hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫১৭
অধ্যায়- ৫ : মাদইয়ানবাসীর ধ্বংস
নবী আল্লাহর কাছে চূড়ান্ত ফায়সালার জন্য দু‘আ করলেন :

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَيْرُ الْفَاتِحِيْنَ

হে আমাদের প্রতিপালক! আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করে দাও, তুমিই তো শ্রেষ্ঠ মীমাংসাকারী। (সূরা আ‘রাফু ৮৯)

তিনি আল্লাহর ফায়সালার অপেক্ষায় থাকলেন :

وَاِنْ كَانَ طَآئِفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِيْۤ اُرْسِلْتُ بِهٖ وَطَآئِفَةٌ لَّمْ يُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰى يَحْكُمَ اللهُ بَيْنَنَاۚ وَهُوَ خَيْرُ الْحَاكِمِيْنَ

(আল্লাহর পক্ষ হতে) আমার নিকট যা প্রেরিত হয়েছে তা যদি তোমাদের কোন দল বিশ্বাস করে এবং কোন দল অবিশ্বাস করে, তবে ধৈর্যধারণ করো- যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেন। আর তিনিই উত্তম ফায়সালাকারী। (সূরা আ‘রাফু ৮৭)

তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল :

فَكَذَّبُوْهُ فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِيْ دَارِهِمْ جَاثِمِيْنَ

কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল, অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো। ফলে তারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল। (সূরা আনকাবূত– ৩৭)

فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِيْ دَارِهِمْ جَاثِمِيْنَ

অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো, ফলে তাদের প্রভাত হলো নিজ নিজ গৃহে অধঃমুখে পতিত অবস্থায়। (সূরা আ‘রাফু ৯১)

প্রচন্ড আওয়াজ তাদেরকে আঘাত করল :

وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِيْ دِيَارِهِمْ جَاثِمِيْنَ

অতঃপর যারা সীমালঙ্ঘন করেছিল তাদেরকে এক বিকট আওয়াজ আঘাত করল, ফলে তারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় পড়ে রইল। (সূরা হুদু ৯৪)

তারা সামূদ জাতির ন্যায় অভিশপ্ত হলো :

كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَاؕ اَ لَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ

(ধ্বংস হওয়ার পর দেখলে মনে হবে) যেন তারা সেখানে কখনো বসবাস করেনি। জেনে রেখো! ধ্বংসই ছিল মাদইয়ানবাসীদের আসল পরিণাম, যেভাবে ধ্বংস হয়েছিল সামূদ সম্প্রদায়। (সূরা হুদু ৯৫)

নবী ও ঈমানদারদেরকে বাঁচানো হলো :

وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا

যখন আমার নির্দেশ এসে গেল, তখন আমি শুয়াইব ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করেছিলাম। (সূরা হুদু ৯৪)

জাতির উদ্দেশ্যে নবীর শেষ কথা :

فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يَا قَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَاتِ رَبِّيْ وَنَصَحْتُ لَكُمْۚ فَكَيْفَ اٰسٰى عَلٰى قَوْمٍ كَافِرِيْنَ

সে তাদের হতে মুখ ফিরিয়ে নিল এবং বলল, হে আমার সম্প্রদায়! আমি তো তোমাদেরকে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দান করেছি, সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কী করে আক্ষেপ করতে পারি? (সূরা আ‘রাফু ৯৩)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন