা (শিরক বর্জন করে) একমাত্র আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোন সত্য মা‘বুদ নেই। এখন তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের কাছে সুস্পষ্ট দলীল এসে গেছে। সুতরাং তোমরা ওজন ও পরিমাপ পূর্ণমাত্রায় আদায় করে দেবে, মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে ক্ষতিগ্রস্ত করবে না। (সূরা আ‘রাফ- ৮৫)

ফলে আল্লাহ গযব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন :

وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِيْ دِيَارِهِمْ جَاثِمِيْنَ

যখন আমার নির্দেশ এসে গেল তখন আমি শুয়াইব ও তাঁর সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করেছিলাম। আর যারা সীমালঙ্ঘন করেছিল তাদেরকে এক বিকট গর্জন আঘাত করল, ফলে তারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় পড়ে রইল। (সূরা হুদ- ৯৪)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন